#পিচ্চি_বউ_
(part 15)
.
দিয়াকে দেখে আমি বসা থেকে উঠে
দাড়ালাম !!
.
দিয়া কথাটা বলেই আমার দিকে তাকিয়ে
রইল,,
আমি ওর থেকে চোখ নামিয়ে বললাম,,
-- সরি মেডাম, আসলে আপনার মেয়ে
আমার কাছে...
আমাকে বলতে না দিয়ে দিয়া বলল,,
-- ইটস ওকে !!
তারপর দিয়া হিয়াকে আমার পাশ থেকে
তুলে নিয়ে যেতে যেতে বলল,,
-- চল হিয়া কিছু খাবে, বাড়ি থেকে না
খেয়েই চলে এসেছে !!
আমার দিকে একবার তাকিয়ে চলে যেতে
লাগল,,
পাশ থেকে রাইসা এতক্ষণ আমাদেপাশ থেকে রাইসা এতক্ষণ আমাদের
দেখছিল,
আমাকে বলল,,
-- আমাদের মেডাম কি আপনার পরিচিত
কেউ?
আমি মেয়েটার প্রশ্ন শুনে চুপ করে
রইলাম !!
আমি মেয়েটাকে কি বলব কিছু বুঝে উঠতে
পারতেছি না,,
-- জ্বি...!!
রাইসা আমাকে আর কিছু প্রশ্ন করার
আগেই আমি বললাম,,
-- এসকিউজ মি,, আমি একটু আসছি !
বলেই আমি অফিসের ওয়াস রুমের দিকে
যেতে লাগলাম,,
.
অফিস শেষে আমি আর জিসান দাড়িয়ে
আছি অফিসের বাইরে,,
অফিস বাসের জন্য অপেক্ষা করছিলাম,,
জিসান আমাকে বলল,,
-- ভাই আপনি এখানে দাড়ান আমি গিয়ে
দেখে আসছি বাসটা এখনও আসছে না
কেন?
এই বলে জিসান চলে গেল,
আমি একা একা আনমনে দাড়িয়ে আছি,,
পেছন থেকে দিয়া হিয়াকে কোলে নিয়ে
বের হল,,
হিয়া আমাকে দেখে দিয়ার কোল থেকে
নেমে দৌরে আমার কাছে আসল,,
আমার সামনে এসে একটা হাসি দিয়ে বলল,,
-- আনকেল মাথা নিচুওও করর !!
আমি মাথা নিচু করতেই হিয়া আমার গালে
একটা চুমু খেল,,!
তারপর হিয়া দিয়ার কাছে গিয়ে ওর হাত
ধরে টানতে লাগল,
দিয়া বলল,,
-- কি হল হিয়া? আমাকে টানছ কেন?
-- আসস না আম্মু !
হিয়া দিয়াকে টানতে টানতে আমার সামনে
নিয়ে এল,,
দিয়া আমার দিকে একবার তাকিয়ে চোখ
নিচে নামিয়ে নিল !
হিয়া বলল,,
-- আম্মু আনকেলকে চুমু দাওও !!
আমারা দুজনই দুজনের দিকে চোখ বড়
বড় করে তাকালাম,,
দিয়া লজ্জায় লাল হয়ে গেল,,
তারপর হিয়াকে ধমক দিয়ে বলল,,
-- হিয়া এসব কি হচ্ছে??
আমি দিয়াকে বললাম,,
-- পিল্জ মেডাম ওকে বকবেন না, আমি
ওকে বুঝিয়ে বলছি,,
আমি হাটু গেড়ে বসে হিয়ার গালে হাত দিয়ে
বললাম,,
-- হিয়া মামনি শুন,,তোমার আম্মু
তোমার আব্বুকে মানে তোমার পাপাকে
ছাড়া অন্য কোনো ছেলেকে চুমু খেতে
পারবে না !!
-- কিন্তুও আম্মু তো পাপাকে চুমু দেয়না,,
আম্মু তো তোমার ফটোতে চু....
দিয়া হিয়ার মুখ চেপে ধরল,,
তারপর হিয়াকে কোলে নিয়ে বলল,,
-- চল হিয়া,,দেরি হয়ে যাচ্ছে !!
বলেই আমার দিকে একবার তাকিয়ে
গাড়িতে উঠে গেল !
গাড়িতে উঠে হিয়া আমাকে হাত নাড়িয়ে
টাটা দিতে লাগল,,
আমিও ওকে হাত নাড়িয়ে টাটা দিলাম,,
.
