#পিচ্চি_বউ (part 8) (Amar Golpo) --আমার কিযে লজ্জা লাগছে, আবার খুশিও হচ্ছে ৷

 


#পিচ্চি_বউ
(part 8)
.
-- সত্যিই তুমি আমাকে পড়িয়ে দিবে?
লজ্জায় লাল হয়ে বলল,,
--আমার কিযে লজ্জা লাগছে, আবার
খুশিও হচ্ছে ৷
.
-- নাহ আমি শুধু ঠিক করে দিব !
এদিকে আয়?
-- আবার তুই করে ডাকছ?
-- আচ্ছা ঠিক আছে, এদিকে আস !
পিচ্চিটা একটা হাসি দিয়ে আমার কাছে
এগিয়ে আসল,,
আমি প্রথমে পিচ্চিটার আচল ঠিক
করলাম,,
পিচ্চিটার শরিরে আমার হাত লাগতেই
পিচ্চিটা কেপে উঠল,,
তারপর পেটের নাভী সহ কিছুটা অংশ
বেরেয়ে এসেছিল সে জায়গা শাড়ি দিয়ে
ডাকতে গিয়ে আমার হাত লেগে গেল ওর
পেটে,,
পিচ্চিটা চিটকে আমার থেকে সরে পিছিয়ে
গেল,,
আমি বললাম,,
-- কি হল? এভাবে পিছিয়ে গেলে কেন?
-- কিছুনা !
বলেই পিচ্চিটা আবার আমার দিকে এগিয়ে
আসল,,
আমি এবার পিচ্চিটা যে জায়গায় হাত দিয়ে
ধরে রেখেছিল সেটা ওর হাত থেকে নিলাম,,
আমি ওর হাত থেকে নিয়ে শাড়িটা কুচি
দিতে লাগলাম,,
কুচি দিয়ে যেই ওর নাভীর নিচে গুজতে যাব
তখনই পিচ্চিটা আমার হাত ধরে ফেলল,,
-- এটা আমাকে দাও, আমি পারব !
আমি আর কিছু না বলে ওর হাতে কুচিটা
ধরিয়ে দিলাম,,
পিচ্চিটা কুচি হাতে নিয়ে বাথরুমে ডুকে গেল
কিছুক্ষণ পর পিচ্চিটা বাথরুম থেকে
শাড়িটা ঠিক করে বেরিয়ে আসল,,
পিচ্চিটার চোখ দুটো লাল হয়ে অনেক
ফুলে আছে,,
-- তর....অহ সরি, তোমার চোখ মুখ
এরকম লাগছে কেন?
তুমি কি কান্না করছিলে নাকি?
-- কি বল কি, আমি কান্না করতে যাব
কেন?
-- অহ..আচ্ছা !
এতক্ষণ পিচ্চিটাকে আমি ভালকরএতক্ষণ পিচ্চিটাকে আমি ভালকরে খেয়াল
করি নাই,,,
এখন চোখ পড়তেই আমি হা করে তাকিয়ে
রইলাম,,
পিচ্চিটাকে শাড়িতে এত সুন্দর মানিয়েছে
যে আমি লিখে বুঝাতে পারব,,
কালো শাড়ির কালো চুলগুলা ছেড়ে
আসছে পিচ্চিটা,,
একদম মায়াবতী লাগছে পিচ্চিটাকে,,
পিচ্চিটা আমার তাকানো দেখে লজ্জা
পেল,,
-- কি দেখছ?
--(তোমাকে খুব সুন্দর লাগছে)
এই কথা বলতে গিয়েও কিছু একটা ভেবে
আটকে গেলাম,,
নিজেই নিজেকে বলতে লাগলাম,,
আমি এসব কি ভাবছি,, অ তো একটা পিচ্চি
মেয়ে, ও তো আমার চাচাত বোন,, আমি
তো ওকে কোনো দিনও ওকে বউ হিসেবে
মেনে নিতে পারব না,,
তাহলে কেন আমি ওর দিকে এরকম ভাবে
তাকিয়ে আছি??
পিচ্চিটা আবার বলল,
-- কি হল কি ভাবছ?
-- কিছুনা ৷
বলেই আমি বাথরুমে ডুকে গেলাম,,
.
শাওয়ার ছেড়ে অনেক্ষণ গোসল করলাম,,
গোসল শেষে মনে হল,,শিট আমি তো
টাওয়াল সাথে আনি নাই,,
পড়নে যে কাপর গুলা নিয়ে বাথরুমে ডুকে
ছিলাম সেগুলাও বিজিয়ে ফেলেছি,
এখন আমি বাথরুম থেকে বের হই কিভাবে?
বাথরুমের দরজা কিছুটা ফাক করে দেখলাম
পিচ্চিটা কোথায় আছে,
পিচ্চিটাকে দেখলাম আয়নাপিচ্চিটাকে দেখলাম আয়নাতে চুল
আছড়াচ্ছে,,
আমি শুধু মুখটা বের করে বললাম,,
-- এইইই মেয়ে,,
হঠাৎ আমার আওয়াজে পিচ্চিটা চমকে
উঠল,,
-- ক,কে কে??
পিচ্চিটা ভয়ে ভয়ে রুমের চারিদিকে তাকিয়ে
খুজতে লাগল,,
-- এই পিচ্চি আমি, বাথরুমের দরজতে দেখ
পিচ্চিটা আমাকে দেখে নিজের বুকে থুথু
দিল,,
-- আহহ,,তুমি?? আমি তো ভয় পেয়ে
গেছিলাম,,৷
-- তুমি সত্যিই পিচ্চি, একটুতেই ভয় পেয়ে
যাও,,!





