প্রেম মানে শুধুমাত্র একে অপরের পাশে থাকা নয়, বরং একে অপরের উপস্থিতিকে গভীর ভাবে উপভোগ করা। আজকের গভীর প্রেমের কবিতা গুলি সেই বিষয়টিকে মাথায় রেখেই লেখা হয়েছে।
গভীর প্রেমের কবিতাঃ-
মডার্ন ভালোবাসা
ব্ল্যাক শ্যডো
আমার যখন বয়স সবে নয়,
তখনই আমার জীবনে প্রথম প্রেমের উদয়।
তার সুন্দর কাজল-কালো চোখ দেখে-
নীরব হয়ে চেয়ে থাকতাম,বিস্মিত হয়ে।
তার মিষ্টি গলার স্বরে-
ভিজিয়ে রাখত সে আমায় সারাটা দিন ধরে।
তার সুন্দর হাসির সুর-
এখনও যে আমার কানে লাগে সু-মধুর।
অবশেষে একদিন,
চিরতরে সে গেল চলে,
আমাকে একা ফেলে।
আমার ভালোবাসায় ছিলনা কোনো কামের আশা,
যা ছিল তা কেবল, নিঃস্বার্থ ভালোবাসা’।
আর আজ,
মাত্র কয়েকটি বছর পড়ে,
ভালোবাসায় কত কি শামিল হয়েছে-
পার্কে যুগলের কামার্ত ভালোবাসা দেখে-
চোখ বন্ধ হয়ে আসে অশ্রুজলে।
একি পরিবর্তন, আজ ভালোবাসাতে!
কেউ কি পাড়েনা বাসতে ভালো নিঃস্বার্থে?
বদলে গেছে আজ ভালোবাসার ধরণ,
মন থেকে এখন আর কেউই কাউকে করেনা যে বরণ।
দুই মিনিটের সুখে ভূমিষ্ঠ হবে, যে পৃথিবীতে-
ক্ষণিক পড়ে স্থান হবে তার ডাস্টবিনে।
হাঁ, আরও কত কি যে দেখায়,
হায়রে এই পাগল-
মডার্ন ভালোবাসায়।
বিষাদ প্রেমের কবিতাঃ-
বিষপান
বিকাশ কর্মকার
তোমায় কাছে পেয়েও হারিয়ে ফেলছি রোজ।
জড়িয়ে ধরি ঘুমের দেশে,
চোখ খুললেই তুমি নিখোঁজ।
রুমালের ভাঁজে হারিয়ে গেছে কান্না ভেজা চিঠি;
টুকরো টুকরো অভিমান তোমার হাসির ফাঁকে সাজিয়ে রাখি।
ভাঙাচোরা মনটা আমার তোমাতেই গেছে মিশে;
যেমন করে ফুলের সুভাস মিশে শুষ্ক বাতাসে।
যেদিন প্রথম কাছে এসেছিলে;
যেদিন প্রথম 'ভালোবাসি' বলেছিলে;
সেদিন আমার ধুসর আকাশ,
চিনেছিলো রামধুনর সাতটি রঙ।
পাখির বুকে ওমের মতো একে ছিলে ভালোবাসার চিহ্ন।
ঘর বেধে ছিলো, আমার মনের চিলেকোঠার কোনে।
ভিন দেশি মেঘ হয়ে এসেছিলো, আলপনা একে ছিলো আমার জানালা কাঁচে।
আজও আমার শূন্য ঘরের আনাচে-কানাচে;
তোমার অভিমানী হাসির শব্দ আছে লেগে-
যাযাবর মন, ঘর বেঁধে ছিলো তোমার সাথে।
রেখেছিলাম তোমায় হৃদয়ের প্রতিবেশী করে-
আজ তুই গেলি মুছে,
একপশলা অভিমানী বৃষ্টি হয়ে।
তোর প্রেমের অমৃত ভেবে-
বিষ পান করেছিলাম তোর ঠোঁটের আদরে।।
পড়ুনঃ-
আবেগি প্রেমের কবিতা
না পাওয়া ভালবাসার গল্প- স্কুল লাইফের ক্রাশ
প্রেমের কবিতা
ব্ল্যাক শ্যডো
এক প্রেমের চিঠি লিখতে বসেছি-
কিছুক্ষণ পড় দেখি,
নিজের অজান্তেই আস্ত একটা বই লিখে ফেলেছি।।
কারণ, তুমি আমার জীবনের এমন এক অধ্যায়,
যাকে শুধু একটি পৃষ্ঠাতে লিখা সম্ভব নয়।
একটি পৃষ্ঠাতে আর কি যায় করা শেষ,
তোমার-আমার ভালবাসার রেষ!
একটি পাতাতে কি আর যায় লেখা
একসাথে কাটানো আমাদের সেই সন্ধ্যাবেলা?
