💟 পিচ্চি বউ 💟 . #পর্ব ৭ আমরা স্বামী স্ত্রীদের মত থাকতে পারি না? Bangali Lyrics Golpo,

 


💟 পিচ্চি বউ 💟
.
#পর্ব
.
-- আমরা যেকটা দিন একসাথে থাকব,
সেকটা দিন কি আমরা স্বামী স্ত্রীদের
মত থাকতে পারি না?
.
-- মানে...? তুই কি বলতে চাইছিস?
-- আরে আমি তোমার কাছে স্ত্রীর
অধিকার চাই নাই,
আমি বলছি আমরা স্বামী স্ত্রীদের মত
ব্যবহার করতে পারি কি না?
প্লিজ আমার এই শেষ ইচ্ছাটা রাখ,,৷
পিচ্চিটা প্রায় কেদেই দিল,,
-- আচ্ছা ঠিক আছে !
-- সত্যিই...!
-- হুম...
পিচ্চিটা আমার হাত হালকা জড়িয়ে ধরে
বলল,,
-- Thank you....
.
রিক্সা এসে আমাদের বাড়িতে দাড়াল,,
ঘড়ে ডুকে অবাক হয়ে গেলাম,,
চাচা,চাচি,শিহাব আরও অনেকই আমাদের
ড্রইং রুমে বসে আছে,
পিচ্চিটা ওর আম্মু আব্বুকে দেখে দৌড়ে
গিয়ে ওর আম্মুকে জড়িয়ে ধরল,,
তারপর ওর আম্মুকে ছেরে ওর আব্বুকে
জুড়িয়ে ধরার সাথে সাথেই কান্না করে
দিল,,
চাচা বললেন,
-- আরে পাগলী মেয়ে কাদছিস কেন?
-- বাবা ত,তুমি কেমন আছ উহুহুহুহু,,?
(পিচ্চিটা হয়তো ওর বাবাকে একটু বেশিই
ভালবাসে তাই এরকম ভাবে কান্না করছে)
-- হা হা হা,,, দেখ পাগলী মেয়ের কান্ড,
আমি ভাল আছি রে মা, তুই কেমন আছিস?
(মুখে হাসি দিলেও চোখ দিয়ে পানি ঠিকই
পড়ছে)
-- ভ,ভাল,,,! বলেই আবার ডুকরে ডুকরে
কান্না করতে লাগল ৷
চারিপাশে দেখলাম পিচ্চিটার কান্না দেখে
সবার চোখে পানি চলে এসেছে ,
আমার ওদের দেখে কোনো কষ্ট হচ্ছে
না, কারণ আমি জানি আর কয়েকমাস পর
পিচ্চিটা ওর আম্মু আব্বুর কাছে চলে যাবে,
তাই আমার তেমন কষ্ট হচ্ছে না ৷
.
চাচা পিচ্চিটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে
আর শান্তনা দিচ্ছেন,
এবার পিচ্চিটাকে নিজের থেকে ছাড়িয়ে
কপালে একটা চুমু খেলেন ৷
পিচ্চিটা এবার কিছুটা শান্ত হল,,
.
আম্মু আমাকে ইশারায় বললেন চাচা
চাচিকে সালাম করতে,
আমি এগিয়ে গিয়ে চাচা চাচিকে সালাম
করলাম,,
এবার আব্বু পিচ্চিটাকে বললেন,
-- যাও মা, ব্যাগ পত্র গুছিয়ে নাও, আজ
তোমরা তোমাদের বাড়ি যাচ্ছ, তোমার
আব্বু আম্মু তোমাদের নিতেই এসেছেন,,
পিচ্চিটা একবার আমার দিখে তাকিয়ে
উপরে রুমে যেতে লাগল,,
আব্বু আমাকে বললেন,,
-- কিরে তুই দাড়িয়ে আছিস কেন?
ব্যাগ পত্র গুছিয়ে নে, তোদের গ্রামে
গিয়ে 4-5 দিন থাকতে হবে ৷
আমি অবাক হয়ে বললাম,,
-- আব্বু আমাকেও যেতে হবে নাকি?
চাচা বললেন,
-- হ্যা.. বাবা ! বিয়ের পর শশুর বাড়ি গিয়ে
কয়েকদিন থাকতে হয়, এটা নিয়ম !
আর তছাড়া তুমি যেখানে যাচ্ছ সেটা ত শুধু
তোমার শশুর বাড়ি না, তোমার নিজেরও
বাড়ি ৷
-- চাচা বলছিলাম কি আমি না গেলে কি হয়
না?
আব্বু বললেন,,
-- না হয় না ! যা তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে
নে ৷(ধমক দিয়ে)
.
অতঃপর বাধ্য হয়ে আমাদের গ্রামের বাড়ি,
মানে শশুর বাড়ি
আসতে হল,,
বাড়ির গেটের ভিতর ডুকতেই অবাক হয়ে
গেলাম,,
বাড়িটা এখনও সেই বিয়ে বাড়ির মতই
সাজানো,,
ভিতরে ডুকতেই কয়েকটা মেয়ে
দিয়াআআআ.... চিৎকার দিয়ে পিচ্চিটাকে
জড়িয়ে ধরল,,
তারপর একটা মেয়ে আমার দিকে তাকিয়ে
বলল,,





