#পিচ্চি_বউ
(part 17)
.
-- একাই চলে যাচ্ছ? তোমার বউকে
আর তোমার মেয়েকে নিয়ে যাবে না
সাথে করে?
-- আমার মেয়ে মানে?
-- হুম,,হিয়া তোমার মেয়ে !! সেদিন -- হুম,,হিয়া তোমার মেয়ে !! সেদিন তুমি
যখন আমাকে পিলটা দিয়েছিলে সেটা আমি
খাই নাই, ফেলে দিয়েছিলাম !!
দিয়ার কথা শুনে খুশিতে আমার কান্না
চলে আসল,
আমি দিয়ার দুইগালে হাত দিয়ে চোখের
পানি ফেলতে ফেলতে বললাম,
-- হিয়াআআ আমার মেয়ে, আমার মেয়ে !!
এই বলেই আমি দিয়াকে জড়িয়ে ধরলাম,,
দিয়াও কান্না করছে ৷
তারপর আমার থেকে নিজেকে ছাড়িয়ে
বলল,,
-- এই এই ছাড় ছাড়, কি করছ সবাই দেখছে
৷
-- আমার বউকে আমি জড়িয়ে ধরেছি,
তাতে কার কি ৷
-- তাই বলে মানুষকে ফ্রিতে সিনেমা
দেখাবে?
-- ওলে বাবা লে,,আমার পিচ্চিটা দেখি
অনেক পাকনা হয়ে গেছে !!(দিয়ার গাল টিপে
বললাম)
-- এই ছাড়, আমি কি এখন আর পিচ্চি রয়ে
গেছি নাকি? আমি তো এখন অনেক বড়
হয়ে গেছি !!
-- তুমি যতই বড় হউ না কেন? আমার
কাছে সেই আগের পিচ্চিই রয়ে থাকব ৷
আমার পিচ্চি বউ !!
-- ইইইহহ..এখন আসছ প্রেম দেখাতে !
তখন তো আমাকে কত্ত কষ্ট দিয়েছিলে ৷
-- হ্যা দিয়েছিলাম ! তাই তো তোমার
ছেয়ে দ্বিগুন কষ্ট আমি এই পাচঁটা বছরে
পেলাম ৷
-- আর আমি কি কম কষ্ট পাইছি এই পাচঁ
বছরে ৷ জান প্রত্যেকটা দিন তোমার কথা
মনে পড়ত, তোমাকে
অনেক মিস করতাম !
তাই প্রত্যেক দিন তোমাকে ফোন
দিতাম,,শুধু মাত্র তোমার মুখ থেকে একটা
শব্দ শুনার জন্য,,!
শব্দ না শুনতে না পরলেও তোমার
নিঃশ্বাস এর আওয়াজ শুনলেই আমার মন
শান্ত হত !!
-- কিহহ ! অই অপরিচিত নাম্বারটা তুমি
ছিলে?
--হুম !!
.
-- আমার মেয়েটা কই গো?
-- গাড়িতে আছে চল !!
.
গাড়ির ভিতরে ডুকতেই হিয়া আমাকে দেখে
আনকেল আনকেল বলে জড়িয়ে ধরল,
আমি বললাম,
-- আনকেল না মামনি আব্বু বল !!
-- আব্বু কেন?
-- এখন থেকে আব্বু ই বলবে !!
আমি হিয়াকে আমার কোলে নিয়ে ওর
চোখে মুখে অনেক গুলা চুমু দিলাম !
দিয়া আমাদের বাবা মেয়ের মিলন দেখে
হাসতে লাগল !
আমি হিয়াকে বললাম,
-- চল আম্মু আমরা এখন বাংলাদেশ যাব !
বলেই আমি হিয়াকে কোলে নিয়ে ঘাড়ি
থেকে নেমে দিয়ার হাত ধরে টানতে
লাগলাম,,
দিয়া বলল,
-- এই এই কোথায় যাচ্ছ?
