#পিচ্চি_বউ
(part 16)
.
-- আমার কপালে বউ নাই !!
-- মানে? তুমি কি সব অদ্ভুত কথা
বলছ??
.
-- সত্যিই তো বলছি, এখানে অদ্ভুতের
কি আছে !!
-- মানে? তুমি এখনো বিয়ে কর নাই ?
-- নাহ,, বললাম না আমার কপালে বউ
নাই !!
-- কেন বিয়ে কর নাই?
-- তুমি জেনে কি করবে?
-- পিল্জ বল না কেন বিয়ে কর নাই?
আমি কিছুক্ষণ চুপ করে রইলাম,,
তারপর দিয়ার চোখে চোখ রেখে বললাম,,
-- তোমার জন্য,,!!
দিয়া অবাক হয়ে বলল,
-- আমার জন্য মানে?
-- সেদিন রাতে.....
আমি কিছু একটা ভেবে চুপ করে রইলাম,,
দিয়াকে কি এখন এসব বলা ঠিক হবে?
দিয়া তো সুখেই আছে ,
ওকে এসব বলে কি ওর কষ্ট বাড়ানো ঠিক
হবে?
দিয়া আমাকে চুপ করে থাকতে দেখে বলল,
-- বল না সেদিন রাতে কি?
-- কিছুনা !!
দিয়া এবার আমার হাত ধরে হিয়ার মাথায়
নিয়ে গেল !!
তারপর বলল,,
-- ও তো ছোট্ট ফেরেশতা মানুষ, আমি
জানি তুমি ওর মাথায় হাত রেখে মিথ্যে
বলতে পারবে না?
আমি এবার কি বলব কিছু বুঝে উঠতে
পারছি না,,
হিয়ার মাথায় হাত রেখে আমি আবার
মিথ্যেও বলতে পারব না,,
আমি বললাম,,
-- দিয়া থাকনা এসব এখন আর জেনে কি
করবে?
-- তুমি বলবে কিনা বল?
আমি এবার বলতে শুরু করলাম,,
-- আসলে সেদিন রাতে তুমি যখন আমার
মুখ থেকে একবার বউ ডাক শুনতে
ছেয়েছিলে তখন আমি
কেন ঘড় বেরিয়ে গিয়েছিলাম জান?
সেদিন আমি তোমাকে সারপ্রাইজ
দেওয়ার জন্য রুম থেকে বেরিয়ে গেছিলাম,,
সেদিন আমি তোমাকে একবার না
সারাজীবনের জন্য বউ ডাকতে
ছেয়েছিলাম,
তোমাকে আপন কর নিতে ছেয়েছিলাম,,
কিন্তু তোমাকে সারপ্রাইজ দেওয়া জন্য
একটা লাল টকটকে শাড়ি আর অনেক
গোলাপ ফুল নিয়ে যখন বাসায় আসলাম
তখন আমি নিজেই সারপ্রাইজড হয়ে
যাই !!
এসে দিখি তুমি রুমে নাই,
তারপর যখন তোমার চিঠি আর ডিভোর্স
পেপারে সাইন দেখলাম তখন আমার সারা
দুনিয়া অন্ধকার হয়ে এসেছিল !!
তারপর পাচঁ পাচঁটা বছর তোমার
অপেক্ষায় আর তোমাকে খুজতে খুজতে
কাটিয়ে দেই,
সবাই তো ভেবে নিয়েছিল যে তুমি আর
বেচে নেই,
কিন্তু একমাত্র আমিই জানতাম তুমাকে
আমি একদিন না একদিন খুজে পাব,
কিন্তু এভাবে যে পেয়েও তোমাকে হারতে
হবে সেটা ভাবিনি !!
আমি এক নিঃশ্বাসে কথাগুলা বলে
ফেললাম,,
দিয়ার দিকে তাকিয়ে দেখলাম গাল বেয়ে
চোখের পানি গড়িয়ে পড়ছে !!
আমার দিকে মায়াভরা চোখে তাকিয়ে
আছে,,
আমারও চোখ দিয়ে পানি বের হয়ে
এসেছিল,,
আমি সেটা মুছে দিয়াকে বললাম,
-- এই পাগলী কাদছ কেন?
