পিচ্চি_বউ (last part 18) (Golpo) Bangali Lyrics Golpo,

 


#পিচ্চি_বউ
(last part 18)
.
-- মুখসটা খুল বউমা, দেখি আমার বউমা
কত সুন্দর?
.
দিয়া আমার দিকে তাকিয়ে চোখের
ইশারায় প্রশ্ন করল, খুলবে কিনা?
আমি মাথা নাড়িয়ে হ্যা বললাম,,
দিয়া নেকাবটার পিছনে হাত দিয়ে ফিতাটা
খুলল,,
খুলে আস্থে আস্থে মুখ থেকে নেকাবটা
সরালো..
নেকাবটা মুখ থেকে সরাতেই সবাই চোখ
বড় বড় করে দিয়ার দিকে তাকিয়ে আছে,,
দিয়াকে চিনতে ওদের কিছুটা কষ্ট হচ্ছে,,
কারণ এই পাচঁ বছরে দিয়া অনেক পাল্টে
গেছে,
সবার চিন্তে কষ্ট হলেও চাচা ঠিকই চিনে
নিলেন,,
মুখ দিয়ে একটা শব্দ করলেন,,
'দিয়াআআ'
চাচা দাড়াতে পারলেন না সুফাতে বসে
পরলেন,,
চাচার মুখে দিয়া ডাক শুনে এবার সবাই
চিনে গেল,,
চাচি দৌরে এসে দিয়াকে জড়িয় ধরে
হাউমাউ করে দুজন কান্না করতে লাগল,,
চাচা এখনও সুফাতেই বসে আছেন,,
আর চোখ দিয়ে অনগল পানি ফেলছেন,,
এবার দিয়া চাচিকে ছেড়ে ওর আব্বুর দিকে
এগিয়ে যেতে লাগল..
চাচার পাশে গিয়ে ধপাস করে বসে পরল
চাচার পায়ের কাছে,,
চাচা দিয়ার থেকে মুখ ফিরিয়ে বসে আছেন,,
দিয়া এবার চাচার পা জড়িয়ে হাউমাউ করে
কান্না করতে লাগল,,
আর বলতে লাগল,
-- আমাকে মাফ করে দাও
বাবাআআআ...আমাকে তুমি মাফ করে
দাওওওও,
চাচার পায়ে মাথা টেকিয়ে কান্না করছে,
দিয়ার কান্না দেখে আমিও নিজেকে ধরে
রাখতে পারলাম না,
চোখ দিয়ে কয়েকফোটা পানি গড়িয়ে
পরল,,
আশেপাশে সবাই দিয়ার কান্না দেখে
কান্না করছে !!
এবার চাচা আর নিজেকে ধরে রাখতে
পারলেন না,,
দিয়াকে নিজের পা থেকে তুলে জুড়িয়ে ধরে
হাউমাউ করে কান্না করতে লাগলেন,,
কিছুক্ষণ কান্না করার পর দিয়াকে ছেড়ে
ওর কাপালে একটা চুমু খেলেন !!
.
এতক্ষণ দিয়াকে পেয়ে হিয়াকে কেউ খেয়াল
করে নাই !!
হিয়া আমার কোলেই আছে,
আম্মু বললেন,,
-- অ কে রে?
-- আম্মু অ আমাদের মেয়ে !!
-- আম্মু খুশিতে কান্না করে দিলেন,
-- কি বললি অ আমাদের দিদিভাই?
-- হুম আম্মু..!!
আম্মু হিয়াকে আমার কোল থেকে নিতে
চাইলেন,
কিন্তু হিয়া গেল না !
আমি হিয়াকে বললাম,
-- যাও মামনি ওনি তোমার দাদু !!
আমার কথা শুনে এবার হিয়া আম্মুর
কোলে গেল,,
আম্মু হিয়ার চোখে মুখে অনেকগুলা চুমু
খেলেন !!
হিয়াকে নিয়ে সবাই কাড়াকাড়ি করতে
লাগল,
একজনের কোল থেকে আরেকজন নিচ্ছে,
সবাই অনেক খুশি,
আমি ওদের দেখে হাসতে লাগলাম,
এবারে কত্তদিন পর এরকম হাসিখুসি
লাগল,,
আমি দিয়ার পাশে গিয়ে ওরে কানে কানে
বললাম,,
-- আমার
সেদিনের ভূলের জন্য সবাই কত্ত খুশি !!
কিন্তু আফসুস সেদিনের ঘটনা কিন্তু আফসুস সেদিনের ঘটনা আমার
কিচ্ছু মনে নেই ৷
তখন আমি কিছুই ফিল করতে পারি নাই ৷
সমস্যা নাই সেদিন ফিল করতে পারি নাই
তো কি হয়েছে !
আজ আবার সব কিছু নতুন করে ফিল করে
নিব !!
.
দিয়া লজ্জা পেয়ে বলল,
-- এই সর তোমার কি লজ্জা সরম নাই
সবাই আছে তো !!
-- আরে আমি কি সবাইকে শুনিয়ে বললাম
