#ছদ্দবেশি_মন্ত্রীর_ছেলে
#পর্ব_৫
তারপর আমাকে উইশ করে ইতি নিজেদের টেবিলে চলে গেলো।।আমরা সবাই মিলে অনেক রাত পর্যন্ত রেস্টুরেন্টে মজা করলাম।। কিন্তু ইতিরা অনেক আগেই চলে গেছে।।বাসায় আসতে আসতে রাত দুইটা বেজে গেলো।।সিয়াম আমাকে বসায় নামিয়ে দিয়ে ওর বাসায় চলে গেলো।।আমি কলিংবেল চাপার পর মা এসে দরজা
খুলে দিলেন।।আমি গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম।।অপরদিকে ইতি বাসায় এসে তার বাবাকে বলল,,
ইতি- বাবা আমি তোমার কাছে একটা জিনিস চাইব দিবে কি আমায়??
ইতির বাবা- তুই আমার একটা মাত্র কলিজার টুকরা আমি কি কখনো তোকে না করতে পারি কি না??আচ্ছা তুই কি চাস সেটা তো আগে বলবি??
ইতি- বাবা আজকে রেস্টুরেন্টে দেখলে না একটা ছেলে তার বন্ধুর জন্মদিন বলে তার বন্ধুকে ট্রিট দিলো।।যে ট্রিট দিলো তার নাম সিয়াম আর যাকে ট্রিট দিলো সে ফাহিম।।আমরা একসাথেই পড়ালেখা করি।।
ইতির বাবা- থাক আর বলতে হবে না বুঝে গেছি।। তা কোন ছেলেটাকে পছন্দ করিস ফাহিমকে নাকি সিয়ামকে??
ইতি- বাবা তুমি বুঝলে কিভাবে যে আমি তোমাকে এটাই বলব??
ইতির বাবা- আমি আমার মেয়ের মনের কথা না বুঝলে বুঝবে কে??এখন তো বল কোন ছেলেটাকে পছন্দ করিস??
ইতি- বাবা আমি ফাহিমকে পছন্দ করি।।আসলে ও অনেক গরীব।।তাতে আমার কোনো সমস্যা নাই আর সবথেকে বড় কথা হচ্ছে সে সবাইকে সম্মান করতে জানে।।তাই আমি তাকে অনেক পছন্দ করি।।
ইতির বাবা- পছন্দ করিস ঠিক আছে, তা তাকে বলেছিস নাকি।।বা তার পরিবারে কে কে আছে কিছু কি জানিস।।
ইতি- না বাবা এই বিষয়ে ওর বন্ধু সিয়াম আর ওর ক্লোজ বন্ধুরা জানে।।কিন্তু ফাহিমের সম্পর্কে কেউ কিছু বলতে চায় না।।
ইতির বাবা- আচ্ছা যা ভালো বুঝবি তাই কর।।তোর উপরে আমার সম্পূর্ণ ভরসা আছে।।আমি জানি তুই এমন কোনো কাজ করবি না যাতে আমাদের পরিবারের উপরে কেউ আঙুল তুলে কথা বলতে পারে।।
ইতি- আচ্ছা বাবা তুমি নিশ্চিত থাকতে পারো।।
পরে ইতিও গিয়ে ঘুমিয়ে গেলো।।
সকালে,,
ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি সবগুলা হারামি ডাইনিং টেবিলে বসে নাস্তা করতেছে।।তাদের দেখে জিজ্ঞাসা করলাম কিরে তোরা এখানে কেন??সিয়াম বলল আসলে হয়েছি
অনেকদিন হয়েছে আন্টির হাতের রান্না করা খাবার খাই না।।তাই সকাল সকাল সকলে চলে এলাম।।আমি আচ্ছা বলে তাদের সাথে খাবার টেবিলে বসে পড়লাম।।
বসার পর মা খাবার বেড়ে দিলো।।আমিও খেতে লাগলাম।।খাওয়ার শেষ পর্যায়ে মা বলল যে আজকে নাকি আপুকে গিয়ে আনতে হবে।।বাবা নাকি যেতে পারবে না তাই আমাকেই যেতে হবে।।আমি আচ্ছা বলে খাবার শেষ করে নিলাম।।পরে রুমে গিয়ে রেডি হয়ে নিলাম।।ব্লাক টি-শার্ট,,ব্লাক প্যান্ট, ব্লাক সানগ্লাস, কালো।সু আর ব্লু কোর্ট পড়ে নিলাম।। একেবারেই কি যে লাগছে আপনাদের বলে বুঝাতে পারব না।।নিচে নামার পর সিয়াম বলল কিরে আজকে একেবারে নায়েক নায়েক ভাব কেন রে।।আমি বললাম দূর শালা আপুর বাসায় যাচ্ছি সেখানেও ওইভাবে গেলে মাওই কি মনে করবে।।আর আমার তো সব ধরণের পোশাকই আছে।।তারপর বাইকের চাবি নিয়ে যখনই বের হতে যাব তখনই মা বলল যে গাড়ী নিয়ে যেতে আপুরা নাকি বাইকে আসতে পারবে না।।
