হাসির প্রেমের কবিতা। প্রেমের হাসির ছন্দ। hasir premer kobita. 2 new bengali funny love poems.

প্রেমের গল্প তো অনেক হয়েছে, আজ না হয় দুটো হাসির প্রেমের কবিতা -ই পড়া যাক! হুম চলুন আজ দুটি প্রেমের হাসির কবিতা পড়ি।

হাসির প্রেমের কবিতাঃ- ১

কিছুদিন আগে প্রপোজ করতে গেছিলাম এক মেয়েকে।

কি বলবো দাদা! মহা ফাপড়ে পড়তে হয়েছিল আমাকে।

বাজারে একদিন ডেকে বললাম,” সোমা আমি না তোকে খুব ভালোবাসি।”

সে বললো, ‘ওমন কথা তো সবাইকে বলতে শুনি।”

মুখ ভার করে যেই না বললাম,” সবার ভালোবাসা সমান না।”

ওমনি ফ্যাক করে হেসে গিয়ে উত্তর দিলো, “গুল মারার আর জায়গা পাস না!”

বিশ্বাস কর, স্কুল যাওয়ার সময় হলে তোকে দেখার জন্য আমি রোজ দৌঁড়ে আসি।

সেটা জেনে আমি কি করবো শুনি? তোর মন চায় তাই করিস।

হাসির প্রেমের কবিতা
হাসির প্রেমের কবিতা

তাহলে তোকে ভালোবাসতে হলে, কি করতে হবে শুনি ?

সামনের ওই দোকান থেকে কিনে দিতে হবে একগোছা চুড়ি ?

পকেটে ছিলো কুঁড়ি টাকা, তাই দিয়ে কিনে দিলাম চুড়িখানা।

মনে মনে ভাবতে লাগলাম, হয়তো এবার বলবে, তোকে ছাড়া আমি বাঁচবো না।

কিন্তু যেমন ভাবনা তেমন তো আর হলোনা কোনোকিছুই, উপরুন্তু মেয়েটা দেখি আরেক বায়না ধরে; ওকে নাকি খাওয়াতে হবে চপমুড়িই।

বুক পকেটে হাত মেরে খুঁজে পেলাম দু-টাকার কয়েন, দোকানদার কে বুঝিয়ে বললাম, ‘ দাদা চপমুড়ি টা আজকে ধারে দিয়ে দেন।”

দোকান দার চেনা ছিলো, দিয়ে দিলো ধার, কিন্তু মনের মধ্যে ভয় ছিলো, মেয়েটা আর যেনো কিছু না চায়।

চপমুড়ি খেয়ে ঘুরে পড়তেই মাথায় পড়লো বাজ, ও মাগো!

মেয়েটার হিল দেওয়া জুতো দেখি, ছিঁড়ে গিয়ে হয়ে গেছে দু-ফাঁক !

এখন আমি কি করি! পকেটে না ছিলো একটা টাকা,

এইরকম হবে জানলে প্রোপোজ করতে আসতাম না বাবা।

পড়ুনঃ- বিভিন্ন অজানা এবং অবাক করা তথ্য পড়তে এখানে ক্লিক করুন 

মেয়েটা বললো, “আমাকে যদি ভালোবাসিস, তাহলে কিনে দিবিতো একজোড়া জুতো ? ‘

এটা শুনে ভাবতে লাগলাম, এখান থেকে পালাতে হলে বের করতে হবে ছুঁতো।

কি করা যায়? কি করা যায়? ভাবতে ভাবতে মাথায় যেই না জ্বললো বাতি,

সঙ্গে সঙ্গে ধপাস্ করে মাটিতে পড়লাম আমি।

তারপর থেকে মেয়েটার আর পাইনি কোন খবর, কিছুদিন আগে জানতে পারি,

পরিবারের উপর রাগ করে শেষ করেছে নিজের জীবন।

মানিক বাসুলী

উপরের লেখাটির কলমে-
পড়ুনঃ- হাসির গল্প- বউ জব্দ 

প্রেমের হাসির ছন্দঃ-

রাস্তায় মেয়ে দেখলে তাকানোর স্বভাব আমার চিরকালের,

তাকিয়ে তাকিয়েই জুটিয়ে ফেললাম মেয়ে এক, এমনই দোষ কপালের।

দোষ বলছি কেনে কারণ আছে বটে!

