#ছোট_ভাইয়ের_মেডাম_যখন_বউ
#পর্ব-১
আজ ৫ বছর পর দেশে এলাম।।কাউকে কিছু জানাই নি যে আজকে আমি আসব।।আসলে গত সপ্তাহে আমার গ্রেজুয়েশন কমপ্লিট হয়েছে,, আর ভিসা কাল হাতে পেয়েছি।।তাই সবাইকে সারপ্রাইজ দিব বলে আর জানিয়ে আসি নি।।
কিছুহ্মণ আগে দেশের মাটিতে পা রাখলাম,,তাও আবার ৫ বছর পর।।মাটির গন্ধে মন,প্রাণ জুড়িয়ে গেলো।।
মনটা খুব ছটফট করছে বাবা-মাকে দেখার জন্য।।তাই আর এয়ারপোর্ট এ দেড়ি না করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম।।।
যেতে ২ ঘন্টা সময় লাগবে ততহ্মণে আপনাদের আমার পরিচয় দিয়ে নেই,,যদিও অনেকে আমাকে চিনে।।।
আমি ওমর ফারুক ফাহিম ওরফে ফাহিম শেখ।।পরিবারে আমি, বাবা আর মা।।আপুর বিয়ে হয়ে গেছে তাই সেটা অন্যহিসাব।।আর গল্পের নাম অনুযায়ী আমার আরেকটা ছোট ভাই আছে শুধু গল্পেই আছে বাস্তবে নেই
আপনাদের পরিচয় দিতে দিতে বাসায় চলে এলাম।।ভাড়া মিটিয়ে বাসার দরজায় কলিংবেল দিলাম।।তখন একটা ছেলে এসে দরজা খুলে দিলো বয়স ১০ বছর হবে হয়তো।।বুঝতে বাকী হইলো না এটাই আমার ছোট ভাই।।
আমাকে দেখে বলল-
আকিব- জ্বী কাকে চাই বলুন।।(আসলে ফোনে কখনো ওর সাথে কথা হয়নি তাই চিনতে পারছে না)
আমি- কিরে মটো এখন দেখি আগের থেকে আরও মোটা হয়ে গেছিস।।(আমি ওকে মটো বলেই ডাকিতাম)
আকিব- আমাকে মটো বলতেছেন কেন??আর কে আপনি কাকে চাই??মা ও মা দেখো তো কে এসেছে আর আমাকে মটো বলতেছে।।।
মা-কি হয়েছে ষাড়ের মতো চেঁচাচ্ছিস কেন??আর এখন কে আসবে??তাও এই দুপুরবেলা।।
আমি- ওই মটো আমি তর বড় ভাই ফাহিম।।
আকিব- কিহহ,, তুমি আমার বড় ভাই।।কিন্তু ভাইয়া তো বিদেশে।।
আকিব- ও মা দেখে যাও ইনি বলছেন ইনি নাকি ফাহিম ভাইয়া।।
মা-কি আবোল-তাবোল বলতেছিস তোর ভাই আসলে তো আমাদের না জানালেও তোর আপুকে জানাবেই।।কিন্তু তোর আপুও তো কিছু বলে নি।।
আমি- ওই মটো আর কতহ্মণ দরজায় দাড় করিয়ে রাখবি।।দে ভাই ভিতরে যাই।এমনিতেই সারারাত প্ল্যানে জার্নি করলাম তারপর ২ ঘন্টা জার্নি করে বাসায় আসলাম।।
আকিব- আসলেই তুমি ফাহিম ভাই তো,,,??
আমি- দূর চাপ তো আর বল মা কোথায় আছে??
আকিব- মা রান্না ঘরে আছে।।
আমি ভিতরে গিয়ে ডাইনিং রুমে ব্যাগ রেখে চলে গেলাম রান্না ঘরে।। গিয়ে পিছন থেকে মায়ের চোখ দুইটা হাত দিয়ে ধরে ফেললাম।।
মা - এই কে কে আমার চোখ ধরেছে??
আমি- দেখি বলোতো কে হতে পারে??
মা- কে আর হবে আমার সেই দুষ্টু, বান্দর পোলা ছাড়া কে হবে।।
আমি চোখ ছেড়ে দিয়ে বললাম-তুমি কিভাবে বুঝলে যে আমিই।।
মা- আমি তোর মা আমি না বুঝলে কে বুঝবে।।তা এইভাবে কাউকে কিছু না জানিয়ে আসলি যে।।
আমি- লাস্ট সপ্তাহে গ্রেজুয়েশন কমপ্লিট হয়ে তাই চলে এলাম আর সারপ্রাইজ দিব বলে কাউকে জানাই নি।।
মা- আচ্ছা যা গিয়ে ফ্রেশ হয়ে খেতে আয়।। আমি খাবার রেডি করছি আর তোর বাবাকে কল করে আসতে বলছি।।
আচ্ছা বলে ফ্রেশ হতে চলে গেলাম।।ফ্রেশ হয় খারার টেবিলে চলে এলাম।।এসে দেখি বাবাও চলে এসেছে।।
আমাকে দেখে বাবা বলল-
বাবা- তা সাইন্টিস্ট দেশেই কি গবেষণা করবেন নাকি আবার আমেরিকা চলে যাবেন।।
মা- এটা কি হচ্ছে আসতে না আসতেই যাবার কথা বলতেছো।।
বাবা- আরে এমনিই বলতেছিলাম।।
আমি- আমেরিকার একটা গবেষণাগার থেকে এপয়নমেন্ট এসেছে ভাবতেছি কি করা যায়।।
তা বাবা এখন তোমার শরীর কেমন আছে???
বাবা- এতোদিন ভালো ছিলো না এখন তুই চলে এসেছিস তাই তোকে দেখে আগের চেয়ে ভালো হয়ে গেছি।।
তুই কেমন আছিস তা না করেই আগেই কাজের কথা জিজ্ঞাসা করে ফেললাম।।।
আমি- আরে এটা তেমন কিছুই না।।ভাবতেছিলাম বিকেলে একটু বের হবো।।কারণ- অনেক বছর পর দেশে এলাম,, তাই নিজের এলাকাটাকে আবার নতুন করে দেখব
বাবা- আজকে না কালকে সকালে যেও।।আজকে এমনিতেও অনেক জার্নি করে এসেছো।।
আমি- আচ্ছা ঠিক আছে।।
কথা বলতে বলতে দুপুরের খাবার শেষ।।তারপর বিছানায় গিয়ে গা এলিয়ে দেওয়ার সাথে সাথেই ঘুমের দেশে চলে গেলাম।।
সন্ধ্যায় ঘুম থেকে উঠলাম,,উঠে কনফিউশনে পড়ে গেলাম।।এখন সকাল নাকি সন্ধ্যা।।।
পরবর্তী পর্ব পেতে হলে লাইক,কমেন্ট + শেয়ার করতে হবে।।
সবাই নিয়মিত নামাজ আদায় করবেন + আমার জন্যও দোয়া করবেন যেন আমিও নিয়মিত নামাজ আদায় করতে পারি।।
Tag: ছোট_ভাইয়ের_মেডাম_যখন_বউ, Bengali Golpo, Funny Bengali Golpo, Abhela, Golpo, golpo icon.png, golpo holeo shotti, golpo kotha, bangla golpo, bangla romantic golpo, bangla funny golpo, golpo book bangla, bangla mojar golpo book, bangla romantic golpo book, bangla hasir golpo book, golpo boi bangla,
0 Comments