#Secret_Agent_OF_NSI
#পর্ব_৫
সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বন্ধুরা সবাই এখানে চলে এসেছে।।তাদের দেখে আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম,,
আমি- কিরে তোরা হঠাৎ এতো সকালে এখানে?? আর সিয়াম তোর না আমেরিকা যাওয়ার কথা ছিল ২ দিনের লাইগা গতকাল রাতে??
সিয়াম- দূর বেটা আমেরিকা তেমন কোনো দরকারে যাওয়ার ছিলো না আর সব থেকে বড় হলো তোর বিয়ে কাজ কর্ম এইগুলা পরের বিষয়।।
আর শালা তুই ত বলেছিলি ২ দিনের ভিতরে এখানে থাকতে।। কিন্তু কি কারণে তা আর বলিস নাই।।
চাচা গতকাল কল করে বলল যে তোর বিয়ে তাই আজকেই চলে আসতে তাই আমরা চলে এলাম।।
আমি- যাক এসেছিস ভালোই হলো।।এখন চাচার সাথে হাতে হাতে সব কাজ করে দিবি।।
আর আমি শুধু দেখব যে তোরা কাজ ঠিকমতো করিস কি না।।
তাদের সাথে কথা বলছিলাম কিভাবে সাজানো হলে বাড়ীটা সুন্দর দেখা যাবে।।তখনই আপুর কল,,রিসিভ করে,,
আমি- হ্যা আপু বল।।কোনো সমস্যা নাকি??
ওপাশ থেকে ঃ আমি নেহা ভাবি ব্যস্ত আছেন??
আমি- অহহ আচ্ছা,,
দোস্ত তোরা এখানে বস আমি একটু আসতেছি।।বলে একটু সাইডে চলে গেলাম।।
আমি- তা আপনি হঠাৎ করে কল দিলেন যে।।বিয়েটা ভেঙে দেওয়ার জন্য নাকি।।
আমি আগেই বলে দিচ্ছি বিয়েটা ভাঙা আমার পহ্মে সম্ভব না।।
কারণ- এই বিয়েতে লুকিয়ে আছে দুই পরিবারের সম্মান।।
নেহা- আমি এজন্য কল দেই নি।। আসলে,,,
আমি- অহহ বুঝতে পারছি যে আপনার বয়ফ্রেন্ড আপনাকে হুমকি দিচ্ছে আপনি এই বিয়ে করলে সে সুইসাইড করবে।।
এতে আমার কিছু যায় আসে।। এখন রাখি অনেক কাজ বাকী রয়েছে।।
বলে কল কেটে দিলাম।।আসলেই তো আমার এই বিয়েটা ভেঙে দেওয়া উচিত।।
কারণ- সে তো এখন আর আমাকে ভালবাসে না।।সে হয়তো অন্য কাউকে ভালবাসে।।
আর তাকেই তো বিয়ে করা উচিত যাকে ভালবাসা যায়।।
তারপর আবার বন্ধুদের কাছে চলে এলাম।।পরে হলুদের অনুষ্ঠান এ কি করা যায় আর বাড়ীটা কোন ডেকোরেটরকে দিয়ে সাজানো যায় সেসব নিয়ে কথা বলতে লাগলাম।।
চাচাও আমাদের সাথে যোগ দিলেন।।
অপরদিকে নেহা আমার সাথে কথা শেষ করে নিজের ঘরে চুপচাপ বসে আছে মন খারাপ করে।।সাথে কান্নাও করছে।।
হঠাৎ আপু নেহার কাছ থেকে আপুর ফোন আনতে গিয়ে দেখে নেহার এই অবস্থা আপু নেহাকে জিজ্ঞাসা করে কি হয়েছে।।
নেহা বলতে চায় নি।।অনেক জোড়াজুড়ি করায় নেহা বলল,,,
নেহা- আসলে ভাবি কালকে ওনি আসবেন আমি জানতাম না।।
গত বলেছিলাম না আপনাকে যে আমার এক বান্ধবীর সাথে দেখা করতে যাব।।
আপু- হ্যা বলেছিলে।।আর তুমি তো গিয়েও ছিলে কিন্তু সমস্যা কোথায় হলো??