আমিও হোটেলে চলে আসলাম,,
রুমে ডুকে শার্টটা খুলে একটা টাওয়াল নিয়ে
বাথরুমে ডুকলাম,,
বাথরুমে ডুকেই শাওয়ারটা ছেড়ে
শাওয়ারের নিচে দাড়িয়ে রইলাম ৷
বুকের ভিতরটা অনেক ভারী লাগছে,
অনেক কষ্ট জমে আছে বুকের ভিতরে ৷
আমার দূষে আমি আমার পিচ্চি বউটাকে
হারলাম ৷
সেদিন যদি আমি ওকে সারপ্রাইজ দেওয়ার
জন্য ঘড় থেকে বেরিয়ে না যেতাম,, তাহলে
আজ আমাকে ওকে এই অবস্থাতে দেখতে
হত না,,
(পিচ্চি_বউ Golpo)
আমার চোখের পানি আর শাওয়ারের পানি
এক হয়ে নিচে পড়ছে !!
আমার পিচ্চিটা এখন আর আমার নেই,
এখন সে অন্য কারো বউ,
অন্য একজনের মেয়ের মা,,
যখন ওর মেয়েটা আমার কাছে জানিনা কেন
জানি আমি সব কষ্ট ভূলে যাই,,
এখন আমি নিজেকে একটা কথা ভেবেই
শান্তনা দিচ্ছি যে, যাই হোক আমার
পিচ্চিটা তো সুখে আছে, ও সুখে তাকলেই
হল আমার আর কিছু চাই না,,
দিয়ার সুখেই আমার সুখ !!
অনেক্ষণ শাওয়ারের নিচে থাকার পর
বাথরুম থেকে বেরিয়ে আসলাম,,
পরের দিন
অফিসে যাওয়ার জন্য জিসান রেডি হয়ে
আমার রুমে এসে বলল,
-- কি ভাই আপনি এখনো রেডি হন
নাই? অফিস বাস চলে আসছে তো?
আমি বললাম,
-- জিসান ভাই আপনি অফিস বাস দিয়ে
চলে জান, আমি পরে একটা টেক্সি নিয়ে
চলে যাব,,!
-- আচ্ছা ঠিক আছে আমি যাই, আপনি
দেরি করবেন না কিন্তু? নতুন নতুন
অফিস জয়েন করেছেন দেরি করলে
সমস্যা হতে পারে কিন্তু ৷
-- অচ্ছা ৷
আমি ভাবতে লাগলাম আমার কি আর
দিয়ার সামনে যাওয়া ঠিক হবে?
ও যখন সুখে আছে, তাহলে থাকনা সুখে !
আমি কেন ওর পথের কাটা হয়ে দাড়াব !!
তাই ভাবলাম আমি আর দিয়ার সামনে
যাব না ৷
.
এদিকে হিয়া অনেক্ষণ ধরে ওর মাকে
বলে যাচ্চে, আম্মু আনকেল এখনো
আসছে না কেন?(হিয়া প্রতিদিন দিয়ার
সাথে অফিসে আসে)
দিয়া ওর মেয়েকে বলছে,
-- আসবে এক্কুনি চলে আসবে !!
দিয়াও চিন্তায় পড়ে গেল,
অফিস বাস তো সেই কখন চলেএ
আসল,কিন্তু নিয়ান আসল না কেন
অফিস বাসে?
নিয়ান কি আর আসবে না অফিসে?
নিয়ান তো আমাকে সহ্যই করতে পারে
না !!
তাহলে কি আমার জন্য সে আর অফিসে
আসবেনা?
আমার নিয়াকে কি আমি আর দেখতে
পারব না?
নিয়ানকে সে আর দেখতে পারবে না সে
কথা মনে পড়তেই দিয়ার বুকের ভিতর
ধুক করে উঠল,,
চোখ দিয়ে পানি বেরিয়ে আসল,,
.
এতক্ষণ সে তার কেবিনের সামনেই দাড়িয়ে
ছিল,,
হঠাৎ খেয়াল হল নিয়ান অফিসে ডুকছে,,
দিয়ার চোখেমুখে হাসি ফুটে উঠল,,
হিয়া নিয়ানকে দেখতে পেয়ে দৌরে গিয়ে
নিয়ানের পা দুইটা জরিয়ে ধরল,,
.
আমি হিয়াকে টেনে কোলে তুললাম,,
গালে একটা চুমু দিলাম,,
হ্যা আজ ওর জন্যই অফিসে আসতে হল,,
আমি যে দিয়ার মেয়েটার মায়ায় পড়ে গেছি,,
হিয়া গাল ফুলিয়ে বলল,,
-- আনকেল আমিইই তোমারর সাথে -- আনকেল আমিইই তোমারর সাথে কথা
বলবব না,,তুমি এত দেরি করে আসলে
কেন?
-- সরি,,দেখি কিউটিটার মুখটা,,!
হিয়া মুখটা অন্য দিকে গুড়িয়ে নিল,,
আমি এবার হিয়াকে কাতুকুতু দিতে
লাগলাম,,
হিয়া খিলখিলিয়ে হাসতে লাগল,,
.
