#পিচ্চি_বউ
(part 6)
.
এখন আমি কি করি?
.
সবাই আমার দিকে রাগী চোখে তাকিয়ে
আছে,,
আমি বললাম,
-- কিরে তরা এভাবে মাঝরাস্তায় দাড়িয়ে
আছিস কেন?
সায়ান-- এদিকে যাওয়ার সময় তকে আমরা
পিছন থেকে কত ডেকেছি তুই শুনলি না
কেন?(রেগে)
-- অহহ...তরা ডেকেছিলি, আমি হয়তো
শুনতে পারি নাই,,!
রিহান -- কি রে মামা,,পিছনে সুন্দরি
মাইয়াটা কে?(আমাকে চোখ টিপে বলল)
আমি এতক্ষণ এটারই ভয় পাচ্ছিলাম,,
সায়ান-- হ্যা রে মেয়েটা কে?
আমি কিছু বলছি না দেখে পিচ্চিটাই বলল,,
-- আমি ওর ব....
পিচ্চিটাকে বলতে না দিয়ে আমি বললাম,,
-- অ আমার চাচাত বোন ৷
পিচ্চিটা আবার কান্না শুরু করে দিল,,
-- এএএএএ... তুমি আমাকে আবার বোন
বলছ,, আমি বাড়িতে গিয়ে শশুর আব্বাকে
সব বলব ৷ নিজের বউকে বোন বলা হচ্ছে,,
৷
আমার বন্ধুরা সবাই একসাথে বলে উঠল,,
"বউউউ"
সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে
রইল,,
ওরা আমাকে প্রশ্ন করতে যাবে তখনই
আমি বললাম,,
-- বাড়ি থেকে ফিরে এসে সব বলছি?
এই বলে বাইক স্টার্ট দিয়ে বাড়িতে চলে
আসলাম,,
-- এই পিচ্চি নামম,, বাড়ি চলে এসেছি ৷
পিচ্চিটা বাইক থেকে নামতেই আমি বাইক
আবার স্টার্ট দিলাম,,
পিচ্চিটা বলল,,
-- বাসায় কবে ফিরবে?
-- সেটা তকে বলে যেতে হবে নাকি?
(রেগে)
বলেই বাইক চালিয়ে চলে আসলাম
বন্ধুদের কাছে,,
.
বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে কখণ যে
বিকাল 3টা বেজে গেল খেয়ালই করি নাই,,
বাসাতে ডুকতেই দেখি আব্বু ড্রইং রুমের
সুফাতে বসে আছেন,,
আমাকে দেখে আব্বু সুফা থেকে ওঠে এসে
আমার সামনে দাড়ালেন,
তারপর বললেন,
-- তর কি কান্ডজ্ঞান বলতে কিছু নেই?
-- আব্বু.....
-- চুপ কর(ধমক দিয়ে) ঘড়ে যে তর একটা
বউ আছে সেদিকে খেয়াল নেই, মেয়েটা সেই
কখন থেকে না খেয়ে তর জন্য বসে আছে,
আর তুই সারাদিন বখাটেদের মত ঘুড়ে
বেরাচ্ছিস,,
আর নিজের ফোনটাও অফ করে রাখছিস?
আমি মাথা নিচু করে বললাম,
-- ফোনে চার্জ ছিল না, তাই আপনা
আপনিই অফ হয়ে গেছে !
আম্মু এসে বললেন,,
-- যা রুম থেকে বউমাকে নিয়ে আয় !
মেয়েটা সেই কখণ থেকে তর জন্য অপেক্ষা
করে বসে আছে ৷
.
আমি রুমে ডুকার আওয়াজ পেয়ে পিচ্চিটা
বেলকুনি থেকে দৌরে আমার কাছে এসে
বলল,,
-- তুমি চলে এসে.....
ঠাসসসস..
পিচ্চিটা গালে হাত দিয়ে আমার দিকে
প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে,,
আমি বললাম,,
--এই পিচ্চি তকে কে বলেছে আমার জন্য
না খেয়ে বসে থাকতে?