-- হুম,,! তুমি এভাবে দরজাতে মুখ বের করে
দাড়িয়ে আছ কেন?
আমি এবার অসহায় হয়ে বললাম,,
-- আমার টাওয়াল টা দাও পিল্জ,,
পিচ্চিটা একটা হাসি দিয়ে ব্যাগ থেকে
টাওয়াল বের করে আমার হাতে এনে দিল,,
-- Thank you...!
বলেই টাসস,, করে দরজাটা লাগিয়ে দিলাম,,
.
তারপর আরো তিনদিন এ বাড়িতে থেকে,
আমাদের বাড়িতে চলে আসলাম,,
বাড়িতে আসার পরেরদিন থেকেই পিচ্চিটা
কলেজে যেতে শুরু করল,,
পিচ্চিটাকে প্রতিদিন সকালে ওর কলজে
দিয়ে আমি আমার ভার্সিটিতে চলে যাই,,
আবার আসার সময় সাথে করে বাড়িতে
নিয়ে আসি,,
এখন পিচ্চিটার সাথে স্বাভাবিক ভাবেই
কথাবার্তা বলি,,
.
আজকে সকালে একটু বেশিই ঘুম পাচ্ছে..
পিচ্চিটা সেই কখন থেকে আমাকে ডাকছে,,
কিন্তু আমি ঘুমে চোখই খুলতে পারছিনা,,
পিচ্চিটা অনেক্ষণ ধরে আমাকে ডাকতে
ডাকতে
হাপিয়ে গেল,,
এবার পিচ্চিটা রেগে বলল,
-- তুমি উঠবে? নাকি আমি আব্বুকে ডেক
নিয়ে আসব?
বলেই পিচ্চিটা রুম থেকে বেরিয়ে যেতে
লাগল,,
আমি আব্বুর কথা শুনে ঘুম ঘুম চোখেই
পিচ্চিটাকে ডাক দিলাম,,
-- এই পিচ্চি সয়তান্নি দাড়াও,
আমি উঠছি আব্বুকে ডাকতে হবে না,,!
অনেক কষ্ট করে ঘুম থেকে উঠে ফ্রেশ
হতে গেলাম,,
ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিচে এসে দেখি
পিচ্চিটা আগে থেকেই রেডি হয়ে বসে আছে
আমি হালকা কিছু নাস্তা করে পিচ্চিটাকে
নিয়ে বাড়ি থেকে বের হলাম,,
আমি বাইকে বসে পিচ্চিটাকে বললাম
বাইকে উঠে বসতে,,
কিন্তু পিচ্চিটা উঠছে না, আমার দিকে
তাকিয়ে আছে,,
-- কি হল এভাবে তাকিয়ে আছ কেন? দেরি
হয়ে যাচ্ছে তো ৷
-- তুমি এত সুন্দর কেন?
বলেই আমার চুলগুলা এলমেল করে দিল,,
চোখ থেকে সানগ্লাসটা নিয়ে নিজের
ব্যাগের ভিতর ডুকিয়ে নিল !
-- এই পিচ্চি আজকে তোমার কি হইছে?
এসব কি করছ? দাও আমার গ্লাসটা দাও ৷
-- না দিব না, তোমাকে এত স্মার্ট হয়ে
থাকতে হবে না ৷ কলেজের কয়েকটা
নির্লজ্জ মেয়ে তোমার দিকে কিরকম হা
করে তাকিয়ে থাকে,,সেটা আমার সহ্য হয়
না ৷
-- অহ তাই নাকি?
আচ্ছা ঠিক আছে এখন তাড়াতাড়ি ওঠ,
দেরি হয়ে যাচ্ছে !
বাইকে উঠতে উঠতে বলল,,
-- কি ঠিক আছে?
-- কিছুনা,, এত কথা বল কেন?
বাইক স্টার্ট দিয়ে এক টানে পিচ্চিটার
কলেজে চলে আসলাম,,
.
পিচ্চিটা বাইক নামার পর আমি বললাম,,
-- এই পিচ্চি শুনন !
#চলবে




Post a Comment

0 Comments