তারপর আমার গাড়ীর চাবি নিয়ে বেড়িয়ে পড়লাম।।সাথে হারামিগুলাও ছিলো।।তাদের কলেজে নামিয়ে দিয়ে আমি আপুর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম দীর্ঘ ১ঘন্টা পর আপুর বাসায় পৌছালাম।।গাড়ী পার্ক করে ভিতরে গিয়ে দেখি সবাই একসাথে বসে আছে।।সবার সাথে গিয়ে কুশল বিনিময় করে নিলাম।।পরে আপুর কাছে গেলাম গিয়ে দেখি আপু রান্না করতেছে আর আমি দাঁড়িয়ে আছি।।আমাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে
দেখে আপু জিজ্ঞাসা করল,,,
আপু- কিরে এভাবে দাঁড়িয়ে আসিস কেন??আর কখন এলি??
আমি- এই তো মাত্র এলাম আর কি।।তা কেমন আছো??
আপু- আমি ভালো আছি তুই কেমন আছিস??
আমি- আলহামদুলিল্লাহ্ ভালো।।শুন একটু তাড়াতাড়ি করিস কিন্তু বেলা থাকতেই বাসায় যেতে হবে কিন্তু।।
আচ্ছা তুই গিয়ে দেখ সাদিকা কই আছে।। আমি রান্না শেষ করি।।(আপু)
আমি- আচ্ছা।। তারপর আমি উপরে চলে গেলাম।।গিয়ে দেখি সাদিকা রুমে বসে মোবাইল টিপতেছে।।আমি গিয়ে ওর হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে বললাম,,
আমি- কিরে আমার বুড়িটা কি সারাদিন মোবাইল চালায় নাকি??
সাদিকা- ওহহ,,মামা তুমি কখন এলে??(একটা হাসি দিয়ে)
আমি- এইতো বুড়ি একটু আগেই এলাম।। তা আমার বুড়িটা কেমন আছে??
সাদিকা- আমি ভালো আছি,,তুমি কেমন আছো??
আমি- আমিও ভালো আছি।।তা বুড়ি তোর নানা তো আমাকে নতুন বাইক দিয়েছে,, সেটা আমি এখনও চালাই নি আমার বুড়িকে নিয়ে চালাব বলে।।
সাদিকা- তাই নাকি মামা,,আমি কিন্তু আজকেই তোমার সাথেই যাব।।সাথে কিন্তু ফুপিও যাবে।।
আমি- ফুপি মানে??
সাদিকা- হ্যা ফুপি,, গতকালই এসেছে এখানে আর আমরা চলে গেলে ফুপিকে ত একেবারেই একা হয়ে যাবে।।তাই বাবা বলেছে ফুপিকে আমাদের সাথে নিয়ে যেতে।।
আমি- তা পরে দেখা যাবে এখন আমার মাথাটা একটু টিপে দে,,আমি একটু ঘুমাই।।
সাদিকা- আচ্ছা মামা ঠিক আছে।।
তারপর সাদিকা মাথা টিপে দিতে লাগল।।কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারি নি।।হঠাৎই কে জানি আমাকে ডাকতে লাগল।।মনে করলাম আপু ডাকছে হয়তো।।তাই বললাম আপু আরেকটু ঘুমাই আর তুই ত জানিস আমার ঘুম পুরো না হলে সমস্যা হয়।।বলে আবার ঘুমিয়ে পড়লাম।।হঠাৎই দেখলাম আমার উপর বৃষ্টি হচ্ছে।।লাফ দিয়ে ঘুম থেকে উঠে গেলাম।।উঠে দেখি একটা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে আর তার হাতে পানির জগ।। তখন রাগীভাবে মেয়েটাকে জিজ্ঞাসা করলাম,,
আমি- hey you,,কে আপনি??আর আমাকে এভাবে ভেজানোর মানে কি??