-- কেন? দেশে যাবা না?
-- পাসপোর্ট টিকিট ছাড়া কিভাবে যাব
আমরা?
-- অহহ.. আমি তো ভূলেই গেছিলাম ৷
তো এখন আমরা কই যাব !!
-- আমি যে বাড়িতে আমার জীবনের পাচঁটা
বছর কাটিয়েছি সেই বাড়িতে ৷
ওদের থেকেও তো বিদায় নিতে, ওদের
কাছে যে আমি রিনি, ওরা আমাকে যে নতুন
করে জীবন দিয়েছিল !!
.
তারপর আমরা আরিয়ান চৌধরীর বাড়িতে
চলে আসি !
আরিয়ান চৌধরী ও তার মা আমাকে দেখে
আমার দিকে অবাক চোখে তাকিয়ে
আছেন !!
আরিয়ান চৌধরী আমাকে প্রশ্ন করল,
-- আপনি এখানে?
(হয়তো আমাকে আগে ফোটেতে দেখেছে
তাই প্রথম দেখাতেই চিনে ফেলল)
তারপর দিয়া ওদের সবকিছু বুঝিয়ে বলল ৷
আরিয়ান চৌধরী দিয়ার কথা শুনে মুখটা
মলিন করে কিছুক্ষণ দাড়িয়ে রইল !
তারপর আমাদের বলল,
-- আচ্ছা তাহলে আজ নাহয় তোমরা
এখানে থাক, এর ভিতরে আমি দিয়া আর
হিয়ার পাসপোর্ট, টিকিটের ব্যবস্থহিয়ার পাসপোর্ট, টিকিটের ব্যবস্থা করে
ফেলছি !!
এই বলেই আরিয়ান চৌধরী আর সেখানে
দাড়াল না চলে গেল বাইরে !
আরিয়ানের আম্মুর মুখের দিকে থাকিয়ে
দেখলাম ওনার চোখে পানি,
হয়তো দিয়া আর হিয়ার চলে যাওয়ার কথা
শুনে অনেক কষ্ট পেয়েছেন ৷
ওনি অনেক কষ্ট করে বললেন,
-- দিয়া তর স্বামীকে নিয়ে রুমে গিয়ে
ফ্রেশ হয়ে আয় মা ৷ আমি তোদের জন্য
খাবার রেডি করছি ৷
এই বলে ওনি চলে গেলেন !!
দিয়া আমাকে বলল,
-- চল রুমে চল ৷
দিয়া আমাকে একটা রুমে নিয়ে আসল,
জিনিসপত্র দেখে মনে হচ্ছে এটা দিয়ার ই
রুম ছিল এতদিন ৷
দিয়া নিজের আলমারি থেকে একটা টাওয়াল
বের করে আমার হাতে দিল !
বলল,
-- যাও ঐ দিকে ওয়াস রুম গোসল করে
ফ্রেশ হয়ে আস ৷
-- আচ্ছা ৷ দিয়া একটা কথা বলি?
দিয়া মুখে একটা রাগী লুক নিয়ে আমাকে
বলল,
-- এভাবে জিজ্ঞেস করছ যেন অন্য
কারো বউয়ের সাথে কথা বলছ ৷ তোমার
যা মন চায় তাই বল,
জিজ্ঞেস করার কি আছে?
-- আরিয়ান চৌধরীর আম্মুকে দেখলাম
তুমি চলে যাচ্ছ সেই কথা শুনে চোখ দিয়ে
পানি বের হয়ে আসছে !!
দিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল,
-- ওনাদের মত কোন মানুষ হয় না !
যখন আমি তোমাকে ছেড়ে চলে আসি,
তারপর থেকে আমি অনেক ভেঙে পরি
প্রত্যেকটা দিন তোমার জন্য কান্না
করতাম !
ঠিকমত খাওয়া দাওয়া করতাম না !