নাকি?
আমি তো তোমার কানে কানে বললাম !!
.
.
রাতে কাজি এনে নুতুন করে আবার
আমাদের বিয়ে হল,
আজ আবার বাসর ঘড় সাজানো হল,,
এই নিয়ে তিনটা বাসর হবে আমাদের,
কিন্তু অই দুইটা ছিল অপূর্ণ বাসর রাত,
আজ হবে আমাদের আসল বাসর রাত,,
দিয়া আগে থেকেই বাসর ঘরে গিয়ে বসে
আছে !
আমি হিয়াকে খুজতে লাগলাম,
আম্মুকে জিজ্ঞেস করতেই বললেন,
আদিবার রুমে আছে !
আমি আদিবার রুমে এসে বললাম,
-- অই আদিবা হিয়া কই !!
-- এইযে অ ঘুমিয়ে আছে !
-- আচ্ছা দে আমি ওকে নিয়ে যাই !
-- আরে ভাইয়া না না অ আমার কাছেই
থাকুক !
তুমি যাও গিয়ে তোমার কাজ কর !!
-- আমি আবার এখন কি কাজ করব?
-- হাহাহাহা,,,কেন ভাইয়া আজ না তোমার
বাসর রাত, বাসর রাতে মানুষ কি কাজ
করে??
-- অই বুড়ি,,এত পাকনা পাকনা কথা
বলছিস কেন !
হিয়ার দিকে খেয়াল রাখিস !
-- হুম,,তোমাকে বলতে হবে না, তুমি
তোমার কাজে যাও !
আমি আদিবার মাথায় একটা থাপ্পর দিয়ে
বেরিয়ে গেলাম,,
আমার রুমের দরজার পাশে এসে দাড়িয়ে
আছি !
ভিতরে ডুকতে কেন জানি আমার ভয়
করছে !
এবার রুমে ডুকেই গেলাম,
কিন্তু দিয়া কই গেল?
ভাবলাম বাথরুমে হয়তো গেছে,
কিন্তু বাথরুমের পাশে গিয়ে দেখি দরজা
খুলা ভিতরে কেউ নাই !!
আমি এবার দিয়াকে ডাকতে লাগলাম,
-- এই দিয়াআআ,,দিয়াআআ,,এই বউ
বউ,,এই পিচ্চি বউ !!
এই পিচ্চি সয়তান্নি কই গেলা??
হঠাৎ দিয়া বেলকুনি থেকে দৌরে বেরিয়ে
আসল,,
এসে আমার সামনে দাড়াল,,
আমি বললাম,
-- তুমি বেলকুনিতে ছিলে?
এতক্ষণ ধরে ডাকলাম, শুনলে না কেন?
-- হিহিহি,,তোমার মুখে পিচ্চি সয়তান্নি
ডাক শুনতে ছেয়েছিলাম,,
তাই চুপ করে ছিলাম !
-- ওরে আমার পিচ্চি সয়তান্নি রে !!
বলেই দিয়াকে পাজোকুলা করে কোলে
নিলাম,,
আমি বললাম,,
-- ওরে বাবা রে ! তুমি এত ভারি হইছ কি
করে !!
দিয়াকে কোলে নিয়ে বিছানাতে নামিয়ে
হাত নারাতে নারাতে বললাম,,
-- উহহহু,,আমার হাত দুইটা গেল !
এত মটু কেন তুমি? উফফ,,!
-- কি বললা? আমি মটু? তুমি মটু তোমার
বাপ মটু তোমার চৌদ্দ গুষ্টি মটু !
-- হিহিহি,,,তুমিও তো আমার চৌদ্দ
গুষ্টির মধ্যে একজন !
-- ধুরর,,সর এখান থেকে তোমার সাথে
আমার কথা নাই !!
বলেই আমার থেকে মুখ গুড়িয়ে বসে রইল !!
আমি দিয়াকে আমার দিকে গুড়িয়ে ওর গাল
টিপে বললাম,
-- ওলে বাবা লে,,আমর পিচ্ছি বউটা রাগ
করছে !
আচ্ছা সরি,,
এই দেখ কান ধরছি !
1,2,3,
দিয়া এবার হাসতে লাগল !
-- হইছে হইছে আর কান ধরতে হবে না ৷
উঠ,,!
আমি উঠে গিয়ে দিয়ার পাশে বসলাম !
বললাম,,
-- আচ্ছা দিয়া সেদির রাতে, আমাদের
মধ্যে কি কি হয়েছিল গো !!
আমার তো কিছুই মনে নাই,,
শুধু এটাই মনে যখন আমি তোমার....
দিয়া আমার মুখে হাত দিল !!
-- চুপ কর, তোমার মুখে কিছু আটকায় না?
-- নাহ,,আটকায় না ! তোমার সামনে
আমার কোনো কথাই আটকায় না ৷
দিয়া মাথা নিচু করে বলল,
-- আমার একটা তোমার মত কিউট বাবু
লাগবে?(লজ্জায় লাল হয়ে বলল)
