পিচ্চি_বউ (3 part) Bangali Lyrics Golpo amar golpo

 


পিচ্চি_বউ

(3 part)
.
রুমের
দরজাতে পিচ্চিটাকে কোলে নিয়েই দাড়িয়ে
রইলাম
.
সারা রুম ফুল দিয়ে সাজানো,
সাদা গোলাপ লাল গোলাপ আরও
ভিবিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো,
রুমটাকে একেবার ফুলের বাগান বানিয়ে
ফেলেছে ৷
এমনি আমার ফুলে এলার্জি, আর রুমে এত
ফুল দেখে মাথাটাই গড়ম হয়ে গেল,
পিচ্চিটা আমার কোলেই ছিল,
পিচ্চিটাও দেখলাম এতগুলা ফুল দেখে
আমার মতই অবাক হয়ে তাকিয়ে আছে
রুমের দিকে ৷
আমি পিচ্চিটাকে কোলে নিয়েই
রুমেপিচ্চিটাকে বিছানাতে ছুড়ে ফেলে
দিলাম,
দিয়া-- আওচচচচ,,, ও মাগোওওওওও,,,,
কোমরটা ভেঙে গেল গোওওও...
আমি ভয় পেয়ে গেলাম,
এখন মেয়েটার কিছু হলে তো আব্বু
আমাকে মেরেই ফেলবে,,
আমি পিচ্চিটার পাশে বসে বললাম,,,
-- সরি,,,সরি, দেখি কোথায় ব্যাথা
পেয়েছিস,,,
পিচ্চিটা হেসে দিল,
তারপর বলল,,,
-- আমি ব্যাথা পাই নাই, আমি জাস্ট
দেখতে ছেয়েছিলাম আমি ব্যাথা পেলে তুমি
কিভাবের রিয়েক্ট কর ৷
বলেই পিচ্চিটা একটা হাসি দিয়ে বিছানা
থেকে উঠে ওয়াস রুমের দিকে যেতে লাগল,,
-- এই পিচ্চি তুই তো একটু আগে মাথা
ব্যাথার জন্য হাটতে পারছিলি না, এখন
কিভাবে হাটছিস?
-- তোমার কোলে উঠার জন্য মাথা
ব্যাথার ভান করছিলাম ৷
-- তুই তো একটা পিচ্চি সয়তান্নি,
পিচ্চিটা একটা হাসি দিয়ে ওয়াস রুমে ডুকে
গেল,
আমি রুমে বসে বসে ভাবতে লাগলাম,
না পিচ্চিটার সাহস অনেক বেড়ে গেছে,
আমাকে এমন কিছু করতে হবে যাতে
পিচ্চিটা আমাকে ছেড়ে যেত বাধ্য হয়,
.
কিছুক্ষণ পর পিচ্চি একটা পাতলা থ্রি পিচ
পড়ে বেরিয়ে আসল,
আমাকে বলল,,
-- যাও এখন ভারি পান্জাবীটা চেইন্জ করে
আস ৷
-- আমি আমার পান্জাবী চেইন্জ করব কি
না করব সেটা আমার ব্যাপার,,, আমার সব
ব্যাপারে তকে এত নাক গলাতে হবে না ৷
-- তুমি সব সময় এমন কর কেন?
-- আমি এমন করবই, তাতে তর কি?
-- আমারই তো সব ৷
.
ফ্রেশ হয়ে রুমে এসে দেখি পিচ্চিটা রুমে
নাই,
হয়তো নিচে গেছে,
আমি রেডি হয়ে নিচে চলে আসলাম,
পিচ্চিটা আম্মু আব্বু আর আদিবার সাথে
হেসে হেসে কথা বলছে,,
পিচ্চিটার কি সুন্দর নিস্পাপ হাসি,,
কি মায়া ভরা চোখ,
একদম মায়াবতী,,
এই আমি এসব কি ভাবছি,
আমি তো এইটুকু পিচ্চিকে কোনআমি তো এইটুকু পিচ্চিকে কোনোদিনও
বউ হিসেবে মানতে পারব না,
তাহলে কেন আমি পিচ্চিটার মায়ায়
জরাচ্ছি,