-- ওনিই কি তর বর...?
পিচ্চিটা লজ্জায় মাথা নিচু করে হ্যা বলল,,
অন্য আরেকটা মেয়ে বলল,,
-- অহ মাই গড,,, দিয়াআআ..তর বরটা
কত্ত হ্যান্ডসাম রে..
আমি তো প্রথম দেখাতে প্রেমে পড়ে
গেছি,,
পিচ্চিটা রেগে বলল,,
-- এই ফারিয়া তুই কিন্তু ভূলে যাস না অ
আমার বর !
-- হিহিহি...রাগ করিস কেন? আমি তো
দুলাভাইয়ের সাথে মজা করলাম,,
আমি বুঝতে পারলাম,,মেয়েগুলা পিচ্চিটার
মতই একেকটা শয়তানের হাড্ডি..
আমি বললাম,,
-- আপনাদের কাওকে তো চিনলাম না?
পিচ্চিটা বলল,,
-- ওরা আমার বান্ধবী ৷
-- অহ..
চাচা ডেকে বললেন,,
-- কিরে তরা এখনও এখানেই দাড়িয়ে
আছিস,, দিয়া মা জামাই বাবাজিকে নিয়ে
রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে
পিচ্চিটার সাথে রুমে আসলাম,,
রুমে এসেই শরীর এলিয়ে দিলাম
বিছানাতে..
অনেক্ষণ জার্নির কারণে একটু ক্লান্ত
লাগছে,,
পিচ্চিটা আমার সামনে এসে দাড়িয়ে বলল,,
-- তুমি আগে ফ্রেশ হবে নাকি আমি আগে
ফ্রেশ হয়ে নিব?
--তুই যা,, আমি তর পরে ফ্রেশ হয়ে নিব,,
পিচ্চিটাকে দেখলাম রাগী চোখে আমার
দিকে তাকিয়ে আছে,,
-- কি হল এভাবে তাকিয়ে আছিস কেন?
-- আমাদের মধ্যে কি কথা হয়েছিল?
-- কি?
-- তুমি আমাকে কথা দিয়েছিলে না আমরা
যেকটা দিন একসাথে থাকব সেকটা দিন
স্বামী স্ত্রীদের মত থাকব,,
তাহলে তুমি আমাকে এখনও তুই তুই করে
ডাকছ কেন?
তুমি আমাকে পিচ্চি ডাকতে পার তাতে
আমার কোনো সমস্যা নাই, কিন্তু এই
তুই তুই করে ডাকবে না,,
আমার কেন জানি তোমার মুখে তুই ডাকটা
সহ্য হয় না !
-- ওকে চেষ্টা করব ৷
-- চেষ্টা করবা মানে ৷
-- আচ্ছা রে বাবা তুমি করেই ডাকব ৷
খুশি,,?
-- হুম অনেক খুশি ৷
-- পিচ্চি শয়তান্নি একটা ৷
পিচ্চিটা একটা হাসি দিয়ে বাথরুমে চলে
গেল,,
কিছুক্ষণ পর পিচ্চিটা গোসল করে বেরিয়ে
আসল,,
আমি হা হয়ে পিচ্চিটার দিকে তাকিয়ে
রইলাম,,
পিচ্চিটা লজ্জা পেয়ে আমাকে বলল,,
-- কি দেখছেন,,?
আমি এবার হাসিতে ফেটে পড়লাম,,
কেন হাসছি বুঝতে পারছেনা তো?
দাড়াও আগে একটু হেসে নেই, তারপর
বলছি,,
হাহাহাহাহাহা,,,
পিচ্চিটা একটা শাড়ি পড়ে বের হয়ে আসছে,
পড়ে আসছে বললে ভূল হবে বলতে হবে
পেছিয়ে আসছে,,
কোথায় শাড়ির মাথা কোথায় শাড়ি
আচল কোনো ঠিক ঠিকানা নাই,,
এমন ভাবে পড়ে আসছে মনে হচ্ছে
এখনইখুলে পড়ে যাবে ৷
পিচ্চিটা যেকানে শাড়ির কুচি দেওয়া হয়
সেখানটায় হাত দিয়ে ধরে দাড়িয়ে আছে,,
পিচ্চিটার পেট দেখা যাচ্ছে,,
তাই লজ্জায় লাল হয়ে আমার সামনে
দাড়িয়ে আছে ৷
-- এটা কি পড়ছ,,?
বলেই হাসতে হাসতে আবার বিছানায়
গড়াগড়ি খেতে লাগলাম,,
-- তুমি খুব খারাপ,,! দেখছ আমি শাড়ি
পড়তে পারছি না, আর তুমি দাত কেলিয়ে
হাসছ,,
সেখানে দাড়িয়েই কান্না করতে লাগল !
-- হাহাহা,,সরি সরি ৷ আমাকে দে আমি
ঠিক করে দিচ্ছি ৷
-- সত্যিই তুমি আমাকে পড়িয়ে দিবে?
লজ্জায় লাল হয়ে বলল,,
#চলবে....




Post a Comment

0 Comments