Secret_Agent_OF_NSI পর্ব_৭ (Golpo) Bangali Lyrics Golpo

 


#Secret_Agent_OF_NSI 
#পর্ব_৭
আরিফ- দূর কি যে বলো না।।এখন থেকে তুমি নেহার স্বামী মানে আমার ফুপাতো বোনের স্বামী।।
তাই আপনি করে না তুমি করে বলবা।।
আর আমি সেদিন কিছুই মনে করি নি।। তোমার জায়গায় থাকলে আমিও এটাই করতাম।।কিন্তু একটা কথা মনে রাখবা,,
কোনোকিছু ভালো করে না দেখে তাড়াহুড়া করে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিও না।।
এতে তুমিই কষ্ট পাবে সবার থেকে বেশি।।
আরেকটা কথা আমার পাগলী বোনটা তোমাকে অনেক ভালবাসে তাই তাকে কখনো কষ্ট দিও না কিন্তু।।
যদি শুনি তাকে কষ্ট দেও তাহলে কিন্তু তোমাকে বর্ডারে নিয়ে বেধে রাখব।।
সেই হ্মমতা কিন্তু আমার আছে।।কারণ- আমি আর্মিতে আছি।।
আমি- সেইখানে যাওয়ার আমার কোনো ইচ্ছা নাই ভাই।।
আর তাকে কষ্ট দেওয়ার আগে আমাকে ১০ বার ভাবতে হবে।।
কারণ- তার ভাবি কে সেটা তো আমার থেকে ভালো করে কেউ জানে না।।
আরিফ- তাও ঠিক, বলে হাসতে লাগল।।
আমাদের কথা শেষ হতে না হতেই রিম্পু ছাদে হাজির এসে বলল,,,,
রিম্পু- কি হলো তোমাদের কি কথা শেষ হয় নি নাকি??
শেষ হলে নিচে চলো তাড়াতাড়ি সবাই আসতে শুরু করে দিয়েছে।।
কিরে তুই কখন গিয়ে গোসল করে রেডি হবি।।আজকে তোদের ওই বাড়িতে যেতে হবে।।তাই তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নে।।
আচ্ছা যাচ্ছি বলে চলে এলাম ছাদ থেকে রুমে চলে এলাম।।
রুমে আসার পর হঠাৎ মাথা ব্যাথা শুরু হয়ে গেলো।।
তাই শুয়ে পড়লাম,,হঠাৎ দেখি নেহা শাওয়ার নিয়ে মাত্র বের হলো।।
চুল থেকে বিন্দু বিন্দু পানি গড়িয়ে পড়ছে।।নাকে মুখে বিন্দু বিন্দু পানি জমে আছে।।
কিন্তু মাথা ব্যাথার জন্য কিছুই ভালো লাগছে না।।শরীর পুরো ঘেমে গেছে।।
আমার এই অবস্থা দেখে নেহা আমাকে জিজ্ঞাসা করল,,
নেহা- আপনার কি হয়েছে এমন করছেন কেন??
আপনার পুরো শরীর দেখি ঘেমে গেছে আপুকে ডাক দিব নাকি??
আমি- তেমন কিছু না,,মাথাটা খুব ব্যথা করতেছে।।আমার ড্রয়ারে দেখো মাথা ব্যাথার মলম আছে ওইটা নিয়ে আসো।।
নেহা- আচ্ছা আপনি শুয়ে থাকুন আমি মলম এনে কপালে মালিশ করে দিচ্ছি।।
বলে নেহা মলম আনতে চলে গেলো।।মলম নিয়ে এসে মাথায় মালিশ করে দিলো।।
এখন একটু ভালো লাগছে তাই উঠে গোসল করে নিলাম।।
গোসল শেষ করে পাঞ্জাবি আর জিন্স প্যান্ট পড়ে নিলাম।।
পরে আমি আর নেহা নিচে চলে গেলাম।।সবাই সেখানেই আছে।।
গতকাল যারা আসতে পারে নি আজকে তারা এসেই বউ দেখা নিয়ে ব্যস্ত।।
তারপর সবাই খাওয়া-দাওয়ার পর্ব শেষ করল।।এবার পালা নেহাদের বাসায় যাওয়ার।।
সন্ধ্যায় আমরা নেহার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।।
সেখানে পৌঁছাতে পৌঁছাতে ৮টা বেজে গেলো।।তারপর নেহার সাথে তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম।।
পরে সবার সাথে বসে ডিনার করে নিলাম।।আরিফ আর রিম্পুও ছিলো আমাদের সাথে।।
খাওয়া শেষ করে রুমে চলে গেলাম,,গিয়ে মোবাইল নিয়ে বসে পড়লাম।।
