অতৃপ্ত অশরীরী ছায়া পর্বঃ [>9 <] Bangali Lyrics Golpo (Amar Golpo) আদও কী সে খুনি




অতৃপ্ত অশরীরী ছায়া
পর্বঃ [>9 <]

|
টিভি অন করতেই যা দেখলাম তা দেখে তো পুরোই অবাক কেনো না টিভিতে খবর দেখাচ্ছে এই শহরের এসিপি কামরুল কে আজ মাঝ রাস্তায় খুন করা হয়েছে।
এবং খুব ভয়ানক ভাবে হত্যা করেছে যা দেখলে শরীরের লোম গুলো দাঁড়িয়ে যাবে না।
কেনো না এসিপি কামরুল এর শরীরের সমস্ত রক্ত চুষে খেয়ে ফেলা হয়েছে। শরীরের
মধ্যে বিন্দু মাএ রক্ত এর চিহ্ন নেই।
কে করেছে এই খুন তা এখনো আজানাই রয়ে গেছে।
আদও কী সে খুনি ধরা পড়বে নাকি সবার চোখে ফাকি দিয়ে আবারো নতুন কোনো মানুষের শরীরের রক্ত চুষে খেয়ে ফেলবে।
আমি আপনাদের সাথে ছিলাম ঈশিতা নিউ ডেক্স মাধবপুর।
তাসফিয়াঃ দেখলে তো কিছু খন হলো কী না হলো এরি মধ্যে আরেকটা খুন করে ফেললো।
সাঈদঃ হুম সেটাই তো নীলাসার মৃত্যুর সাথে এসিপি কামরুল এর কী সম্পর্ক।
তাসফিয়াঃ আমিও সেটা বুঝতে পারছি না।
নিশ্চয়ই কোনো তো সম্পর্ক আছে না হলে কেনো মারবে তাকে।
সাঈদঃ হুম আমি একটু কাজ গুলো করে নি তুমি তায় আলাদা কিছু দেখো।
তাসফিয়াঃ হুম।
সাঈদঃ সারা দিন এ মোটামুটি কাজ গুলো শেষ করলাম ।
অনেক কাজ পড়ে ছিলো যে গুলো শেষ করতে প্রায় রাত নয়টা বেজে গেলো।
তাসফিয়াঃ কাজ শেষ হয়েছে তোমার।
সাঈদঃ হুম।
তাসফিয়াঃ আমার কিন্তু খুব ঘুম পেয়েছে চলো বাসায় যাই।
সাঈদঃ হুম তবে একটু রাতের খবর টা দেখে নি কেমন।
তাসফিয়াঃ অল্প কিন্তু।
সাঈদঃ হুম।
তার পর টিভি অন করতেই আবারো অবাক হলাম।
এই মুহুর্তে খবর পেলাম এই শহরে ডুকে পড়েছে কিছু রক্ত চুষা ভ্যামপেয়ার।
আর এসিপি কামরুল এর পোস্ট মেডাম রিপোর্টে ডাক্তার বলেছেন এসিপি কামরুল এর মৃত্যু ভ্যামপেয়ার এর কারণ হয়েছে।

( অনেকে হয়তো জানেন না ভ্যামপেয়ার অর্থ ভ্যামপেয়ার অর্থ রক্ত চুষা বাদুর যাকে ইংরেজিতে ভ্যামপেয়ার বলে)
তাসফিয়াঃ টিভিতে এসব কি দেখাচ্ছে গো তাহলে এই খুন টা দিশা করে নি।
সাঈদঃ না আচ্ছা তোমার কী মনে আছে কাল রাতে কেউ আমাদের পিছু পিছু আসছিলো।
তাসফিয়াঃ হুম কিন্তু সেটা তো দিশা ছিলো তাই না।
সাঈদঃ না সেটা দিশা নয় বরং ভ্যামপেয়ার গুলো ছিলো কেনো না মানুষ কখনো উড়তে পারে না। 😱
তাসফিয়াঃ সত্যি তো আচ্ছা তারা কেনো এসেছে এখানে তারা কী চায় নাকি তাঁরাও প্রতিশোধ নিতে এসেছে।
সাঈদঃ আমি কিভাবে বলবো বলো চলো বেশি রাত করেবাইরে থাকা ঠিক হবে না।
তাসফিয়াঃ হুম।
সাঈদঃ আজ সকালে অফিস থেকে নতুন একটা হোটেল আমাদের জন্য একটা রুম বুক করেছে কিছু দিন এর জন্য।
এখন আমারা সেখানেই যাবো।
সাঈদঃ ড্রাইভার গাড়ি বেড় করো।
ড্রাইভারঃ স্যার গাড়ি বেড় করাই আছে আপনারা আসেন।
সাঈদঃ হুম ।
তার পর গাড়িতে উঠে বসলাম।
গাড়িটা কিছু দুর যেতেই।
ড্রাইভারঃ স্যার সামনে কিছু আছে আপনি দেখতে পাচ্ছেন।
সাঈদঃ হুম আরে এ গুলো তো ভ্যামপেয়ার এখান থেকে তারাতাড়ি চলো।
ড্রাইভারঃ স্যার চিন্তা কিছুই নেই আমরা যতখন গাড়িতে আছি ততক্ষণ ওরা কিছুই করতে পারবে না। কেনো না ওরা হয়তো জানে না এই গাড়িতে ডুকা এতই সহজ না।
তাসফিয়াঃ আচ্ছা ঔ ভ্যামপেয়ার গুলো এখানে কী করছে।
সাঈদঃ হয়তো নতুন কেনো শিকার খুঁজে পেয়েছে।
কথা বলতে বলতে হোটেলে চলে আসলাম।
ভিতরে ডুকতেই দেখলাম পুরো হোটেল নিস্তব্ধ।
কোনো মানুষের নড়াচড়া শব্দ টুকুও নেই।
তাসফিয়াঃ আমরা এটা কোথায় আসলাম চারদিকে তো অন্ধকার।
সাঈদঃ তাই তো।
তখনি।
সবাই একসাথে বলে উঠলো
Happy Marrage day...
...
.
.
Happy marrage day mom dad .
.
.
তখনি চারপাশে আলো জ্বলে উঠলো।
সাঈদঃ দিশা তুমি এখানে ।
দিশাঃ হুম বাবা তোমারা তো ভুলেই গিয়েছিলা আজ তোমাদের মেরেজ ইউনিভার্সিটি।
তাসফিয়াঃ হুম সত্যি তো আজ আমাদের বিয়ের ১৫ বছর পুর্ন হলো।
সাঈদঃ আমি তো পুরো সারপ্রাইজড হয়ে গেলাম।
তাসফিয়াঃ আমিও।
দিশাঃ বাবা মা আজকের দিনটা তোমাদের জন্য খুব আনন্দের কিন্তু আমি এই দিনে তোমাদের সাথে থাকতে পারবো না।
সাঈদঃ কে বললো পারবে না তুই তো আমাদেরি মেয়ে কোথায় যাবিতুই।
দিশাঃ আজ যে আমবর্সা।
আজ অাত্মারা নতুন শক্তি পায় আজ আমিও পাবো কিন্তু সেটা ভয়ানক শক্তি।
চলবে।



Post a Comment

0 Comments