আমি কিন্তু এখন আর কষ্ট পাচ্ছি না,
কারণ তুমি সুখে আছ, তোমার সুখেই
আমার সুখ !!
.
দিয়ার এখন অনেক ইচ্ছে করছে নিয়ানকে
জড়িয়ে ধরতে,
কিন্তু ধরল না,
নিজেকে কন্টোল নিজেকে কন্টোল করল,,
আর মনে মনে বলতে লাগল,
আমাকে এতদিন অনেক কষ্ট দিয়েছ এখন
তোমার নিজের কিছু কষ্ট পাওয়া প্রাপ্য,
দিয়ার ভিতেরে ভিতরে অনেক খুশি হচ্ছে
এই ভেবে যে, আমার নিয়ান আমাকে
ভালবাসে, আমার জন্য সে এতটা বছর
অপেক্ষা করল !!
কিন্তু সে খুশিটা প্রকাশ করল না !!
চোখের পানি মুছে চুপ করে বসে রইল,
আর বার বার নিয়ানের দিকে আড় চোখে
তাকাতে লাগল,
আজ নিয়ানকে কেন জানি দিয়ার কাছে
অন্য রকম লাগছে !!
.
.
হিয়া আমার কোলেই ঘুমিয়ে পড়ল,
আমার বুকে মাথা রেখে দুই হাত দিয়ে গলা
জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে,
আমি ওকে দুই হাত দিয়ে আকড়ে ধরে
আছি !!
.
আমার হোটেলের কাছে চলে আসলাম,,
আমি হিয়াকে দিয়ার কোলে দিলাম,
গাড়ি থেকে নেমে এসে আবার গাড়ির
ভিতরে মুখ ডুকিয়ে হিয়ার গালে চুমু দিবার
জন্য মাথা এগিয়ে নিলাম,
হিয়া দিয়ার কাধে মাথা রেখে ঘুমিয়ে ছিল,
আমি যখন হিয়াকে চুমু খাওয়ার জন্য ঠোট
এগিয়ে নিলাম,,
দিয়া ভাবল আমি ওকে চুমু খাব তাই তার
গাল এগিয়ে আনছিল,,
কিন্তু আমি হিয়ার গালে চুমু খাওয়াতে দিয়া
লজ্জা পেয়ে আবার গাল পিছিয়ে নিল !!
আমি গাড়ি থেকে মাথা বের করে পিছন
ফিরে চলে আসছিলাম,,
পিছন থেকে দিয়া ডাক দিল,,
-- এই যে শুন !!
আমি পিছন ফিরে বললাম,
-- জ্বি..!
-- কালকে অফিসে একটু তাড়াতাড়ি চলে
যেও !!
-- জ্বি আচ্ছা !
এই বলে আমি হোটেলের ভিতর ডুকে
গেলাম,,
আমি ভিতরে ডুকা পর্যন্ত দিয়া সেখানেই
গাড়ি নিয়ে দাড়িয়ে রইল,,!
.
আমি রুমে ডুকে সবকিছু গছিয়ে নিলাম,
দিয়াকে আমার মনের কথা বলতে পেরে
এখন শান্তি লাগছে !
.
.
পরেরদিন সকালে রেডি হচ্ছিলাম,,
হাঠাৎ আমার মোবাইলটা বেজে উঠল,,
আম্মু ফোন দিয়েছেন !!
আমি ফোন রিসিভ করার পর আম্মু
বললেন,,
-- কেমন আছিস রে?
-- ভাল !! আম্মু আমি আসছি এসেই
তোমার সাথে কথা বলব, এখন রাখি !!
-- কোথায় আসছিস?
-- আম্মু আমি দেশে ফিরছি ৷
আম্মুকে কিছু বলতে না দিয়ে আমি
ফোনটা কেটে দিলাম !
হ্যা আমি আজ ফিরে যাচ্ছি দেশে ৷ সেদিন
যখন ভাবছিলাম দিয়ার সামনে আর যাবনা,
সেদিনই আমি দেশে ফিরার জন্য টিকিট
বুক করি !
