সত্যি বিবেক বলতে কিছু আছে কি?

সত্যি বিবেক বলতে কিছু আছে কি?
ছেলেটা হাতিরঝিলে বাদাম বিক্রি করে.. ১২ -১৩ বছর হবে বয়স.. দুইটা লোক ওর থেকে ১০ টাকার বাদাম নিয়ে বলে ৫০০ টাকার নোট.. পরে ছেলেটা ভাংতি দেওয়ার জন্য টাকা বের করলে সব গুলা টাকা নিয়ে লোকগুলা উধাও হয়ে যায়।।..আমার এক ছোট ভাই (শাহিন রহমান)পাশের চা দোকানে চা খাচ্ছিলো, হঠাৎ করে পাশে কান্নার শব্দ শুনে জিজ্ঞাস করলে ঘটনার কারন জানতে পারে।।। কান্না দেখে সবার খুব খারাপ লাগছিলো.. পরে আশে পাশের সবাই মিলে প্রায় ৫০০ টাকা মেনেজ করে ওকে দিলো।।।
নিশ্চয়ই আল্লাহ এর বিচার করবেন..😥😥
কপি #শাহিন_রহমান
হাতিরঝিল নিয়ে সব সময় কোন না কোন খবর শুনি।এসব নিউজ থেকে ভাল কোন নিউজ পেলাম না আজ পর্যন্ত।প্রশাসন কি হাতিরঝিলকে এসব অপর্কম আর এসব জারজদের থেকে মুক্ত করতে পারেনা?সবার সমান বিনোদন ও ভাল লাগার জায়গাটা আতঙ্ক মুক্ত করতে পারেনা?
মন
  • Jahangir Hossain গরীবের হক মারলে এই পাপের ক্ষমা নেই!কবর আর হাশরে হিসাব আদায় হবে!!!
  • Johurul Islam মানুষের পেট থেকে জন্মো হলেই সেটা মানুষের বাচ্চা হয় না /-/ ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হয় অভিভাবক,দের কে এরা তো অমানুষ যাদের কোন যাত বংশো থাকে না 😅😅
  • Akti Tara এটা কেউ বিশ্বাস করবে না। বাংলাদেশে পিঁয়াজ ছাড়া রান্না হতে পারে। কিন্তু এটা হতে পারে না কারন বাংলাদেশ এখন উন্নত মানের রুল মডেল। 😂😂😂

Post a Comment

0 Comments