৫ টি নতুন নতুন হাসির গল্প আজ ছাড়পত্র তে থাকছে। এই মজার মজার গল্প সম্পর্কিত আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন।
নতুন নতুন হাসির গল্পঃ-
মজার গল্প- ১
এক চোর এক জুতার দোকানে চুরি করে ধরা পরেছে। কিছু মারধোর করে মালিক তাকে ছেড়ে দিল।
কিছু দিন পর সে আবার ওই দোকানে চুরি করতে আসলো এবং এবারও ধরা খাইলো, মালিক বলল- তোর লজ্জা শরম নাই ? তুই আবার এসেছিস।
চোর বলল- আমার দোষ কি? দোকানের সামনে লেখা “আবার আসবেন”
পড়ুনঃ- হাসির গল্প- গ্যাস জ্ঞান
মজার গল্পঃ- ০২
ছেলে বসে পড়ছিল তখন বাবা ছেলের পাশে বসল-
বাবা: তুই সারাদিন এমন চুপ চাপ থাকিস কেন?
ছেলে: কেন বাবা আমি তো কথা বলি।
বাবা: তোকে অযথা এত বকাঝকা করি অথচ কিছু বলিস না। প্রতিবাদ করিস না।
ছেলে: কেন বাবা, আমিতো প্রতিবাদ করি।
বাবা: কই করিস? আমি যে দেখি না।
ছেলে: কেন বাবা তুমি বকা দিলে আমি টয়লেটে যাই।
বাবা: টয়লেটে গেলে কি রাগ কমে? টয়লেটে গিয়ে কি করিস যে রাগ কমে?
ছেলে: টয়লেট ব্রাশ করি।
বাবা: টয়লেট ব্রাশ করলে কি রাগ কমে?
ছেলে: কেন আমি তোমার ব্রাশ (দাঁতের) দিয়ে টয়লেট ব্রাশ করি।
পড়ুনঃ- মাতালের হাসির গল্প
মজার গল্পঃ- ০৩
একবার এক অনুষ্ঠানে এক বাংলাদেশি, সাউথ আফ্রিকান আর ইন্ডিয়ান গল্প করছে। আলোচনার বিষয়বস্তু ক্রিকেট।
ইন্ডিয়ান: একবার আমাদের ১ বলে ১০ রান দরকার ছিল, স্ট্রাইকার এন্ডে ছিল শচীন। বোলার বল করল, শচীন সেটা থার্ডম্যানের দিকে ঠেলে দিয়ে ৩ রান নিল, ফিল্ডার সেটা ছুড়ল নন-স্ট্রাইকার এন্ডে। ওভার থ্রো তে শচিন আরও তিন রান নিয়ে নিল। এবার ফিল্ডার সাবধান হয়ে সেটা ছুঁড়ে দিল উইকেট কিপারের দিকে, উইকেট কিপার ধরতে পারল না আর বলটা চলে গেল বাউন্ডারির ওপারে ফলে চার রান। ৩+৩+৪ =১০ আমরা জিতে গেলাম।
সাউথ আফ্রিকান: একবার আমাদের ১ বলে ১০ রান দরকার ছিল। আমদের গ্রায়েম স্মিথকে তো তোমরা চেন। তার গায়ে মারাত্মক জোর। সে এমন জোরে মারল জে বল স্টেডিয়াম পার হয়ে কয়েক শ গজ দূরে গিয়ে পড়ল। আম্পায়ারের কোন উপায় ছিল না। সে ১২ রান দিয়ে দিল। আমরা জিতে গেলাম।
বাংলাদেশি: একবার আমাদের ১ বলে ১০ রান দরকার ছিল। আমাদের আশরাফুলকে তো তোমরা চেন, সে সেইরকম মারকুটে ব্যাটসম্যান। বোলার বল করল আর আশরাফুল সজোরে ব্যাট চালাল। ব্যাটের আঘাতে বল ভেঙে দুইটুকরা হয়ে গেল। এক টুকরা উড়ে বাউন্ডারি পার হল আর অন্যটুকরা গড়াতে গড়াতে বাউন্ডারি পার হল। ফলে আমরা ৬ + ৪ = ১০ রান করে ফেললাম। আমরা জিতে গেলাম।
পড়ুনঃ- নতুন নতুন হাসির মজার জোকস
মজার গল্প- ০৪
থ্রি ইডিয়টস এর ফেসবুক ভার্সন-
আমির খান ক্লাসে বসে হাসছিলো।
টিচার : এই তুই হাসছিস কেন ?
আমির : অনেকদিন থেকেই ফেসবুকের পেজ অ্যাডমিন হওয়ার ইচ্ছা ছিলো । আজ হয়েছি । খুব মজা লাগতেছে স্যার !
টিচার : বেশী মজা নেয়ার দরকার নাই । টেল মি , হোয়াট ইজ পোস্ট ?
আমির : এনিথিং দ্যাট ইজ পোস্টেড অন ফেসবুক ইজ পোস্ট স্যার ।
টিচার : ক্যান ইউ প্লিজ এলাবোরেট ?