তাই সেদিন অফিসে যেতেও দেরি হয়েছিল !
আজ একানকার সময় দুপুর 12টায় আমার
ফ্লাইট !
আম্মুকে দিয়ার কথা বললাম না..
দিয়া যখন সবার থেকে দূরে চলে এসে ভাল
থাকতে চাইছে,
তাহলে থাকুক দিয়া ওর মত করে !!
আমি ওর সুখে পানি ঢালতে চাই না !
আমি আজ শেষ বারের মত দিয়াকে আর
ওর মেয়ে হিয়াকে দেখতে যাচ্ছি ৷
ওর মেয়েটার মায়ায় পরে গেছি যে আমি !
জিসানকে আমি আরও আগেই বলে দিয়েছি
অফিস বাসে করে চলে যেতে !!
তারপর সবকিছু নিয়ে একটা টেক্সিতে
উঠলাম !
অফিস থেকেই একেবারে ইয়ারপোর্টে অফিস থেকেই একেবারে ইয়ারপোর্টে চলে
যাব !!
(পিচ্চি_বউ Golpo)
.
আমার টেক্সি আর দিয়ার কার একসাথেই
এসে থামল অফিসের সামনে,
আমি টেক্সি থেকে নেমে দাড়াতেই
দেখলাম
দিয়া আর হিয়া নামছে গাড়ি থেকে !!
আজ দিয়া একটা কালো শাড়ি পড়ে
এসেছে,,
আজ অনেক সুন্দর লাগছে দিয়াকে !!
এত সুন্দর কেন এই মেয়েটা?
আমি নিজের মাথায়া নিজেই থাপ্পর
দিলাম,
আমি এসব কি ভাবছি? দিয়া এখন অন্য
কারো বউ !!
.
গাড়ি থেকে নেমেই হিয়া আমাকে দেখতে
পেয়ে দৌরে এসে আমার খুলে উঠল !
আমি হিয়ার গালে একটা চুমু খেলাম !
মেয়েটা যে কেন আমাকে এত মায়ায়
ফেলছে !!
আজকের পর হয়তো আমাকে না দেখতে
পেয়ে অনেক মিস করবে !!
আর আমিও অনেক অনেক মিস করবো !!
দিয়া আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল,,
আমি হিয়াকে কোলে নিয়ে অফিসে ডুকে
গেলাম, আমার পিছন পিছন দিয়াও ডুকল,
আমি হিয়াকে আমার টেবিলে নিয়ে গিয়ে
বসালাম,,
দিয়া আমাদের দিকে একবার তাকিয়ে ওর
কেবিনে ডুকে গেল !!
দিয়াকে দেখে মনে হচ্ছে আজ সে অনেক
হ্যাপি !
ভালই হল আজ দিয়াকে হাসি মুখে দেখেই
সারাজীবনের জন্য ওর জীবন থেকে বিদায়
নিতে পারব !
হিয়াকে টেবিলে বসিয়ে আমি হাটু গেড়ে
নিচে বসলাম,,
আমি ওর গালে হাত দিলাম,,
কিছুক্ষণ তাকিয়ে রইলাম !
এই মেয়েটাকে আমার এত্ত এত্ত মায়া
লাগে কেন?
-- হিয়া......
আমি নিজেকে ধরে রাখতে পারলাম চোখ
দিয়ে সাগরের বাধ ভাঙার মত করে অশ্রু
গড়িয়ে পরল !
আমার বুকটা ফেটে যাচ্ছে.
চিৎকার করে কাদতে ইচ্ছে করছে !
হিয়া আমার গালে হাত দিয়ে বলল,
-- আনকেল তুমিই কান্না করছছ কেন?
আমি হিয়ার কথায় কোনো উত্তর দিলাম
না !!
ওর গালে একটা চুমু দিয়ে ওকে জড়িয়ে
ধরলাম,,
তারপর বললাম
-- হিয়া তুমি তোমার আম্মুর কাছে যাও !
