রিলেশন কিংবা ভালোবাসার গল্প

রিলেশন কিংবা ভালোবাসার গল্পগুলো জোর করে দাঁড় করানো যায় না। সাত বছর রিলেশন করে কেনোসে বিয়ের সময় পল্টি নিলো এর কোন সঠিক ব্যাখ্যা বের করতে পারলামনা আমি আজও। হয়তো সাত বছরের সম্পর্কটা শুধু টাইম পাসিংই ছিল। একজন সেটাকে সিরিয়াসলি নিয়েছে। অন্যজন সেটাকে মজা হিসেবেই নিয়েছে। কিছু বলার নেই।
বিচ্ছেদের পর একজনের রাত কেটেছে গভীর বেদনার ঘোরে। অন্যজন মহাআনন্দে দিন কাটিয়েছে। আমাদের অনেক কাছের বন্দুটার জীবনেও এমন গল্প আছে যেখানে চার বছরের সম্পর্কের পর একজন আরেকজনকে বলে বসে, তোমাকে আমার দরকার নেই। তোমার সাথে আমার ম্যাচ করে না। তোমার পরিবারের সাথে আমার যায় না। বহু ছেলে-মেয়ে আছে যারা এই একটা সুতো ধরে নিজেদের ক্যারিয়ার বরবাদ করে দিয়েছে।
লাইফ বরবাদ
সময় বরবাদ
ক্যারিয়ার বরবাদ__তাদের মাঝে আমি ফাহিম একজন_বলতে পারো s___এসব কার জন্য হয়েছ,, কে এই আয়োজন করছিলো,,, যানি,, আজকে তুমার কাছে এর কোনু উত্তর নেই___আর আমারও জানার ইচ্চা নেই
খুব কমই ফিরে আসতে পেরেছে। যারা ফিরে আসতে পারেনি তারা ছন্দ হারিয়ে দিনের পর দিন কেঁদেছে। লাভ হয় নি। তারপর একদিন সেই ছন্দ হারা মানুষটার গল্পটাও হয়তো বদলে যায়। সেও এখন সুন্দরভাবে বাঁচে। সবাইকে নিয়ে এগিয়ে যায়।
এক্স গার্ল/বয়ফ্রেন্ডের জন্য তাই জীবন নষ্ট করাটা অনুচিত। আমি যা করেছি ভুল করেছি,,যা হয়েছে তাহয়েছেই। its over... এখন নতুন গল্পের শুরু। তুমি নেই। তোমার সাথে নদীর পাড় দরে,,হাতে হাত রেখে,, ঘোরার গল্পটাও আজ আর নেই।,,
প্রতিটা ছেলের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। ধাক্কা সামলে নিয়ে সামনে এগিয়ে যাওয়া। যেন ৫ বছর পর সেই মানুষটা বুঝতে পারে ধাক্কা দিয়েও ছেলেটাকে টলানো যায়নি।
কনফেশন পেইজে আমরা যে একপাক্ষিক ভালোবাসার গল্পগুলো দেখি সেখানকার সবগুলা ভিক্টিম হচ্ছে একেকটা ছেলে। সবচে বড় ভিক্টিম হলাম আমি,, _____ফাহিম_______প্রায় সবাই ছিল টাইম পাসের সঙ্গী। টাইম পাস শেষ। ছুড়ে ফেলে দেয়া হয়েছে। কিন্তু এই ছুড়ে ফেলে দেয়াটাই শেষ কথা নয়। নিজের মতো করে সামনে এগিয়ে যাওয়াটাই আসল কথা।
আমার গল্পগুলি যদি ভালো লাগে আমাকে বন্ধু হিসাবে এড করতে পারেন...?

Post a Comment

0 Comments