মেয়েটা- আমি আপনাকে ডাকতে এসেছি কিন্তু আপনি উঠেন নি দেখে পানি ঢেলে দিলাম।।
আমি- আপনার কি কমন সেন্স বলতে কিছু নেই নাকি?? আপু এই আপু কই তুই তাড়াতাড়ি আয়।।(চিৎকার করে)
আমার চিৎকার শুনে সবাই উপরে চলে এলো।।আমাকে এইভাবে ভেজা অবস্থায় দেখে আপু জিজ্ঞাসা করল যে আমার এই অবস্থা কিভাবে হলো।।আমি বললাম এই মেয়েটা আমি উঠছি না বলে আমার উপর পানি ঢেলে দিলো।।আর এই মেয়েটা কে রে আপু??
আপু- এটা তোর দুলাভাই এর বোন ইশিতা।।ও হয়তো বুঝতে পারব নি তাই এমন করেছে।। এখন যা গিয়ে ফ্রেশ হয়ে নে।। আমি তোর দুলাভাই এর শার্ট দিচ্ছি।।
তারপর আপু দুলাভাই এর একটা শার্ট দিলো আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম।।পরে নিচে চলে গেলাম,, গিয়ে সবার সাথে বসে খাবার খেয়ে নিলাম।।চেঁচামেচি করার পর থেকে মেয়েটা (ইশিতা) আর আমার দিকে চোখ তুলে তাকাইও নি।। খাবার শেষ করে আবার সাদিকার রুমে চলে এলাম।।তারপর সাদিকাকে রেডি করে দিয়ে গিয়ে বললাম যে আপুকে গিয়ে বলতে রেডি হয়ে নিতে।।
অপর দিকে,,
ইশিতা আপুর কাছে গিয়ে কান্নাকাটি করছে,,আর বলছে যে ভাবি আমি মজা করে তোমার ভাইয়ের গায়ে পানি ঢেলে দিয়েছি।।যদি জানতাম ওনি এতো রেগে যাবেন তাহলে কখনো এমন করতাম না।।
আপু- আরে পাগল কান্না করো কেন??আসলে ও কে।যদি হঠাৎ কেউ ঘুম থেকে ডেকে উঠাই তাহলে তার মাথা ব্যথা করে।।আর সে খুব রেগে যায়।।এইজন্যই সে তোমার সাথে এমন করেছে।।এখন গিয়ে লহ্মী মেয়ের মতো কান্না বন্ধ করে রেডি হয়ে নাও।।নাহলে ও আবার রাগ করবে,,সে আবার অপেক্ষা করা পছন্দ করে না।।তাই তাড়াতাড়ি রেডি হয়ে নাও গিয়ে আমিই রেডি হয়।।
তাদের কথার মাঝখানেই সাদিকা এসে বলল তাড়াতাড়ি রেডি হয়ে নিতে।।
তারপর তারা রেডি হয়ে নিলো।।আমি আর সাদিকা আগেই এসে গাড়ীতে বসে পড়লাম।।কিছুহ্মণ পর আপু আর ইশিতাও চলে এলো।।ইশিতা সামনে বসতে চেয়েছিল কিন্তু সাদিকা সামনে বসায় আর বসতে পারে নি।।
তারপর গাড়ী স্টার্ট দিলাম,, বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেলো।।বাসায় এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম।।ফ্রেশ হয়ে মোবাইল নিয়ে একটু বসলাম।।মোবাইল নিতে দেড়ি কিন্তু সিয়ামের কল দিতে দেড়ি হলো না।।কল রিসিভ করার পর,,
আমি- কিরে এই সন্ধ্যাবেলা কল দিলি যে??