তখনই রুমে আপু এলো।।এসে বলল যে কালকে ডাক্তারের কাছে যেতে।।
গতকাল নাকী ডাক্তার কিছু টেস্ট লেখে দিয়েছিলো সেগুলো করিয়ে আবার তাকে দেখাতে বলেছে।।
আমি বললাম ঠিক আছে।।
পরে আপু চলে গেলো।।আপু চলে যাওয়ার পর আমি শুয়ে পড়লাম।।
আর ভাবতে লাগলাম কিভাবে নেহার থেকে ক্ষমা চাওয়া যায় এইসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম 😴
সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম।।নেহা এখনও ঘুম থেকে উঠে নি।।
ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম।।গিয়ে নাস্তা করে ডাক্তারের কাছে চলে গেলাম।।
আমি-আসসালামু আলাইকুম আংকেল কেমন আছেন??
ডাক্তার- ওয়ালাইকুম সালাম,, আলহামদুলিল্লাহ ভালো।। তুমি কেমন আছো এখন??
আমি- আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।।আপনি নাকি বলেছিলেন কিছু টেস্ট করাতে তাই এলাম আর কি।।
ডাক্তার- হ্যা।। সেদিন কি কারণে তুমি সেন্সল্যাস হয়ে গিয়েছিলে তা জানার জন্য কিছু টেস্ট করতে হবে।।
তুমি রিতার(ওনার এসিস্ট্যান্ট) সাথে গিয়ে টেস্টগুলো করিয়ে নিয়ে আসো।।
আমি- আচ্ছা আংকেল,, আমি যাচ্ছি।।।
তারপর রিতার সাথে গিয়ে সব টেস্ট করিয়ে নিলাম।।
সাথে CT Scan ও করে ছিলো।।কিন্তু কেনো করিছে কিছুই বুঝি নি।।
সব টেস্ট করিয়ে আংকেলের কেবিনে চলে এলাম।।এসে,,
আমি- আচ্ছা আংকেল বিল কত হলো সেটা ত রিতা বলে নি।।
ডাক্তার- সেইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না।।সেটা তোমার চাচা দেখে নিবে।।
আমি- আচ্ছা,, আর রিপোর্টগুলা কখন পাব।।
ডাক্তার- বিকেলে এসে নিয়ে যাইয়ো।।
আমি আচ্ছা বলে সেখান থেকে চলে আসি।।তারপর নেহার জন্য কালো গোলাপ নিলাম একগুচ্ছ।।
নেহার কালো গোলাপ অনেক পছন্দ।।তাই নিলাম আর কি।।
তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।। বাসায় পৌছে ফুলগুলো ড্রেসিংটেবিলের উপরে রেখে ফ্রেশ হতে চলে গেলাম।।
ফ্রেশ হয়ে নিচে গেলাম।।যাওয়ার পর আপু জিজ্ঞাসা করল যে রিপোর্ট কখন দিবে??
আমি বললাম আংকেল বলেছে বিকেলে গিয়ে নিয়ে আসতে।।
আপু বলল যে আমার আর যেতে হবে না দুলাভাই আসার সময় নিয়ে আসবে।।
আর আমাকে রুমে গিয়ে রেস্ট নিতে বলল।।তাই আমি রুমে চলে গেলাম।।
যাওয়ার আগে আপুকে জিজ্ঞাসা করলাম যে নেহা কোথায়??
আপু বলল যে ভাগ্নিদের সাথে ছাদে গেছে।।আপুর কাছ থেকে রুমে চলে গেলাম।।
রুমে গিয়ে ফুলের তোড়া নিয়ে ছাদে চলে গেলাম।।গিয়ে দেখি ফুপি ভাতিজিরা গল্প জুড়েছে।।
তাই আমি তাদের পিছনে দাঁড়িয়ে একটা কাশি দিলাম।।
তারপর,,
যার যার কাছে এই পর্বটা পৌঁছাবে তারা প্লিজ কম করে হলেও একটা কমেন্ট করিয়েন😥😥




Tag: Bengali Golpo, Funny Bengali Golpo, Abhela, Golpo, golpo icon.png, golpo holeo shotti, golpo kotha, bangla golpo, bangla romantic golpo, bangla funny golpo, golpo book bangla, bangla mojar golpo book, bangla romantic golpo book, bangla hasir golpo book, golpo boi bangla, Secret_Agent_OF_NSI

Post a Comment

0 Comments