পিচ্চি বউ 2 nd part (Amar Golpo) Bangali Lyrics Golpo

 



পিচ্চি বউ
2nd part
কথাটা বলতে বলতেই মেয়েটা আমার পা
ছেড়ে উঠে আমার সামনা সামনি লজ্জায়
লাল হয়ে দাড়াল,
-- ইইইহহ,,,শক কত, আমার বয়েই গেছে
তর মত পিচ্চিকে জড়িয়ে ধরতে,
বলেই আমি পিচ্চিটাকে ধাক্কা দিয়ে
বিছানাতে ফেলে দিয়ে একটা বালিশ নিয়ে
সুফাতে চলে গেলাম,
পিচ্চিটা আমার এই রকম ব্যবহার দেখে
ভ্যাবাছেকা খেয়ে বিছানাতে পড়ে রইল,
পিচ্চিটা বিছানা থেকে উঠে এসে বলল,,,
-- তুমি পিল্জ বিছানাতে গিয়ে শুয়ে পড়,
আমি না হয় সুফাতে ঘুমাই??
-- এই পিচ্চি আমাকে আর রাগাস না বলছি,
তর ঘুম গিয়ে তুই ঘুমা এত দরদ দেখাতে
আসিস না ৷
পিচ্চিটা আমার কথা শুনে আমার পাশে
আর দাড়াল না,
বিছানাতে গিয়ে শুয়ে পড়ল,
সারাদিনের ক্লান্তিতে আমি যে কখণ
ঘুমিয়ে পড়েছিলাম খেয়ালই করি নি,
সকালে কারো ডাকে ঘুম ভাঙল,,
আমি ঘুম ঘুম চোখেই বললাম,
-- আজকে ভার্সিটি যাবনা আম্মু আমাকে
ঘুমাতে দাও ৷
-- এই যে, উঠ না নিচে তুমাকে সবাই
ডাকছে ৷
-- উপপ,, আম্মু তোমাকে বললাম না
ভার্সিটি যা......
হঠাৎ আমার মনে হল, আম্মু তো আমাকে
এরকম ভাবে ডাকে না,
আমি চোখ খুলে তাকাতেই দেখি পিচ্চি
আমার পাশে দাড়ায়ে হাসছে,,
পিচ্চিটাকে দেখে আমার মনে পড়ল আমি
এখন চাচাদের বাড়িতে ৷
-- এই পিচ্চি হাসবি না বলছি, তর হাসি
দেখলে
আমার সারা শরির জ্বলে ৷
-- এমা,,,কোথায় জ্বলছে দেখি, ঔষধ
লাগিয়ে দিব নাকি???(আবার হাসতে
লাগল)
পিচ্চিটার সাহস দেখছি বেড়ে গেছে,
-- আমার সাথে টাট্টা করছিস?
-- টাট্টা করতে যাব কেন? তুমিই তো
বললা তোমার সারা শরির জ্বলছে, তাই
আমি ভাবলাম ঔষধ লাগিয়ে দেই ৷ আচ্ছা
ঠিক আছে ঔষধ লাগাতে হবে না, গোসল
করে নাও তাহলে শরির আর জ্বলবে না ৷
পিচ্চিটা নিজের আলমারি থেকে একটা
টাওয়াল বের করে আমার হাতে ধরিয়ে দিল