সিয়াম- শালা তোর জন্যই কল করা,, আর তুইই বলছিল যে এই সন্ধ্যাবেলা কেন কল দিলাম??
আমি- শালা এত ভনিতা না করে কেন কল দিয়েছিস সেটা বল??
সিয়াম- তুই আড্ডার ওইখানে আয়,,সেখানেই আমরা আছি এলে পড়ে বলব।।
আমি- তাহলে থাক ভাই,, আমি আজকে অনেক ক্লান্ত তাই বের হতে পারব না।।
সিয়াম- তাহলে আর কি করার একটা খুশির খবর ছিলো তোর জন্য আর একটা চিঠি সাথে তোর গিফটও ছিলো।।
আমি- শালা তোরাই ত আসতে পারিস এতো প্যাঁচাল না পেরে।।আর মা রাতে বিরিয়ানি রান্না করবে।।যদি আসিস তাহলে বেশি করে রান্না করতে বলব।। আর না এলে মিস করবি।।আর মা ই বলল তোদের কে বলতে যেনো তোরা আজকে এখানে ডিনার করিস।।থাক আমি না করে দিব নি,,তাহলে রাখি,!!!
সিয়াম- আরে শুন ভাই এমন করিস না।।তোকে কষ্ট করে আন্টিকে না করতে হবে না আমরা আসতেছি।তুই একটু অপেহ্মা কর।।
বলে সিয়াম কল কেটে দিলো।।বুঝি না শালা এতো পেটুক কেন???কল কেটে দেওয়ার পর আমি ঘুমিয়ে গেলাম।।
১৫ মিনিট পর,,
হারামিগুলা চলে এলো।।এসে সিয়াম মাকে জিজ্ঞাসা করলো,,
সিয়াম- আন্টি ফাহিম কোথায়??
মা- ওর রুমে আছে যাও।।আর এই গিফট কিসের জন্য আবার??
সিয়াম- আন্টি এটা আমরা আনি নি।। এটা ফাহিমের জন্য স্পেশাল গিফট একজন দিয়েছে।।
মা- স্পেশাল মানে??
সিয়াম- আন্টি এটাতে কি আছে আমরাও জানি না।।তাই বলতেও পারলাম না।।আচ্ছা আন্টি তাহলে আমরা উপরে যাই।।
মা- আচ্ছা যাও আর একটা কথা আজকে কিন্তু ডিনার করে তারপর যাবে।।
সিয়াম- আচ্ছা আন্টি।।
তারা উপরে আমার রুমে এসে দেখে যে আমি ঘুমিয়ে আছি।।পরে গেলো মুশকিলে না আমাকে এখন ডাক দিতে পারবে না আমি এখন আমি উঠব।।তারা সবাই তাদের মতো করে বসে রইলো,, কিছুহ্মণ পর ঘুম থেকে উঠে দেখি সবগুলা সিরিয়ালভাবে বসে আছে।।আমি চোখ ঢলতে ঢলতে বললাম,,
আমি-কিরে কখন এলি??আর এভাবে সিরিয়াল ধরে বসে আসস কেন??
সিয়াম- বেশি না রে,,মাত্র ২ ঘণ্টা হয়েছে আমরা এসেছি।।আর ১ঘন্টা ৪০ মিনিট যাবৎ এভাবেই বসে আছি তুই ঘুমিয়ে আসিস বলে।।
আমি- ঘুমিয়ে ছিলাম বলে কি ডাক দিতে পারিস নি নাকি??
সিয়াম,,,,
সবাই নিয়মিত নামায আদায় করুন।।পূর্ববর্তী পর্ব পেতে সাথেই থাকুন,,,,
এবং ঘরে থাকুন সুস্থ থাকুন,,পরিবারের সবাইকে সুস্থ রাখুন।।
"ধন্যবাদ"
Tag: Bengali Golpo, Funny Bengali Golpo, Abhela, Golpo, golpo icon.png, golpo holeo shotti, golpo kotha, bangla golpo, bangla romantic golpo, bangla funny golpo, golpo book bangla, bangla mojar golpo book, bangla romantic golpo book, bangla hasir golpo book, golpo boi bangla,
0 Comments