গোটা ঘটনা বলবো আমি এট্টু মত শর্টে।।

তেপথার মোড়ের সেই চায়ের দোকানে গিয়ে,

সারাদিন আনাগোনা দেখতাম রংবেরং এর টিয়ের।।

প্রেমের হাসির ছন্দ
প্রেমের হাসির ছন্দ

এমনই একদিন আছি বসে, আমার দিকে এসে এক মহীয়সী এসে বলে-

চোখ অমন ড্যাবড্যাবিয়ে দেখছ কেনে!

কানের নীচে মারব চর এক টেনে…।।

শুনে সেই মহীয়সীর কথা,

হেট করিলাম আমার মাথা।।

মিনিট দুইয়েক পরে ভাই,

আমার মন আর আমার মাঝে নাই,

সোজা ফেলেছি বলে, প্রেম কি করবে তুমি আমার সনে!

জায়গা করে নিয়েছ তুমি আমার মনে।

এরপরে জড়ালাম ভাই প্রেমে,

জীবন চলল কখনো ট্রাম কখনো ট্রেনে।

সেই কি খাওয়ার হিড়িক রে ভাই,

মানি ব্যাগ খুলে দেখি এক পয়সাও নাই।।

একদিন বেড়িয়েছি ঘুরতে,

গালপেন নাকি খাবে কুরকুরে।

ভাবলাম মেয়েটা ভালো বটে, খরচ তেমন করবে না জানি,

কিন্তু কি আর বলি ভাই এরপরেই শুরু আসল কাহিনী।।

পড়ুনঃ- স্কুল জীবনের দুষ্টুমি- গন্ধ চক্রান্ত 

কুরকুরে শেষ হওয়ার পরেই ফুচকা নাকি খাবে,

দেখতে দেখতে গোটা চল্লিশ ফুচকা মেরে দিল সপাটে!!

ফুচকা শেষের পরে নাকি খাবে ঝালমুড়ি,

খাওয়া দেখে মনে হবে, যেন পুরো রাক্ষসী বুড়ি।।

ঝালমুড়ি খেতে খেতে গেলাম একটু এগিয়ে,

বিরিয়ানি দেখে, সেটাও নাকি খাবে বলল আঙ্গুল দিয়ে দেখিয়ে।

ডিমের সাথে সাথে চিকেন বিরিয়ানিও খেলো,

এতদিন মানিব্যাগে যত্ন করে রাখা ২০০ টাকার নোটটাও গেলো।।

একটু পরে দেখল এক আইসক্রিমের গাড়ি,

hasir premer kobita
hasir premer kobita

চেঁচিয়ে বলে, বাবু এটা কি ছাড়তে পারি!

এরপর একে একে চাউমিন, মমো এগরোল,

বোঝাই যাচ্ছে এই মেয়ের পেট করবে কতটা গণ্ডগোল।

এদিকে ভাই কি আর বলি দুঃখের কথা,

মানিব্যাগের দিকে তাকিয়ে আসে পুরো অশ্রুধারা।

মোটা দেখানোর জন্য, রেখেছি মানিব্যাগে কাগজ কেটে,

আর ওদিকে মামনি সেই ভরসায় খাচ্ছে সব চেটে-পুটে।।

বাবার পকেট কেটে নিয়েছিলাম ভাই, হাজার দশেক টাকা,

বাড়ি ফেরার পথে দেখি পুরো পকেটটাই ফাঁকা।।  

গল্প পাঠাতে পারেন- charpatrablog@gmail.com -এ অথবা সরাসরি WhatsApp -এর মাধ্যমে এখানে ক্লিক করে। 

সমস্ত কপিরাইট ছাড়পত্র দ্বারা সংরক্ষিত। গল্পটির ভিডিও বা অডিও বা অন্য কোনো মাধ্যমে অন্যত্র প্রকাশ আইন বিরুদ্ধ। ছাড়পত্র এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণে বাধ্য হবে।

পড়ুনঃ- 
মাতালের হাসির গল্প 

মজার সব গপ্পো- সপ্পো

বিশেষ কিছু শিক্ষণীয় গল্প পড়তে এখানে ক্লিক করুন 
আমাদের সাথে যুক্ত হবেন যেভাবে- 

ফেসবুক Group - গল্প Junction 

ফেসবুক- ছাড়পত্র

টেলিগ্রাম- charpatraOfficial

WhatsApp Group- ছাড়পত্র () 

হাসির প্রেমের কবিতা। প্রেমের হাসির ছন্দ। hasir premer kobita. bengali funny love poems.



from ছাড়পত্র https://ift.tt/QwZftMa
via IFTTT

Post a Comment

0 Comments