-- কিরে এখানে দাড়িয়ে কি ভাবছিস, তর
জন্য সেই কখন থেকে আমরা না খেয়ে বসে
আছি, চল রাতের খাবার খাবি চল ৷(আম্মু)
-- সেকি আম্মু তোমরা এখনও খাও নাই?
-- নারে, আমরা অনেক বার দিয়াকে বলেছি
চল আমরা খেয়ে নেই, নিয়ান একটু রাত
করেই খাবার খায়, কিন্ত পাগলী
মেয়েটা কি বলে জানিস?
বলে তুই না খাওয়া পর্যন্ত অ নাকি খেতে
পারবে না ৷
তাই আমরা ভাবলাম সবাই একসাথেই খাই,
দেখছিস মেয়েটা এখন থেকেই কি রকম
ভালবাসে ৷
লক্ষী একটা মেয়ে ৷
বলেই আম্মু পিচ্চিটাকে বুকে জড়িয়ে
নিলেন,,
পিচ্চিটা লজ্জায় লাল হয়ে আম্মুর বুকে
মাথা রাখল,
আমি বিরবির করে বললাম,,,
লক্ষী না ছাই,,,সয়তানের হাড্ডি একটা,
-- কিরে বিরবির করে কি বলছিস?
-- আমার বউটা কি ভাল, আমার জন্য না
খেয়ে বসে আছে ৷
এটাই বলছিলাম,,,
-- হুমম,, আচ্ছা চল এখন সবাই খেয়ে নেই,
অনেক রাত হয়ে গেছে ৷
.
আমি সবার আগে খাবার শেষ করে রুমে
এসে একটা বই হাতে নিয়ে সুফাতে শুয়ে শুয়ে
পড়তে লাগলাম,,,
পিচ্চি রুমে ডুকে ভিতর থেকে দরজা লাগিয়ে
দিল,
আমি বললাম,,
-- এই পিচ্চি দরজা লক করছিস কেন?
-- দরজা লক করব নাতো কি করব?
-- আমি দরজা লক ছাড়াই ঘুমাই ৷
-- এখন থেকে দরজা লক করেই ঘুমাতে
হবে, কারণ এখন থেকে তো তুমি আর একা
ঘুমাবে না, এখন থেকে তুমার বউও তোমার
সাথে ঘুমাবে, তাই দরজা লক করেই ঘুমাতে
হবে ৷
আমি আর কিছু বললাম না ৷
পিচ্চিটা সারা বিছানা ঘুরে ঘুরে দেখতে
লাগল ৷
দেখছ আমাদের কি ভাগ্য আমরা দুই দুইটা
বাসর রাত পেলাম,
কিন্ত বাসর রাতের আসল কাজটাই করতে
পারলাম না ৷
চলো না আমরা ফেমেলি প্লেনিং শুরু করে
দেই ৷
কথাগুলো বলতে বলতেই পিচ্চিটা পা
ছড়িয়ে বিছানাতে মাথা নিচু করে বসে পড়ল
আমি সুফা থেকে উঠে আস্থে আস্থে
পিচ্চি দিকে এগুতে লাগলাম,,
পিচ্চি আমাকে আসতে দেখে নড়েছড়ে ঠিক
হল,, আর লজ্জায় লাল হতে লাগল,,
আমি একটু একটু করে পিচ্চিটার দিকে
এগিয়ে যেতে লাগলাম,,
আমি পিচ্চি পাশে এসে দাড়ালাম,,
পিচ্চিটা এখনও মাথা নিচু করেই বসে
আছে,,,জুরে জুরে নিশ্ষাস ফেলছে,
আমি হাটু মুড়ে পিচ্চিটার পাশে বসে
পড়লাম,,
পিচ্চিটার হাত আমার হাতে শক্ত করে
দরলাম,,
পিচ্চিটা এবার লজ্জা মাখা চোখে আমার
চোখের দিকে তাকাল,,
আমি বললাম,,
-- বোন,,,, তুই আমার ছোট্ট পিচ্চি
বোন,, তর সাথে কি আমি এমন করতে
পারি বল??
দিয়া আমার কথা শুনে অবাক হয়ে আমার
দিকে তাকাল,,,
তারপর মুখটা মলিন করে বলল,,,
-- ছি ছি,,, তুমি এসব কি বলছ,, নিজের
বউকে কেউ বোন বলে?
-- দেখ দিয়া তুই এখনও অনেক পিচ্চি,, তর
এখনও বিয়ের বয়স হয় নাই ৷
-- তুমি আমাকে যতটা পিচ্চি ভাবছ আমি
কিন্তু ততটা পিচ্চি না ৷
বলেই দিয়া বিছানা থেকে উঠে দাড়াল,
আমিও উঠলাম,,
আমি বললাম,
-- তুই নিজেকে যতই বড় মনে করিস না
কেন তুই পিচ্চি তাকবি ৷
-- না আমি পিচ্চি না ৷
-- হ্যা তুই পিচ্চি ৷
-- আমি পিচ্চি না ৷
এইগুলো বলছে আর আমার দিকে
এগিয়ে আসছে,,
আমি এক পা এক পা করে পিছিয়ে যাচ্ছি,,
আমি পিছাতে পিছাতে হঠাৎ পিছনে
দেয়ালের সাথে আটকে গেলাম,
-- এই প,পিচ্চি ক..কি করছিস?
-- আমাকে পিচ্চি বলবে পা ৷
দিয়ার থেকে আমার শরির এক ইন্চি
দুরত্বে,,
চোখ বন্ধ করে নিজের টোঠ আমার
টোঠের দিকে এগিয়ে আনছে,,,,,




Post a Comment

0 Comments