তারপর ওনিই আমাকে নতুন করে বাচতে
শিখিয়েছিলেন,
আমাকে প্রত্যেকটা দিন নিজের আমাকে প্রত্যেকটা দিন নিজের হাতে
খাইয়ে দিতেন !
আমাকে যেভাবে ওনি আদর করতেন
সেভাবে হয়তো ওনি নিজের মেয়েকেই
করেন না ৷
আমি আর একমাকে ফেলে আসলে কি হবে?
এখানে এসে আরেক মাকে পেলাম !
বলেই দিয়া কান্না করতে লাগল,,!
আমি দিয়ার মাথা আমার বুকে টেকিয়ে
শান্তনা দিতে লাগলাম !
হঠাৎ হিয়া রুমে এসে আমাদের দেখে বলল,
-- ততোমরা কি করছছ?
আমি দিয়াকে ছেড়ে হিয়াকে কোলে
নিলাম,
বললাম,
-- তোমার আম্মুকে আদর করছিলাম
মামনি !!
-- নাহ ততুমি আম্মু কে আদরর করবেএএ
নাহ ৷
-- কেন?
-- তুমি শুধু আমাকে আদরর করবে, আর
কাউকেএ না ৷
দিয়া বলল,,
-- দেখছ তোমার মেয়ে কি হিংসুক !
এখন থেকেই আমাকে তোমাএখন থেকেই আমাকে তোমার
থেকে কত্ত দূরে টেলে দিচ্ছে !!
আমি দিয়ার কথা শুনে হাসতে লাগলাম,
এভাবেই দিয়া আর হিয়ার সাথে কুনসুটিতে
কেটে গেল সারাটা দিন ,
পিচ্চি_বউ Golpo
.
রাতে খাবার খেয়ে রুমে আসলাম ঘুমাতে,
এখানে দিয়ার আজকে লাস্ট রাত,
কালকে আমরা চলে যাব দেশে !
হিয়া অনেক আগেই ঘুমিয়ে গেছে,
.
-- এইই এই তুমি আমার দিকে এভাবে
আগাচ্ছ কেন?(দিয়া)
-- আমার পিচ্চি বউটাকে একটু আদর
করব?
-- এইই না না সর, আমি কিন্তু চিল্লাব !
-- হুম..চিল্লাউ..কেউ আসবে না, তুমি
চিল্লালে আজ কেউ আসবে না, উল্টা ওরা
আরও অন্য কিছু ভাববে !!
-- পিল্জ,,সরে যাও আমি তোমার সাথে
সবকিছু নতুন করে শুরু করতে চাই !!
আমরা আবার নতুন করে বিয়ে করব,
আবার নতুন করে বাসর করব !
পিল্জ আজ না ৷
পিল্জ আজ একটু শান্তিতে ঘুমিয়ে পড় !
আমি দিয়ার কাছ থেকে সরে আসলাম,
বললাম,
-- হুম,শেয়ালের সামনে মুরুগ রেখে বলছে
শান্তিতে ঘুমাতে !!!
বলেই আমি অন্য দিকে মুখ করে বসে
রইলাম !
আমার কথা শুনে দিয়া হাসতে লাগল,,
-- হা হা হা হা,,,তুমি এত দূষ্ট কেন?
বলেই দিয়া আমার কাধে হাত রেখে
পেছেন থেকে আমাকে দুইহাত দিয়ে জড়িয়ে
ধরল !!
-- আচ্ছা,,! একটা কাজ করতে পার ৷
-- কিহহ?
-- আমাকে একটা কিস করতে পার !
কিন্তু কিস করার পর অন্য কিছু করার
ধান্দা কইর না কিন্তু !
-- লাগবে নাহ আমার কিস !
-- তোমার না লাগলেও আমার লাগবে !!
