অতৃপ্ত অশরীরী ছায়া
পর্বঃ ৮
।
তাহলে আপনারাই বলেন আমার মৃত্যুর প্রতি শোধ আমি নিবো না।
।
।
সাঈদঃ হুম। সেটা না হয় মানলাম কিন্তু এই নিরীহ মানুষদের রক্ত চুষে খায়ো কী ঠিক।
।
।
দিশাঃ কার নিরীহ মানুষ যারা মানুষের জীবন নিয়ে খেলা করে তারা আমি যাদের রক্ত চুষে খেয়েছি তারা সবাই খুনি তাদের কারণ এ আমাকে মরতে হয়েছে না হলে আমি আজো জীবিত অবস্থায়ই থাকতাম।
।
।
।
সাঈদঃ হুম কিন্তু মেয়ে গুলো কী করেছিলো।
।
।
।
দিশাঃ তারাও ওই মানুষদের মতো যারা গ্রাম থেকে মেয়েদের নিয়ে আসে চাকরি দিবে বলে কিন্তু।
।
এমন একটা পেশায় যুক্ত করে দেয় যেটা থেকে চাইলেও বেড়িয়ে আসতে পারবে না আর সেটা হলো দেহ ব্যবসা।
।
।
।
সাঈদঃ হুম কিন্তু তোমার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য যে তুমি আমার মেয়ের শরীর বশ করেছো। তা শুধু আমরাই জানি আর বাকি দুনিয়ার কাছে আমার মেয়ে তো খুনি বলে পরিচিত হবে আজ না হলে কাল তো কেউ না কেউ জানতেই পারবে এসব খুন দিশাই করেছে।।
।
।
।
দিশাঃ কীভাবে কেউ কী আমার মুখটা দেখেছে।
।
।
সাঈদঃ না দেখুক কিন্তু কেউ না কেউ তো একদিন দেখতেই পাবে।
।
।
দিশাঃ হুম ততদিন এ আমার প্রতিশোধ পুরনো হয়ে যাবে।
।
।
সাঈদঃ ওও আচ্ছা তোমার ওই ঘড়িটার সাথে সম্পর্ক টা কী।
।
।
দিশাঃ ওই ঘড়িটা হচ্ছে সেই ঘড়ি যার সামনে আমার মৃত্যু হয়েছিলো।
।
।
তার পর সেই ঘড়ির মাঝে আমার অাত্মাকে বন্দী করে রাখা হয়।
।
।
আজ আমি মুক্ত কারণ আপনার কারণেই আমি মুক্তি পেয়েছি।
।
।
আমার প্রতিশোধ পুরনো হতেই চলছে আর মাএ দুজন বাকি তাদের মারার পরে আমি আপনার মেয়ের শরীরকে ছেড়ে চলে যাবো অনেক দুর।
।
।
সাঈদঃ হুম কিছু দিন সময় দিলাম কিন্তু খেয়াল রেখো আমার মেয়ের যেনো কোনো সমস্যা না হয়।
।
।
দিশাঃ কথা দিলাম আপনার মেয়ের বিন্দু মাএ ক্ষতি হবে না।
।
।
সাঈদঃ কথা বলতে বলতে ভোরের আলো উঠে গেছে।
।
।
কিন্তু সেখানে আর দিশা ছিলো না চারি পাশটা ফাঁকা হয়ে গেলো।
।
।
সকাল বেলা পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে।
।
।
গাছের পাতায় হালকা শিশির বিন্দু জামা হয়েছে যা দেখতে খুব সুন্দর লাগছিলো।
।
।
আসলেই প্রকৃতিটা অনেক সুন্দর।
।
।
তাসফিয়াঃ চলো আমরা বাসায় ফিরে যাই আর তোমাকে তো আবার অফিসেও যেতে হবে তাই না।
।
।
সাঈদঃ হুম কিন্তু আজ আর বাসায় যাবো না।
তোমাকে নিয়ে অফিসে যাবো।
।
।
তাসফিয়াঃ কিন্তু এখান থেকে যাবো কিভাবে।
।
।
সাঈদঃ কিছুখন অপেক্ষা করতে হবে।
।
কেনো না একটু পর মানুষের চলাচল শুরু হয়ে যাবে কথা বলতে বলতে একজন মানুষ তেল নিয়ে কোথায় জানি যাচ্ছিলো।
।
।
সাঈদঃ এই যে একটু শোনেন।
।
।
।
লোকটিঃ জ্বী বলুন।
।
।
সাঈদঃ এখানে আশে পাশে কোনো তেল এর পাম্প আছে।
।
।
লোকটিঃ হুম ২ কিলোমিটার এ পেয়ে যাবেন।
।
।
সাঈদঃ ধন্যবাদ তবে আরেকটা কথা আমাকে কিছুটা তেল দেওয়া যাবে না মানে গাড়িতে তেল শেষ ১ লিটারের মতো তেল দিলে খুব উপকার হতো।
।
।
লোকটিঃ সমস্যা নেই।
।
তার পর গাড়িতে কিছুটা তেল ঢেলে দিলো।
।
।
সাঈদঃ এই নিন ১ হাজার টাকা।
।
।
লোকটিঃ থাক এর কোনো দরকার নেই।
।
।
সাঈদঃ নিন না আমি তো এটা খুশি হয়ে দিলাম। তার পর জোর করে টাকাটা দিয়ে সেখান থেকে চলে আসলাম।
।
।
কিছু দুর এসে পাম্প টি দেখতে পেলাম তার পর ৪০ লিটার তেল নিয়ে নিলাম।
।
।
এর পর হোটেলে নাস্তা করে অফিসে চলে আসলাম।
।
।
তাসফিয়াঃ তুমি একাই বসো এই রুমে।
।
।
সাঈদঃ হুম।
।
তাসফিয়াঃওয়াও এই রুমে তো টিভিও আছে।
।
।
সাঈদঃ হুম।
।
।
তাসফিয়াঃ আমি একটু টিভি দেখবো।
।
।
সাঈদঃ হুম দেখো।
।
।
তাসফিয়া টিভি অন করতেই।
।
।
আজ শহরের এসপি কামরুল কে মাঝ রাস্তায় খুন করা হয়েছে।
।
।
চলবে
Tage : অতৃপ্ত অশরীরী ছায়া পর্বঃ ৮ 😮 Bangali Lyrics Golpo ( Amar Golpo )
0 Comments