আমি তোমার জন্য বাইরে থেকে অনেক
গুলা চকলেট নিয়ে আসছি !! (আজ এই
মায়াবতীটাকেও মিথ্যে বলতে হল)
এই বলে আমি হিয়াকে ওর আম্মুর
কেবিনের সামনে দিয়ে আসলাম,,
কেবিনের বাইরের গ্লাস দিয়ে আমি আমার
মায়াবতীটাকে শেষ একবার দেখলাম,,
মাথা নিচু করে অফিসের পেপারে কি যেন
লিখছে !!
আমি আর সেখানে দাড়ালাম না চলে যেতে
লাগলাম,,
আমি যেই অফিস গেট দিয়ে বেরোতে যাব,
তখনই ছোট্ট দুইটা হাত
আমার পা জড়িয়ে ধরল !!
হিয়া...হ্যা হিয়াই পিছন থেকে আমার পা
জড়িয়ে ধরল !!
আমি আবার হাটু গেড়ে ওর সামনে
বসলাম !!
-- কি হল হিয়া?
-- আনকেল আনকেল, তুমিই ফিরে
আসবেএএ তো?
ইয়া আল্লাহ তুমি এই পিচ্চিটাকে কেন এত
মায়া দিয়ে গড়লে !!
আমার যে এই পিচ্চিটাকে ছেড়ে যেতে ইচ্ছে
করছে না,,
মেয়েটাকে আমি আবার জড়িয়ে ধরলাম,,
আমার এখন হাউমাউ করে কান্না করতে
মন চাইছে !!
এই মেয়েটার প্রতি আমার কিসের এত টান !
কি আছে এই মেয়ের মধ্যে !!
আমাকে আবার মেয়েটাকে মিথ্যে বলতে
হল,
-- আমি আসছি মামনি, এক্কুনি আসছি !
তোমার জন্য অনেক গুলা চকলেট নিয়ে
আসছি !
-- তাহলেএএ তুমিইই কান্না করছছ কেন?
তোমাকেএএ চকলেটট আনতে হবেএএ না
আনকেল ! আমার চকলেট লাগবেএএ না
তুমিইই যেও না !!
বলে আবার আমার গলা জড়িয়ে ধরল !
আমার চোখ দিয়ে অনগল বৃষ্টি ঝরেই
যাচ্ছে,
কিন্তু কোনো আওয়াজ করতে পারছি !!
পৃথীবির সবছেয়ে কষ্টের কান্নাই হল
নিরব কান্না,
এই কান্নায় বুক ফাটে ঠিকই কিন্তু মুখ
ফাটে না !!
এখন সেই পরিস্থিতিতেই আমি আছি !!
.
আমি হিয়াকে আমার থেকে ছাড়িয়ে আরও
একটা মিথ্যে বললাম,
-- এই যে মামনি অই যে দেখা যাচ্ছে
দোকান সেখান থেকেই আমি আসছি !
তুমি তোমার আম্মুর কাছে যাও !
হিয়া মুখটা কালো করেই চলে গেল !!
আমি টেক্সিকে বলেছিলাম আমি আমি টেক্সিকে বলেছিলাম আমি আসা
আগ পর্যন্ত দাড়িয়ে থাকতে, টেক্সিটা
এখনও দাড়িয়ে আছে !!
আমি টেক্সিতে উঠতে যাব তখনই জিসান
আমাকে ডাক দিল,,
-- এই যে নিয়ান ভাই !!
জিসান অফিস থেকে দৌরে বের হয়ে
আমার কাছে আসলে !!
এসে বলল,
-- কোথায় যাচ্ছেন ভাই?
আমি জিসানকে জড়িয়ে ধরলাম,
-- আপনি অনেক ভাল জিসান ভাই,
এই কদিনেই আমাকে অনেক আপন করে
নিয়েছেন ! আমি দেশে ফিরে যাচ্ছি ভাই ৷
-- মানে? এই তো কদিন হল এখানে
আসছেন !
-- আমি আর এদেশে থাকতে চাই না ভাই ৷
আসি ভাই, ভাল থাকবেন ৷
এই বলে আমি টেক্সিতে উঠে গেলাম !