বলেই আমাকে ধাক্কা দিয়ে বিছানাতে
ফেলে আমার উপর উঠে এসে আমার ঠোটে
ঠোট মিশেয়ে দিল !
অনেক্ষন পর আমার ঠোট ছাড়ল,,
আমি অনেক জোরে জোরে শ্বাস নিতে
লাগলাম,,
দিয়াও আমার মত হাপাতে লাগল !
আমি বললাম,
-- আহহহহ,, Oh my god আরেকটু হলে
তো আমি মরেই যেতাম ! রাক্ষসী একটা ৷
আমার টোঠ কি খাওয়ার জিনিস নাকি যে
এভাবে চু** চু** খেতে হবে !!
ঠোটে হাত দিয়ে বললাম,
-- ইসসস...আবার টোঠে কামর ও দিছে,
রাক্ষসী একটা !
-- কি বললে আমি রাক্ষসী?
আর দেখি কোথায়া লেগেছে?
বলেই আমার টোঠে হাত দিল,,
বলল,
-- কই কিছু হয় নাই তো?
-- হয় নাই মানে? এই যে রক্ত বের হচ্ছে
দেখতে পারছ না?
দিয়া এবার আরও জোরে জোরে হাসতে,,
-- এই পিচ্চি সয়তান্নি,, আমার রক্ত বের
হচ্ছে আর তুমি হাসছ?
-- আরে পাগল, এগুলা রক্ত না, আমার
লিপস্টিক !
-- ইইইহহহ, তুমি আমাকে লিপস্টিক
খাওয়াইছ? এখন যদি আমার পেট খারাপ
করে?
-- কিচ্ছু হবে না !! এখন থেকে লিপস্টিক
খেয়ে অব্যাস কর, ভবিষ্যতে তো আরও
অনেক খেতে হবে ৷
এবার ঘুমাও !!
-- দাড়াও আম্মুকে একটা ফোন দিয়ে
নেই !!
আর তুমি একটা কথাও বইল না চুপ করে
থাক আমি ওদের সারপ্রাইজ দিতে চাই !!
.
ফোন দেওয়ার সাথে সাথেই আম্মু রিসিভ
করলেন !
-- কিরে তুই কখন আসবি, আমি সেই কখন
থেকে তর অপেক্ষা করে বসে আছি??
-- আম্মু আমি আজ আসব না , কাল
আসছি ৷
-- কি হয়েছে রে? আজ আসবি না কেন !!
-- আম্মু কাল এসে সব বলছি ! আর শুন
চাচা চাচিকে ফোন দিয়ে কালকে আমাদের
বাসায় আসতে বল !
-- আচ্ছা !
-- এখন রাখছি ৷
.
দিয়া বলল,
-- আমার কথা বললে না কেন?
-- কালকে ওদের সবাইকে সারপ্রা-- কালকে ওদের সবাইকে সারপ্রাইজ
দিব !! তোমাকে হঠাৎ দেখে সবাই চমকে
উঠবে আমি জানি ৷
আচ্ছা এখন ঘুমিয়ে পড় !!
-- হুম..
আমি আমার বালিশে মাথা রাখতেই দিয়া
আমার বুকে শুয়ে পরল,
-- কি হল ! তুমি তোমার বালিশে ঘুমাও !
দিয়া নিজের বালিশটা হাতে নিয়ে নিচে
ফেলে দিল !
তারপর বলল,
-- আমার বালিশ নাই !
আমার বুকে আবার মাথা রাখল,
আমি দিয়ার কান্ড দেখে হাসতে লাগলাম,,
-- পাগলী একটা !!
-- হুম তোমার পাগলী !
দিয়া কিছুক্ষণ চুপ করে থাকার পর আবার
বলল,,
-- জান,,আজ কত্তদিন পর আমি শান্তি
ঘুমাতে পারব !
-- হুম পাগলী ঘুমাও !
বলেই আমি দিয়াকে দুই হাত দিয়ে শক্ত
করে বুকে মিশেয়ে নিলাম !