দিয়া ওদের দেখে একটা হাসি দিয়ে চোখ
মুছে জোরে একটা নিশ্বাস ফেলে কেবিনে
চলে গেল,,!!
.
.
আমি সারাদিন হিয়াকে নিয়েই মেতে
রইলাম,,
মেয়েটা অনেক পাকা পাকা কথা বলছে,,
আর আমি সেই কথা শুনে হাসতে হাসতে
ফেটে পরছি,,
দিয়া বার বার কেবিন থেকে বের হয়ে এসে
কিছুক্ষণ ওদের দেখে,
তারপর একটা হাসি দিয়ে আবার নিজের
কেবিনে চলে যায়,
এভাবেই সারাটাদিন কেটে গেল,,
জিসান এসে বলল,,
-- ভাই হোটেল যাবেন না? অফিস তো
শেষ হয়ে গেল !!
আমার যাওয়ার কথা শুনেই হিয়া আমার
গলা জরিয়ে ধরল,,
-- না আনকেল যাবেএএ না !!
আমি জিসানকে বললাম,,
-- জিসান ভাই আপনি অফিস বাস দিয়ে
চলে জান !!
আমি সকালের মত টেক্সি দিয়ে চলে যাব !
জিসান চলে গেল,
কিছুক্ষণ পর দিয়া কেবিন থেকে বেরিয়ে
আমাদের কাছে এসে হিয়াকে বলল,
-- হিয়া আস আমরা বাসায়া যাব !!
হিয়া এবার আমার কাধে মুখ লুকাল,,
তারপর বলল,,
-- নাহ,, আমিইই যাবব না !!
আমি বললাম,,
-- চলেন আমি আপনাদের গাড়িতে তুলে
দিয়ে আসছি !!
অফিসের বাইরে এসে দিয়ার গাড়ির সামনে
আসলাম,,
দিয়া আগে গিয়ে গাড়িতে বসল,,
আমি হিয়াকে বললাম,,
-- হিয়া আমার দিখে তাকও !
হিয়া আমার কাধ থেকে মুখ তুলে তাকাল,,
আমি বললাম,,
-- যাও এখন বাসায়, তুমি এরকম করলে
কিন্তু আমি কালকে আর এখানে আসব
না !!
হিয়া আমার কথা শুনে গাড়িতে উঠে গিয়ে
বসল,,
আমি হিয়ার গালে একটা চুমু দিয়ে সেখান
থেকে চলে যেতে লাগলাম,,
হঠাৎ পিছন থেকে হিয়া ডাক দিল,,
-- এই যে শুন !!
আমি পিছন ফিরে তাকাতেই দেখলাম,,
দিয়া গাড়ির থেকে মুখ বের করে আছে !!
আমি বললাম,,
-- জ্বি বলুন !!
-- অফিস বাস ত চলে গেছে তুমি কিভাবে
যাবে??
দিয়ার মুখে তুমি ডাক শুনে ওর দিকে অবাক
চোখে তাকিয়ে রইলাম,,
দিয়া আবার বলল,
-- আমি তোমাকে কিছু প্রশ্ন করছি??
-- অহ,, জ্বি আমি টেক্সি দিয়ে চলে যাব !!
-- তুমি যদি কিছু মনে না কর, আমি
তোমাকে পৌছে দিতে পারি !!
-- Thank you..লাগবে না আমি চলে যেতে
পারব !!
দিয়া মুখটা কালো করে ফেলল,,
হিয়া বলল,
-- আনকেন চল না আমাদেরর সাথেএএ !
আমি হিয়ার মুখের দিকে তাকিয়ে আর না
করতে পারলাম না !!
উঠে গেলাম ওদের গাড়িতে,
আমি একপাশে আর দিয়া একপাশে আর
হিয়া মাঝাখানে,,
হিয়া আমার কোলে উঠে এসে বসল,
কেউ কোনো কথা বলছি না,,
কিছুক্ষণ চুপ থাকার পর হুট করে দিয়া
বলল,,
-- তোমার বউকে কি এখানে মালয়েশিয়ায়
সাথে করে নিয়ে এসেছ?
আমি দিয়ার কথা শুনে হাসতে লাগলাম,,
-- হা হা হা হা,,,বউ হা হা !
-- কি হল হাসছ কেন? আমি হাসির কিছু
বলেছি?
-- আমার কপালে বউ নাই !!
-- মানে? তুমি কি সব অদ্ভুত কথা
বলছ??????
#চলবে
Tag: Bengali Golpo, Funny Bengali Golpo, Abhela, Golpo, golpo icon.png, golpo holeo shotti, golpo kotha, bangla golpo, bangla romantic golpo, bangla funny golpo, golpo book bangla, bangla mojar golpo book, bangla romantic golpo book, bangla hasir golpo book, golpo boi bangla, পিচ্চি_বউ,
0 Comments