#Secret_Agent_OF_NSI #পর্ব_২ (Golpo) Bangali Lyrics Golpo,

 


#Secret_Agent_OF_NSI

#পর্ব_২
NSI Head Quarters
আরিফ- চিফ ইরানি মাফিয়া আল- আসাদ একটা প্ল্যান করতেছে বাংলাদেশে হামলা করার জন্য।।
চিফ- আমাদের সকল এজেন্টদের এক্টিভ করে দেও আর আল- আসাদ এখন কোথায় আছে সেটার খবর লাগাও।।আচ্ছা আমাদের এজেন্ট FS এখন কোথায় আছে।।
আরিফ- স্যার FS এখন আমাদের নেটওয়ার্ক এর বাহিরে আছে।।আর তাকে আমরা কখনোই খুজে পাব না যদি না সে নিজে ধরা দেয় আমাদের কাছে।।
চিফ- I know. But he is a best agent of NSI..So, find him immediately..
আরিফ- ওকে চিফ।।
সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নাস্তা করতে চলে গেলাম।।নাস্তা করে বাহিরে বের হয়ে দেখি নতুন বাইক রাখা।।তা দেখে চাচিকে জিজ্ঞাসা করলাম যে এটা কার জন্য??তখন চাচি বলল যে চাচা এটা আমার জন্য কিনে এনেছে আজকে প্রথম চাকরিতে যাব বলে।।
তারপর চাচি আমাকে বাইকের চাবি দিয়ে গেলো।।আমিও বাইক নিয়ে অফিসের উদ্দেশ্যে বের হলাম।।অফিসে গিয়ে কাজ করছিলাম এমন সময় ফোনে মেসেজ এলো।।মেসেজ ওপেন করে দেখি NSI head quarter থেকে মেসেজ।।তারপর সারাদিন কাজ করে সন্ধ্যায় বাসায় গেলাম।।ফ্রেশ হয়ে আমার সিক্রেট রুমে চলে গেলাম।।রুমটাতে আমার রুমের ভিতর দিয়েই যেতে হয়।।আর আমি ছাড়া কেউ সেই রুমে যেতে পারবে না।।দরজায় ফিংগারপ্রিন্ট দেওয়ার পর দরজা খুলে গেলো সাথে রুমের সব লাইট আর কম্পিউটার ওপেন হয়ে গেলো।।
কিছুহ্মণ কম্পিউটারে গুতাগুতি করে সব লগ আউট করে রুম থেকে বের হয়ে গেলাম।। বের হয়ে দেখি লামিয়া আমার রুমে বসে আছে।।আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলো।। তাই আমি জিজ্ঞাসা করলাম,,
আমি- কি হলো আমাকে দেখে আপনি এভাবে চমকে উঠলেন কেন?/
লামিয়া-তুতু তু তু তুই কোথা থেকে এলি রুমে??
আমি- আমি ত এখানেই ছিলাম।। কিন্তু আপনি হঠাৎ আমার রুমে যে।।
লামিয়া- আম্মু তোকে নিচে ডাকছে ডিনার করতে।।
আমি- আপনি যান আমি আসতেছি।।
তারপর লামিয়া চলে গেলো।।মনে শান্তি পেলাম যে সে আমাকে ওই রুম থেকে বের হতে দেখে নি।।
লামিয়া রুম থেকে বের হওয়ার পর ভাবতে লাগল, আমিও ত রুমেই ছিলাম তাকে তো রুমে দেখি নি ডুকার সময়,,তাহলে সে বের হলো কোথা থেকে।।আর যদি রুমেই থাকতো তাহলে আমি তাকে দেখতে পাই নি কেনো??এর আগেও অনেকবার এমন হয়েছে।।তার রুমে কি কোনো সিক্রেট রুম আছে নাকি??
এসব ভাবতে ভাবতে লামিয়া ডিনারের টেবিলে চলে এলো।।কিছুহ্মণ পর আমিও চলে গেলাম ডিনার করতে,, ডিনার করে রুমে এসে ঘুমিয়ে গেলাম।।
এদিকে হেডকোয়ার্টারে,,
আরিফ- স্যার রাত ৮টা৫মিনিটে আমাদের সার্ভারে একটা অজ্ঞাত মেইল আসে।।আর সেটাতে লেখা আছে যে আল-আসাদ এখন কক্সবাজারের "দ্যা-কক্স" হোটেলে আছে।।রুম নাম্বার ৩০২..