.
.
পরেরদিন সকালে সবার থেকে বিদায় নিয়ে
চলে আসলাম ইয়ারপোর্টে !
আরিয়ান চৌধরীর বাড়ি থেকে আসার
সময় আরিয়ানের মা আর দিয়া অনেক
কান্না করছে !
.
বিমানে বসে আছি,
হিয়া আমার কোলে ঘুমিয়ে আর দিয়া
আমার কাধে মাথা রেখে ঘুমিয়ে আছে !!
.
বিমান বাংলাদেশে এসে ল্যান্ড করল,,
আমি দিয়াকে ডাকলাম,,
-- এই দিয়া,,, দিয়া,,, উঠ আমরা চলে এসেছি
দেশে ৷
দিয়া মুছতে মুছতে আমার দিকে তাকিয়ে
অপরাধীর ভঙিতে বলল,,
-- সরি,,,তুমি হয়তো সারা রাস্তা একা একা
বোর হয়েছ,
আমার যে কখন ঘুম লেগেছিল বুঝতেই
পারি নাই !!
.
ইয়ারপোর্ট থেকে বের হতেই দিয়া জোরে
একটা নিঃশ্বাস নিল,,
দিয়া বলল,,
-- কত্তদিন পর আমার দেশের সেই
চিরচেনা গন্ধটা পেলাম,,মনটাই ফ্রেশ হয়ে
গেল !
-- হুম,,এখন চল !
.
দিয়া আর হিয়াকে নিয়ে একটা টেক্সিতে
উঠলাম,,
হিয়ার এখনও ঘুম ভাঙে নাই, এখনও আমার
কোলেই ঘুমিয়ে আছে !
আমাদের বাড়ির পাশে আশতেই আমি
হিয়ার হাতে একটা বুরকা ধরিয়ে দিয়ে
বললাম,
-- এটা পড়ে নাও !!
-- বুরকা কেন?
-- পড়না এত প্রশ্ন করছ কেন !!
দিয়া আর কিছু না বলে বুরকা পড়ে নিল !
দিয়ার চোখ দুইটা ছাড়া এখন আর কিচ্ছু
দেখা যাচ্ছে না !!
হিয়াও জেগে উঠেছে !
আমি হিয়াকে কোলে নিয়ে আমাদের ঘড়ের
বেল বাজালাম,,
আম্মু এসে দরজা খুললেন !!
-- নিয়ান বাবা তুই....
বুরকা পড়া দিয়াকে আর আমার কোলে
হিয়াকে দেখে আটকে গেলেন !!
আবার বললেন,
-- কিরে ওরা কে?
-- বলছি আগে ঘড়ে তো ডুকতে দাও ৷
-- আমি ভিতরে ডুকে দেখলাম আব্বু চাচা
চাচি আদিবা শিহাব সবাই ড্রয়িং রুমে বসে
আছেন !
আমাকে সবাই একসাথে প্রশ্ন করলেন যে
ওরা কে??
আমি দিয়াকে দেখিয়ে বললাম,
-- অ আমার বউ??
সবাই অবাক হওয়ার ছেয়ে খুশিই হলেন !!
আব্বু বললেন,,
-- নিয়ান তুই শেষ পর্যন্ত বিয়ে করলি ৷
এবার আমি শান্তি পেলাম !
আম্মু দিয়াকে বললেন,
-- মুখসটা খুল বউমা, দেখি আমার বউমা
কত সুন্দর??????
#চলবে
Tag: Bengali Golpo, Funny Bengali Golpo, Abhela, Golpo, golpo icon.png, golpo holeo shotti, golpo kotha, bangla golpo, bangla romantic golpo, bangla funny golpo, golpo book bangla, bangla mojar golpo book, bangla romantic golpo book, bangla hasir golpo book, golpo boi bangla, পিচ্চি_বউ
0 Comments