.
.
এদিকে হিয়া নিয়ান চলে যাওয়ার পর,
ওর আম্মুর কেবিনে যায় নাই, নিয়ান
যেখানে বসে কাজ করত সেখানেই বসে
আছে !
আধা ঘন্টা হয়ে গেল নিয়ান এখনো
আসছে না !!
এদিকে দিয়া ভাবল একবার ওদের দেখে
আসি !
দিয়া কেবিন থেকে বের হয়ে এসে দেখে হিয়া
একা একা গালে হাত দিয়ে বসে আছে !!
দিয়া এগিয়ে গিয়ে বলল,,
-- তোমার আনকেল কই গেছে হিয়া?
-- আমারর জন্য চকলেট আনতেএএ গেছে !
কিন্তুও জান আম্মু আনকেল সেইই কখন
গেছিল এখনও আসছে না ৷
আর জান আম্মু আনকেল বাইরে যাওয়ারর
সময় অনেক কান্না করছে !
দিয়ার বুক ধুক করে উঠল,,
নিয়ান কান্না করল কেন?
তাহলে কি নিয়ান....
দিয়া হিয়াকে কোলে নিয়ে জিসানের কাছে
গেল,,
নিয়ানকে সে অনেকবার জিসানের সাথে
দেখেছে !
জিসান দিয়াকে দেখেই বসা থেকে উঠে
দাড়াল,,
-- মেডাম কিছু বলবেন?
-- নিয়ান কোথায় গেছে??
-- নিয়ান ভাই তো আজ দেশে চলে
যাচ্ছেন !!
-- কিহহহহ...!!
এই বলেই দিয়া হিয়াকে নিয়েই বেরিয়ে যেতে
লাগল !!
জিসান কিছুই বুঝতে পারল না, নিয়ান
দেশে চলে যাচ্ছে শুনে তার মেডাম কেন
এরকম রিয়েক্ট করল !
.
দিয়া নিজের গাড়িতে উঠেই ড্রাইভারকে
বলল,,
-- তাড়াতাড়ি ইয়ারর্পোটে চলেন !!
দিয়াকে কান্না করতে দেখে হিয়া জিজ্ঞেস
করল,,
-- আম্মু তুমিইই কান্না করছ কেন?
আর আনকেল কইই গেছে?
-- কোত্তাও যায় নাই মা,,আমরা এক্কুনি
খুজে বের করব !!
বলেই হিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে
নাগল দিয়া !!
ড্রাইভারকে বলল,,
-- আরেকটু জোরে চালান না !
ড্রাইভার গাড়ির স্পিড অনেকে বাড়িয়ে
দিল,,
.
.
আমার পাসপোর্ট ভিসা চেক করছিল
একজন গার্ড, আমি এক্কুনি
ইয়ারপোর্টের ভিতরে ডুকে যাব, আর
বেশিক্ষণ বাকী নাই আমার প্লাইট
ছাড়তে,
গার্ড আমার সব কিছু চেক করে বলল
আমার সবকিছু ঠিক আছে,
আমি এখন ভিতরে যেতে পারি !
আমি যেই ভিতরে যাওয়ার জন্য পা
বড়ালাম,
হঠাৎ পিছন থেকে কে যেন আমাকে জড়িয়ে
ধরল !
আমি পিছন ফিরে তাকাতেই দেখলাম,,দিয়া
৷
-- দিয়াআআ,,তুমি এখানে?
দিয়া বলল,
-- একাই চলে যাচ্ছ? তোমার বউকে
আর তোমার মেয়েকে নিয়ে যাবে না
সাথে করে???????
#চলবে
Tag: Bengali Golpo, Funny Bengali Golpo, Abhela, Golpo, golpo icon.png, golpo holeo shotti, golpo kotha, bangla golpo, bangla romantic golpo, bangla funny golpo, golpo book bangla, bangla mojar golpo book, bangla romantic golpo book, bangla hasir golpo book, golpo boi bangla,পিচ্চি_বউ
0 Comments