Secret_Agent_OF_NSI পর্ব_৪ (Golpo) Bangali Lyrics Golpo

 


#Secret_Agent_OF_NSI

#পর্ব_৪
কারণ- আপুর বাসায় গিয়ে আবার নেহাকে দেখতে পাই।।আর নেহাও আমাকে দেখতে পেয়ে অবাক।।তাই আমাকে জিজ্ঞাসা করল,,
নেহা- এই আপনি এখানে কিভাবে?? নিশ্চয় আমার পিছু করছেন আপনাদের মতো ছেলেদের আমি ভালো করেই চিনি।।সুন্দরী মেয়ে দেখলেই হইছে তাকে পটানোর ধান্দা শুরু করে দেন।।
আমি- এক্সকিউজ মি,,আমি মোটেও আপনার পিছু নেই নি।।আমার কোনো শখ নেই ময়দা সুন্দরীর পিছনে ঘুরার।।আর আমি পটাব আপনাকে যার পিছনে হাজারটা মেয়ে ঘুরে সে নাকি পটাবে একটা ময়দা সুন্দরীকে,,হাউ ফানি।।
নেহা- তাই যদি হয় তাইলে আপনি এখানে কেন??
আমি- সেটার কৈফিয়ত আপনাকে দিতে বাধ্য নই।।
হটাৎই আমাদের কথার মাঝখানে সাদিকা চলে এলো,,এসেই আমাকে জিজ্ঞাসা করল,,
সাদিকা- আসসালামু আলাইকুম মামা,,কেমন আছো??
আমি- ওয়ালাইকুম সালাম,,আলহামদুলিল্লাহ ভালো।।তুমি কেমন আছো মামণি??
সাদিকা- আমিও ভালো আছি।।তুমি কখন এলে আর দাড়িয়ে আছো কেন বসো।।
আমি- এইতো মামণি একটু আগেই এলাম।।তা তোমার আম্মু কোথায়??
সাদিকা- আম্মু তো বাবার সাথে বাইরে গেছে।।আচ্ছা তুমি বসো আমি দাদুকে বলতেছি নাস্তা দেওয়ার জন্য।।
নেহা- এউ সাদিকা এটা কে রে??
সাদিকা- ফুপি এটা আমার মামা।।আমাকে আর বোনকে অনেক ভালবাসে মামা।।আহহ তাহলে দাদুকে নাস্তা দিতে বলতে হবে কেন যাও ফুপি আমার মামার জন্য নাস্তা নিয়ে আসো।।
নেহা- আমি পাড়ব না যত্তসব,, হুহ।।।বলে নেহা চলে গেলো।।
সাদিকা- মামা তুমি বসো আমি নাস্তা নিয়ে আসতেছি।।
আমি- থাক মামণি লাগবে না আজকে আমার একটু তাড়া আছে আমাকে যেতে হবে।।আর আপুকে বলো টাকাটা পাঠিয়ে দিতে।।
সাদিকা- দাড়াও মামা আম্মু টাকা দিয়ে গেছে দাদুর কাছে আমি নিয়ে আসছি।।
কিছুহ্মণ পর,,
কি ফাহিম কেমন আছো?? আর কখন এলে??(আপুর শাশুড়ী)
আমি- আলহামদুলিল্লাহ আন্টি,,ভালো আছি আপনি কেমন আছেন??
আপুর শাশুড়ী- আমিও ভালো আছি।। আমার সাথে আসো আগে নাস্তা পরে বাসায় যাবে।। তা না হলে তোমাকে আজকে ছাড়ছি না।।
আমি- আন্টি আমার তাড়া আছে আপুকে বলেছিলাম।।তাই আমাকে যেতে হবে,,অন্যএকদিন এসে খাব।।
আপুর শাশুড়ী- আচ্ছা মনে থাকে যেনো।।আর এই নেও টাকা এতে হবে নাকি আরও কিছুটাকা লাগবে।।
আমি- না আন্টি এতেই আমার চলে যাবে।।আর আমি যখন চাকরি পাব তখন আমি টাকাগুলা ফেরত দিয়ে দিব।।
আপুর শাশুড়ী- দেখো ফাহিম,,তুমি আমার ছেলের মতোই তাই তোমার আপুকে আমিই বলেছি চাকরি না পাওয়া পর্যন্ত তোমার সমস্ত খরচ দিতে।।কারণ- তোমার আপু বলেছে যে তুমি কখনো কারও কাছে কোনো কিছু চেয়ে নাও না।।
আমি- ধন্যবাদ আন্টি আমাকে এতটা সাহায্য করার জন্য,,তাহলে আমি এখন আসি।।
সেদিন পর আর আপুর বাসায় যাই নি।।অনেকদিন পর আপুরা সবাই আমাদের বাসায় এসেছিল।। সেদিন নেহাও এসেছিল।।সেদিন সে আমার কাছে ক্ষমা চায় সেদিনের ব্যবহার এর জন্য।।এর পর থেকেই আমাদের রিলেশন শুরু হয়।।কিছুদিন পর নেহার বাসার সবাই জেনে যায়।।কিন্তু তারা মানা করে নি।।
বর্তমানে,,
রাতে খাওয়ার জন্য লামিয়া এসে আমাকে ডেকে নিয়ে গেলো।।খাবার টেবিলে চাচা বলল - ফাহিম আগামী শুক্রবার এ তোমার আর নেহার বিয়ে।।
আমি- ৩ দিন পর কিভাবে সম্ভব?? আর বিয়েটা না করলে হয় না নাকি??
চাচা- দেখো সুমাইয়া আমাকে সব বলেছে।।আর সেই বলেছে বিয়েটা দ্রুত করাতে।।আর আমাদের সব আত্নীয়দের দাওয়াত করা হয়ে গেছে তুমিও তোমার বন্ধুদের ইনভাইট করে ফেলো।।তাই বিয়েটা আর পিছানো সম্ভব না।।
আমি- আচ্ছা বলে খাবার খেয়ে রুমে চলে এলাম।।তারপর whatsapp group এ মেসেজ দিয়ে বললাম সবাইকে ২ দিনের ভিতরে আমার বাসায় থাকতে, যে যেখানেই থাকুক না কেন??
সবাই বলল যে চলে আসবে।।তারপর আর কি ঘুমিয়ে গেলাম।সকালে ঘুম থেকে উঠে দেখি অনেকগুলা মিসডকল এসেছে।।ওপেন করে দেখি সবগুলাই নেহা দিয়েছে।।তারপর কল ব্যাক না করে ব্লক করে দিলাম।।(আপনারা ভাবছিলেন কল রিসিভ করব😅 ভুলেও না।)
তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম।।সেখানে সবাই আমাকে অগ্রিম শুভেচ্ছা জানালো।।পরে নিজের ডেস্কে বসে কাজ করতে লাগলাম।।
হঠাৎই মোবাইলটা বেজে উঠেছে।।বের করে দেখলাম,,
সবাই বেশি বেশি করে কমেন্ট করুন আর শেয়ার করুন🥰🥰




Tag: Secret_Agent_OF_NSI, Bengali Golpo, Funny Bengali Golpo, Abhela, Golpo, golpo icon.png, golpo holeo shotti, golpo kotha, bangla golpo, bangla romantic golpo, bangla funny golpo, golpo book bangla, bangla mojar golpo book, bangla romantic golpo book, bangla hasir golpo book, golpo boi bangla,

Post a Comment

0 Comments