আমার জীবনের প্রতিটি অধ্যায়ে,
তুমি নিজেই যে, এক একটি অক্ষর,
তার উপর কি মানা যায় বল একটি পৃষ্ঠায় স্বাক্ষর?
বাংলা প্রেমের কবিতাঃ-
অন্ধকারের প্রেমিক
বিকাশ কর্মকার
এই অন্ধকার আমাকে জড়িয়ে আছে,
তুমি চাইলে একটু আলোও দিতে পারতে।
অম্লান হাসির ছাইয়ের ভিতর দুঃখরা চাপা পড়ে আছে;
তুমি চাইলে সরিয়ে তো একটু দেখতে পারতে।
তিরতির ঠোঁটে তোমার বেখায়ালি মন যায় দূরে সরে-
জানি না কি সব হিসেব কষো তুমি নিজ মনে।
যে কালো আকাশটায় উজ্জ্বল তারা উঠার কথা;
আজ তা ধোঁয়াশায় ঢাকা।
যে নিশ্চল মনটা চলন্ত হওয়ার কথা,
আজ সে নির্জনতার শিকলে আছে বাঁধা।
শুধু স্বার্থ জড়িয়ে নিজেকে কঠিন করে রেখেছো;
ধীরে ধীরে মনটাকে ভালোবাসা হীন করে তুলেছো।
কেও যে তোমার জন্য অপেক্ষা করে,
একজনের কাছে, তোমার শব্দের কতটা গুরুত্ব আছে, সেটা তুমি ভুলে গেছো।
নীরব অভিযোগ
বিকাশ কর্মকার
আজ শহরে নিয়নের আলো গুলো কুয়াশায় ঢাকা;
বোবা ইমারত আর স্বপ্ন গুলো চাদরে মোড়া।
ইচ্ছে ডানার পালক ঝরে পড়ে,
আকাশের কোণে নীলাভ আভা গেছে মুছে।
একসময় যে জানালা দিয়ে সোনালী সূর্যের কীরণ আসতো,
আজ হাওয়ার দাপটে তা বন্ধ,
একসময় যে নরম পর্দা শরীর ছুঁতো,
আজ সে যেন গলার শক্ত ফাঁদ।
নীরব শহর, নীরব রাস্তা, সব কিছু ছেড়ে, কাঁধে দুঃখের বোঝা নিয়ে।
একা পাড়ি দিচ্ছি আমি জীবন হিমালয়ে।
পড়ুনঃ-
দুখের প্রেমের গল্প- দুটি গোলাপ
বাংলা স্ব-রচিত কবিতা
তুমি
বিকাশ কর্মকার
যদি একটা ’তুমি’ থাকতো,
তবে সেই তুমিকে নিয়ে যেতাম পাহাড়ে।
যেখানে ঝর্নার জল কিভাবে কথা বলে,
কানপেতে শুনতাম আমি, 'তুমি' কে।
কোন বড়ো হোটেলে কিংবা রেঁস্তোরায় নয়,
নিয়ে যেতাম তাকে নির্জন নদীর পাড়ে।
যেখানে নীরব নদীর জল কীভাবে যায় বয়ে,
দেখাতাম আমি ’তুমি’ কে।
যদি একটা ’তুমি’ থকাতো তবে আমি;
তার ভোরের আলো হয়ে ঘুম ভাঙাতাম,
পাখি হয়ে উড়ে যেতাম,
তাকে কত্ত গান শুনাতাম!
তাকে সমুদ্রের ঢেউ দেখাতাম,
যে ঢেউ গুলো বার বার ফিরে যায় কিভাবে পাথর কে ছুঁয়ে?
দেখাতাম আমি, ’তুমি’ কে।
বসন্তের পর বসন্ত পার হল,
আজও দেখা পেলাম না সেই আমার ’তুমি’ কে।
নিরাশ হয়ে হতাশ হয়ে ঘুরে ফিরি,
তবুও আজও তাকে পেলাম না খুঁজে।।
গল্প বা কবিতা পাঠাতে পারেন- charpatrablog@gmai.com -এই মেল ঠিকানায় অথবা- সরাসরি WhatsApp -এর মাধ্যমে এখানে ক্লিক করে।
সমস্ত কপিরাইট ছাড়পত্র দ্বারা সংরক্ষিত।
আপডেটের জন্য-
ফেসবুক Group - গল্প Junction
ফেসবুক- ছাড়পত্র
টেলিগ্রাম- charpatraOfficial
গভীর প্রেমের কবিতা। বাংলা প্রেমের কবিতা। বিষাদ প্রেমের কবিতা। bengali love poems
from ছাড়পত্র https://ift.tt/ZdcAv5r
via IFTTT
0 Comments