আমি মজা করে বললাম,,
-- তো আমি কি করতে পারি?
দিয়া এবার রেগে গিয়ে বলল,
-- কি করবে মানে? তুমি যাননা কি করবে?
-- নাহ,,আমি তো জানি না করব?
তুমি বলে দাও কি করতে হবে !
-- যাও খবিশ কোথাকার, আমি বলতে
পারব না !!
-- তাহলে আমিও কিছু করতে পারব নাহ !!
-- তোমাকে কিছু করতে হবে না, আমিই
করছি !!
বলেই আমাকে ধাক্কা দিয়ে বিছানাতে
ফেলে দিল,,!
আমি বললাম
-- দাড়াও দাড়াও তোমা.....উমমমম...
কিছু বলতে দিল না টোঠে টোঠ মিশিয়ে
দিল,,
আমি ওকে ছাড়িয়ে বললাম,,
-- শিট..আজকেও লিপস্টিক খাইয়ে
ছাড়লে !!
আমি এক হাত দিয়ে আমার টোঠ আর এক
হাত দিয়ে আমার টি শার্ট এর মাথা দিয়ে
দিয়ার টোঠ মুছে, এবার দিয়া আমি ধাক্কা
দিয়ে বিছানাতে ফেললাম,,
ওরে টোঠে আবার আমর টোঠ মিশিয়ে
দিলাম,,,
ওর টোঠ ছেড়ে এবার তুতনিতে চুমু
খেলাম,,
এভাবে চোখে গলায় গাড়ে,,চুমুতে চুমুতে
ভরিয়ে দিলাম,,
আজ আমার প্রতিটা স্পর্শে দিয়া কেপে
কেপে উঠছে,,
এভাবেই আমরা দুজন দুজনের ভালবাসায়
মিশে হারিয়ে গেলাম অতল সমুদ্রে !!
যে সমুদ্রে যেতে হলে লাগবে প্রচুর
ভালবাসা আর সাথে ভালবাসার মানুষ,!!
.
.
রাতে হঠাৎ আমার ঘুমে ভেঙে গেল,,
পাশে হাত দিয়ে দেখি দিয়া নাই !!
মেয়েটা গেল কই?
আমি একটা থ্রি কোয়াটার পড়ে, টি
শার্টটা খুজতে লাগলাম,,
পাশে টি শার্ট না পেয়ে খালি গায়েই,
বেলকুনির দিকে যেতে লাগলাম,,
বেলকুনিতে আসতেই দেখললাম,
পাগলীটা আনমনে দাড়িয়ে আছে বাতাসে
চুল উড়ছে !
গায়ে আমার টি শার্টটা !
হয়তো হাতের কাছে কিছু না পেয়ে আমার
টি শার্ট পড়ে এসেছে !!
আমি পিছন থেকে গিয়ে দিয়াকে জড়িয়ে
ধরলাম,,
হুট করে কারো হাতের ছোয়া পেয়ে দিয়া
ধরপরিয়ে উঠল,,
আমি বললাম,
-- আরে এভাবে লাফ দিলে কেন?
বলেই আমি ওর চুলে নাক ডুবিয়ে দিলাম,,
মাতাল করা সেই গন্ধ ওর চুলে !
দিয়া বলল,
-- অহ তুমি?? হুট করে এভাবে জড়িয়ে
ধরলে তো ভয় পাবই !!
-- এত রাতে আমার পিচ্চি সয়তান্নিটা
এখানে কেন?
আমি পেছন থেকে দিয়ার কাধে তুতনি রেখে
ওর গালে চুমু
খেতে বললাম !
দিয়া বলল,
-- আজ আমার জীবনের সবছেয়ে সুখের
রাত ! এই রাত আমি ঘুমিয়ে কাটাতে চাই
না !!
-- তাহলে আমাকে ডাকলে না কেন?
-- তুমি অনেক সুন্দর করে ঘুমাচ্ছিলে,
তাই ডাকতে ইচ্ছে করে নাই !!
-- হুম,,চল তাহলে এই সুখের রাত সুখে
ভরিয়ে দেই !!
এই বলে আমি দিয়াকে কোলে নিয়ে
বিছানায় আসলাম !!
আবারও হারিয়ে গেলাম সুখের রাজ্যে !!!!!
!!!!!!!
*****সমাপ্ত*****
(গল্পটা কেমন লাগল জানাবেন পিল্জ)




Tag: Bengali Golpo, Funny Bengali Golpo, Abhela, Golpo, golpo icon.png, golpo holeo shotti, golpo kotha, bangla golpo, bangla romantic golpo, bangla funny golpo, golpo book bangla, bangla mojar golpo book, bangla romantic golpo book, bangla hasir golpo book, golpo boi bangla, পিচ্চি_বউ 


Post a Comment

0 Comments