Secret_Agent_OF_NSI Golpo





স্যার বুঝতেছি না এটা কি রিয়েল নাকি ফেক??
চিফ- ওকে,, চলো আমরা এখনই সেখানে রওনা হবো।।পাখি হাত ছাড়া হয়ে গেলে ধরতে কষ্ট হবে।।
আরিফ- চিফ আপনি কি সিউর যে সেখানে গেলে পাবো।।আর এটাতো ফেকও হতে পারে।।
চিফ- আরিফ তোমার এখনও অনেককিছু শিখার আছে।।কারণ- তুমি শুধু মেইলটাই দেখেছো।।কিন্তু মেইলটা কোন সার্ভার থেকে এসেছে সেটা দেখো নি+মেইলটা যেই ডিভাইস থেকে পাঠানো হয়েছে তার আইপিও দেখো নি।।
আরিফ- ঠিকই তো চিফ।।১ মিনিট দেখে নিই।।
চিফ এটাতো আমাদের সার্ভার থেকেই এসেছে+ এই ডিভাইস থেকেই।। কিন্তু এটা কি করে সম্ভব,, এই ডিভাইস এর এক্সেস কেউ কি করে পেতে পারে।।এটাতো হাইলি সিকোরেটেড ডিভাইস।।
চিফ- এটা সাধারণ কারও পহ্মে সম্ভব না।।এটা শুধু আমি আর আরেকজন ছাড়া কেউ পারে না।।তাই তো সে ধরা ছোয়ার বাহিরে।।
আরিফ- তারমানে আমাদের বেস্ট এজেন্ট FS এর কাজ এটা।।কিন্তু স্যার লগইন চেক দিলেই ত দেখা যাবে যে এটা কোথা থেকে এক্টিভেট করা হয়েছে।।
চিফ- ওকে আমরা যেতে যেতে গাড়ীতে বসে তুমি চেক কইরো এখন চলো ফাস্ট।।
তারপর চিফ একটা টিম নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে বের হয়ে গেলো।।সেখানে পৌঁছাতে সকাল ১১টা বেজে গেলো।।তারপর চিফ সহ টিমের বাকীরা হোটেল থেকে খবর নিয়ে জানতে পারলো আবু-আসাদ এখনও হোটেলেই আছে।। তাই তারা দেড়ি না করে খুব সতর্কতার সাথে হোটেলে রেট করে আবু-আসাদকে এরেস্ট করে।।আর তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।।
এদিকে সকালে ঘুম থেকে উঠে আমি খাবার খেয়ে অফিসে চলে গেলাম।।মনোযোগ দিয়ে কাজ করতে লাগলাম।।তখনই নেহার কল এলো,,রিসিভ করার পর,,
নেহা- হ্যালো আপনি কোথায় আছেন একটু তাড়াতাড়ি আসুন(***)।।(কিছুটা ভয় পেয়ে)
আমি- কেনো কি হয়েছে??আর তুমি এমন ভয় পেয়ে আছো কেন?? আর আমার সেখানে যেতে ১০ মিনিটের মতো লেগে যাবে।।
নেহা- প্লিজ তাড়াতাড়ি আসুন,,আমার খুব ভয় করছে।।
আমি- আচ্ছা,, আমি এক্ষুণি আসছি।।
বলে অফিস থেকে বের হয়ে বাইক নিয়ে রওনা দিলাম।।কিছুহ্মণ পরে সেখানে পৌঁছে গেলাম।।গিয়ে নেহাকে খুজতে লাগলাম,, জায়গাটা খুবই নিরিবিলি।।মানুষের যাতায়াত নাই বললেই চলে।।কিন্তু নেহাকে কোথাও দেখছি না।।
হঠাৎই কে যেনো আমাকে পিছন থেকে জড়িয়ে ধরল।।আর বুঝাই যাচ্ছে খুব ভয় পেয়ে আছে সাথে অনেক ক্লান্তও।।তাকিয়ে দেখি নেহা,,তখন আমি বললাম,,
আমি- নেহা কি হয়েছে তোমার,, আর এতো ভয় পেয়ে আছো কেন?? এখানে কিভাবে এলে??
নেহা- আসলে ও ও ওরা??(কথাই বলতে পারছে না)
আমি- কারা??কাদের কথা বলছো তুমি??
নেহা- আসলে আমি কলেজ থেকে বের হওয়ার পর কিছু ছেলে আমার পিছু নেয়।।তাদের থেকে বাচতে আমি হাটতে হাটতে এখানে চলে এসেছি।।তারা আমার পিছু ছাড়ছিলই না।।অনেক কষ্টে ওদের পিছু ছাড়িয়েছি।।চলেন আমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাই।।নাহলে আবার ওরা চলে আসতে পারে।।
তারপর নেহাকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম।।তারপর দুজনে সেখানে গিয়ে লাঞ্চ করে নিলাম।।লাঞ্চ করার সময় টিভিতে খবর দেখতাছিলাম।।খবরে শুধু আজকে ওই আতঙ্কবাদী নিয়েই বলতেছে।।সবশেষে চিফ বললেন-আজকের মিশনের সম্পূর্ণ ক্রেডিট আমার বেস্ট সিক্রেট এজেন্ট fs এর।। প্রতিবারের মতো তার সাহায্যেই আমরা এই আতঙ্কবাদীকে আটক করতে পেরেছি।।এখনও তাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হয় নি।।তবে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পাড়ব যে এই মিশনে আর কে কে ইনভলব আছে।।
তখনই একজন সাংবাদিক প্রশ্ন করলেন হেড চিফকে- আচ্ছা স্যার এই সিক্রেট এজেন্ট FS কে??কি তার আসল নাম??আর কোথায় থাকে সে??
চিফ- এই সম্পর্কে কিছুই বলতে পারব না।।কারণ- সে একজন NSI Secret agent...
বলে কনফারেন্স শেষ করে চিফ চলে গেলেন।।এদিকে আমিও অফিসের কাজ শেষ করে বাসায় চলে আসি।।এভাবে কেটে গেলো ৩ মাস।।একদিন অফিস করে বাসায় ফিরছি।।পরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে বসে টিভি দেখছিলাম তখন চাচা এসে আমাকে বলল,,,,


Tag: Bengali Golpo, Funny Bengali Golpo, Abhela, Golpo, golpo icon.png, golpo holeo shotti, golpo kotha, bangla golpo, bangla romantic golpo, bangla funny golpo, golpo book bangla, bangla mojar golpo book, bangla romantic golpo book, bangla hasir golpo book, golpo boi bangla, Secret_Agent_OF_NSI  


Post a Comment

0 Comments