আমি টাওয়াল হাত থেকে ফেলে দিয়ে
বললাম,,,
-- আমি এত সকালে গোসল করতে পারব
না ৷
-- আচ্ছা তো গোসল করবে না, এত রাগ
দেখানোর কি আছে?
-- আমি রাগ দেখাবোই, তাতে তর বাপের
কি?
-- আমার বাপের কিছু না, কিন্তু আমার
অনেক কিছু, কারণ আপনি তো আমার বর
-- তকে আমি বউ হিসেবে মানি না, আর
কোনো দিন মানবও না ৷
-- তুমি আমাকে বউ হিসেবে না মানলেও
আমি তোমাকে ঠিকই বর হিসেবে মানি ৷
আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আস,
সবাই তোমার জন্য অপেক্ষা করছে ৷
আমি রেডি হয়ে নিচে নেমে এসে দেখি সবাই
একসাথে বসে আড্ডা দিচ্ছে,
আমি আম্মুকে গিয়ে বললাম,,,
-- আম্মু আমি বাড়ি যাব ৷
-- হ্যা বাবা আজ বিকালেই আমরা
বউমাকে নিয়ে বাড়ি যাব ৷ অই পিচ্চিটাকে
সাথে নিয়ে যাওয়ার কি
দরকার, এই কথাটা বলতে গিয়েও বাবাকে
দেখে আর বললাম না,
যদি কালকের মত আবার মারে ৷
-- আম্মু এখন চলে গেলেই তো হয় ৷
-- এখন এত তাড়াহুর করে কিভাবে যাব, তুই
নাস্তা করেছিস? যা কিছু খেয়ে নে ৷
দিয়া মা নিয়ানকে কিছু খেতে দে তো ৷
-- আচ্ছা চাচিআম্মা ৷(দিয়া)
-- সেকি রে,, তুই এখনও আমাকে
চাচিআম্মা ডাকছিস? এখন থেকে আমাকে
শুধু আম্মু বলে ডাকবি?(আম্মু)
-- আচ্ছা ঠিক আছে !
তারপর পিচ্চিটা আমাকে বলল,,,
-- টেবিলে গিয়ে বস আমি খাবার আনছি ৷
আমি কিছু না বলে টেবিলে গিয়ে বসলাম,
!
!
বিকালে বাড়িতে যাওয়ার জন্য রেডি
হচ্ছিলাম,
হঠাৎ পিচ্চি এসে আমার হাতে একটা
পান্জাবী ধরিয়ে দিয়ে বলল,,,
-- আম্মু বলেছেন এটা পড়তে ৷
আমি হাতে নিয়ে দেখি বিয়ের দিন যেই
পান্জাবীটা পড়েছিলাম সেই পান্জাবী ৷
-- এত ভারি পান্জাবী আমি পড়তে পারব
না ৷
-- সব সময় শুধু না না কর কেন?(কিছুটা
ধমক দিয়ে বলল)
আমি পিচ্চিটার ধমক শুনে কিছুটা ভয় পেয়ে
গেলাম,
-- এই টুকু পিচ্চির এত তেজ,(মনে মনে
বললাম)
আমি আর কিছু না বলে পান্জাবীটা পড়ে
নিলাম ৷
!
যাওয়ার সময় পিচ্চিটা অনেক কান্না
করল,,
চাচা পিচ্চিটাকে আমার হাতে তুলে দিলেন,
আর বললেন,,,
-- আমার মেয়েটাকে সুখে রেখ বাবা,
কোনো দিন কষ্ট দিয় না ৷
আমি জবাবে চাচাকে কি বলব কিছুই বুঝতে
পারলাম না ৷
!
বাড়িতে ফিরে গাড়ি থেকে নেমে অবাক হয়ে
গেলাম,,
সারা বাড়ি অনেক রকম বাতি দিয়ে
সাজানো,
পিচ্চিটা গাড়ি থেকে নামতে গিয়ে আবার
বসে পড়ল !
-- কি হল মা নামছিস না কেন?(আম্মু)
-- মাথা ঘুড়ছে আম্মু ৷
আমি এদিক সেদিক না তাকিয়ে সুজা ঘড়ের
দিকে যেতে লাগলাম,
পিছন থেকে আম্মু ডাক দিল,,,
-- এই নিয়ান বউকে ফেলেই ঘড়ে চলে
যাচ্ছিস ৷
-- ওর পা আছে, নিজেই হেটে যেতে পারবে ৷
ওকে কি কোলে তুলে নিয়ে যেতে হবে
নাকি??(রাগী কন্ঠে)
-- হ্যা ভাল বুদ্ধি বের করেছিস, ওকে বরং
কোলে করেই ঘড়ে নিয়ে যা ৷
-- কিহহহ?? আমি পারব না ৷
-- এ রকম রিয়েক্ট করছিস কেন? তকে
নিজের বউকে কোলে নিতে বলল, অন্য
কাউকে কোলে নিতে বলে নাই ৷ (আব্বু)
-- আব্বু অই পি......
আব্বু আমাকে পোর কথাটা বলতে না
দিয়েই আবার বললেন,,
-- আমি আর কিছু শুনতে চাই না ৷
অতঃপর বাধ্য হয়ে পিচ্চিটাকে কোলে
নিয়ে রুমে যেতে লাগলাম,,,
আমি পিচ্চিটার মুখের দিখে তাকিয়ে
দেখলাম মুছকি মুছকি হাসছে ৷
ইচ্ছে করছে এখনই কোল থেকে নিচে
ফেলে দেই,,,
আমি পিচ্চিটাকে নিয়ে রুমের দরজাতে
আসতেই অবাক হয়ে গেলাম ৷ রুমের
দরজাতে পিচ্চিটাকে কোলে নিয়েই দাড়িয়ে
রইলাম????
#চলবে





Post a Comment

0 Comments