নেহা- আসলে ভাবি আমার বান্ধবীর বাসায় যাও পর ও ওর স্বামীর সাথে ঘুরতে যাবে বলল।।সাথে আমাকেও নিয়ে গেলো।।
হঠাৎ তার একটা কল আসে সে কথা বলার জন্য সাইডে চলে যায়।।আর তখন আমি ওর জামাইয়ের সাথে কথা বলছিলাম।।
হঠাৎই কোথা থেকে জানি ওনি চলে আসলেন।।আর ওনি ভাবলেন যে এটা নাকি আমার নতুন বয়ফ্রেন্ড।।
তা নিয়ে ওনি আমার সাথে কথাও বলছেন না ঠিকমতো।।
কথা না বললে ওনাকে সত্যটা বলব কিভাবে ভাবি তুমিই বলো।
আপু- দেখো নেহা আমি এতবছরে যতটুকু বুঝতে পেরেছি সে তোমাকে অনেক ভালবাসে।।
আর আমার ভাই এখনো ঠিক সেই ছোট্টোটি রয়ে গেছে।।
নিজের ভালবাসার জিনিসের ভাগ কাউকে দিতে চায় না।।আমার যখন তোমার ভাইয়ের সাথে বিয়ে হয় তার আগে যখন মা ওর পছন্দের কোনো খাবার রান্না করত সে একাই সেটা খেত আমাকে একটুও দিত না।।
আর সে সেই খাবার শুধু একজনেই ভাগ বসাতে দিত।।
কিন্তু আমার আমাদের বিয়ের আগের বছরই সেও আমার ভাইকে ছেড়ে চলে যায় যেখান থেকে কোনো দিনও ফেরা সম্ভব না।।
তখন সে অনেক ভেঙে পড়েছিল।।কারও সাথে ঠিকমতো কথাও বলতো না।।
তুমি কখনো ভাবতে চেষ্টা করো নি যে কি কারণে দুই পরিবার তোমাদের ভালবাসার সম্পর্ককে মেনে নিয়েছে।।
নেহা- তা ঠিক ভাইকে আমি অনেকবার জিজ্ঞাসা করেছিলাম যে আমাদের ব্যাপারটা এতো সহজে মেনে নিলো কিভাবে??
আপু- শুধু আমার দিকে তাকিয়ে দুই পরিবার তোমাদের ভালবাসার সম্পর্ক মেনে নিয়েছে।
কারণ- যেদিন আমার ভাই টাকা নিতে এসেছিল।।তখন তোমার সাথে তার ঝগড়া হয় অনেক মা (আপুর শাশুড়ি) আমাকে বলেছিল।।
আমি সেদিন অনেক খুশি হয়েছিলাম।।কারণ- দীর্ঘ দেড় বছর পর আমার ভাই কারও সাথে অনেকহ্মণ কথা বলেছিল।।
সেদিনই আমি তোমার ভাইয়ের কাছে বলেছিলাম।।তোমাদের ব্যাপারে।।
তোমার ভাইও মেনে নিয়েছিল।।শুধু বলেছিল যে ফাহিম চাকরি পেলে তোমাদের বিয়ে দিবে।।
কিন্তু দেখো আল্লাহর কি লীলাখেলা তার আগেই তোমাদের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয়ে গেছে।।এইসব নিয়ে আর ভাবিও না।।
সব ঠিক হয়ে যাবে আর আমি ফাহিমের সাথে কথা বলব এই বিষয়ে তুমি চাপ নিও না।।
এদিকে আমি আমার বন্ধুদের নিয়ে কাজে লেগে পড়লাম।।
কাজের মধ্য দিয়েই দুইদিন পার হয়ে গেলো।।সকাল হলেই সবাই তরিঘরি লাগিয়ে দেবে আমাকে হলুদ লাগিয়ে গোসল করানোর জন্য।।
সারারাত শুধু পার্কের সেই কথাটাই মনে পড়ছিল।। কোনো রকমে রাতটা পার করলাম।।
সকালে ফ্রেশ হয়ে নিলাম।। বন্ধুরাও উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসিল।।
সবাই মিলে নাস্তা করে নিলাম।।কিছুহ্মণ পর গিয়ে ফুল নিয়ে এলো গাড়ী আর আমার রুম সাজাতে।।
তারপর সবাই গাড়ী সাজাতে ব্যস্ত হয়ে গেলো।।
গাড়ী সাজানো শেষে একে একে সবাই গোসল করতে চলে গেলো।।
আমিও গোসল সেড়ে নিলাম।।পরে বন্ধুরা আমাকে রেডি করে দিলো।।
তারা নিজেরাও রেডি হয়ে নিলো।।তারপর নিচে চলে গেলাম গিয়ে দেখি স্যার (NSI cheaf) এসেছেন।।ওনার সাথে গিয়ে কুশল বিনিময় করে নিলাম।। পরে সবার সাথে আলাপ করিয়ে দিলাম।।
কিন্তু তিনি কি কাজ করেন সেটা বলি নি।।আর তিনি বাবার খুব ভালো বন্ধুও বটে।।
তাই আমাকে একটু স্পেশাল পাওয়ার দেওয়া হয়ে।।
তারপর,,,
সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন
Tag: Bengali Golpo, Funny Bengali Golpo, Abhela, Golpo, golpo icon.png, golpo holeo shotti, golpo kotha, bangla golpo, bangla romantic golpo, bangla funny golpo, golpo book bangla, bangla mojar golpo book, bangla romantic golpo book, bangla hasir golpo book, golpo boi bangla,
0 Comments