আমির : স্যার , পাবলিক ফেসবুকে যাই ই দেয় , তাই পোস্ট । ঘুরতে গেলাম , ফটো দিলাম । পোস্ট স্যার । ম্যাচ দেখতে গেলাম , স্কোর দিয়ে দিলাম । পোস্ট স্যার । আসলে পোস্ট আমাদেরকে চারপাশ থেকে ঘিরে রেখেছে । ক্যাটরিনার পিক থেকে রোনালদোর কিক পর্যন্ত , সব পোস্ট স্যার ! এক সেকেন্ডে কমেন্ট , এক সেকেন্ডে লাইক । কমেন্ট-লাইক , কমেন্ট- লাইক!
টিচার : শাট আপ ! অ্যাডমিন হয়ে এগুলা করবা ? কমেন্ট-লাইক , কমেন্ট-লাইক ? চতুর তুমি বলো তো ।
চতুর : পিকচার , টেক্সটস্ অর ভিডিওস পোস্টেড থ্রো মোবাইল অর ট্যাবলেট অর ল্যাপটপ অর ডেস্কটপ উইথ ডিফারেন্ট অপারেটিং সিস্টেম ইউজিং ইন্টারনেট অন ফেসবুক ইজ কলড্ আ পোস্ট।
টিচার : বাহ ! সি সি দিস ইস কল্ড স্টুডেন্ট।
আমির : কিন্তু স্যার , আমিও তো সেটাই বললাম সোজা ভাষায় ।
টিচার : সোজা ভাষায় বলতে চাইলে অন্য কোথায় গিয়ে বলো, পেজের অ্যাডমিন হয়ে নয়।
আমির : কিন্তু স্যার অন্য অ্যাডমিন রাও তো…
টিচার : গেট আউট !
আমির : ওহ , হোয়াই স্যার ?
টিচার : সোজা ভাষায় বেরিয়ে যাও
(আমির চলে যেতে গিয়ে আবার ফিরে আসে)
টিচার : কি হলো ?
আমির : একটা কাজ ভূলে গেছিলাম স্যার ।
টিচার : কি কাজ ?
আমির : এন ইউটিলিটি বাটন দ্যাট গিভ আস টু প্রোটেক্ট আওয়ার প্রাইভেট ডেটা , পিকচার , মেসেজ অর পার্সোনাল ইনফরমেশন ফর বিয়িং স্টোলেন অর ইউজড ফর ব্যাড পারপাস বাই হ্যাকারস অর অ্যানিওয়ান এলস্ ।
টিচার : কি বলতে চাও ?
আমির : লগআউট স্যার , লগআউট! করতে ভূলে গেছি !
টিচার : তো সোজা ভাষায় বলতে পারো না ?
আমির : কিছুক্ষণ আগে ট্রাই করেছিলাম স্যার , কিন্তু সোজা সোজা আপনার পছন্দ হয় নাই !
পড়ুনঃ- ভাই-বোনের ভালোবাসা
মজার গল্প- ০৫
তিন বন্ধু একটি হাইরাইজ বিল্ডিংয়ের ৬০ তলায় থাকে। তারা তিনজন প্রতিদিন লিফট দিয়ে ঘরে আসা-যাওয়া করে। সেদিন রাতে বাইরের এক চাইনিজ হোটেলে রাতের ডিনার করে তাদের ফিরতে বেশ দেরি হয়ে গেল। অনেক রাত হয়ে যাওয়ায় লিফট বন্ধ করে লিফটম্যান বাড়িতে চলে গিয়েছে। তাদের আজ সিঁড়ি দিয়েই উঠতে হবে। তখন এক বন্ধু বলল, ‘আমাদের মধ্য থেকে দুইজন দুইটা হাসির গল্প বলবে,
আর একজন একটা কষ্টের গল্প বলবে। তাহলে আমরা গল্পগুলো এনজয় করতে করতে ৬০ তলায় পৌঁছে যাব।’ প্রথম জন একটা হাসির গল্প বলল, গল্প শেষ হতে হতে তারা ২৫ তলায় পৌঁছে গেল। আর একজন আরেকটি হাসির গল্প বলল, গল্প শুনতে শুনতে তারা ৫৫ তলায় পৌঁছে গেল।
এবার তৃতীয় বন্ধুর কষ্টের গল্পের পালা। তৃতীয় বন্ধু বলল, ‘কষ্টের গল্প আর কী বলব, আমরা তো ফ্ল্যাটের চাবি ওই চাইনিজ হোটেলের টেবিলে ফেলে এসেছি।’
গল্প পাঠাতে পারেন- charpatrablog@gmail.com -এ অথবা সরাসরি WhatsApp -এর মাধ্যমে এখানে ক্লিক করে।
সমস্ত কপিরাইট ছাড়পত্র দ্বারা সংরক্ষিত। গল্পটির ভিডিও বা অডিও বা অন্য কোনো মাধ্যমে অন্যত্র প্রকাশ আইন বিরুদ্ধ। ছাড়পত্র এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণে বাধ্য হবে।
পড়ুনঃ- হারিয়ে যাওয়া প্রেম অসাধারণ সব শিক্ষণীয় গল্প পড়তে এখানে ক্লিক করুন দুঃখের গল্প- ব্যস্ততা
আমাদের সাথে যুক্ত হবেন যেভাবে- ফেসবুক Group - গল্প Junction ফেসবুক- ছাড়পত্র টেলিগ্রাম- charpatraOfficial WhatsApp Group- ছাড়পত্র (২)
নতুন নতুন হাসির গল্প। কয়েকটি মজার মজার গল্প। 5 awesome bengali funny story.
from ছাড়পত্র https://ift.tt/3lQ9VwZ
via IFTTT
0 Comments