পিচ্চিটার চোখের পানি গড়িয়ে পড়ল,,
আমি আবার বললাম,,
-- আজ শুধু তর জন্য আব্বু জীবনে এই
প্রথম আমাকে বখাটে বলছে ৷
আমার ওপর বউয়ের অধিকার দেখানআমার ওপর বউয়ের অধিকার দেখানো
হচ্ছে? তকে আমি বউ
হিসেবে মানিনা, আর কোনোদিন মানবও
না !
অসহ্য একটা,,
পিচ্চিটাকে পাশ কাটিয়ে ওয়াস রুমে চলে
গেলাম,,
.
ওয়াস রুম থেকে ফিরে এসে দেখি পিচ্চিটা
সেই আগের জায়গাটাতেই দাড়িয়ে আছে,,
আমি পিচ্চিটার থেকে দুই-তিন পা সামনে
এসে মাথাটা একটু পেছনে ঘুড়িয়ে বললাম,,
-- এই পিচ্চি নিচে আসবি? নাকি আমাকে
আরও বকা খাওয়ানোর ইচ্ছা আছে !
-- জ্বি আসছি (ভাঙা গলায়)
.
পিচ্চিটাকে নিয়ে খাবার খাচ্ছি ,,
আম্মু পাশেই দাড়িয়ে আছেন,,
পিচ্চিকে দেখলাম খাবার না খেয়ে কি যেন
একটা ভাবছে,,
আর খাবার গুলো হাত দিয়ে শুধু নাড়ছে,,
আম্মু পিচ্চিটাকে বললেন,
-- কিরে মা তুই খাবার না খেয়ে কি
ভাবছিস,,
-- কিছু না আম্মু,,
-- তাহলে খাচ্ছিস না কেন?
পিচ্চিটা নিজের গাল থেকে চুলগুলা সরিয়ে
কিছুটা ভাত মুখে নিল,,
আম্মু চিৎকার দিয়ে উঠলেন,,
-- সেকি রে দিয়া মা,,তর গালে এটা কিসের
দাগ?
আম্মুর কথায়া আমি পাচ্চিটার গালের
দিকে তাকালাম,,
পিচ্চিটার গাল অনেকটা লাল হয়ে আঙুলের
চাপ দেখা যাচ্ছে,,
আমার আর বুঝতে বাকি রইল না যে এটা
আমারই আঙুলেআমারই আঙুলের চাপ,,
তখন রাগে থাপ্পরটা অনেক জোরেই
মেরেছিলাম,,
আম্মু-- কিরে মা কিছু বলছিস না যে,
আমাকে বল কি হয়েছে?
-- এটা হয়তো এলার্জি কারণে হয়েছে
আম্মু,,
গালটা অনেক্ষণ ধরে চুলকাচ্ছিল,,
-- ঔষুধ লাগিয়েছিস?
-- না আম্মু পরে লাগিয়ে নিব !
মেয়েটাকে দেখে আমার অনেক মায়া হচ্ছে,,
আমাকে বাচানোর জন্য মেয়েটা আমাকে বাচানোর জন্য মেয়েটা মিথ্যা
বলল,,আর আমি আমাকে বাচানোর বলল,,আর আমি আমাকে বাচানোর জন্য
মেয়েটা মিথ্যা বলল,,আর আমি কিনা?
.
মেয়েটা আমার আগেই খাবার খেয়ে রুমে
চলে গেল,,
কিছুক্ষণ পর আমি রুমে গিয়ে দেখি মেয়েটা
রুমে নাই, হয়তো বেলকুনিতে আছে,
ভাবলাম মেয়েটাকে সরি বলে ভাবলাম মেয়েটাকে সরি বলে আসি,,
আমি বেলকুনিতে গিয়ে দেখলাম,
পিচ্চিটা আনমনে বাইরে তাকিয়ে আছে !
আমি-- স........(আমাকে বলতে না দিয়ে
পিচ্চিটা বলল)
-- আপনি আমাদের ডিভোর্স চান তো?
-- .......(আমি চুপ করে আছি)
আমি জানি আপনি আমাদের ডিভোর্স
চান, কিন্তু আপনার আব্বুর ভয়ে বলতে
পারছেন না, আর এই বিয়েটাও আপনার
আব্বুর ভয়ে করছেন,আপনি চিন্তা
কইরেন না ডিভোর্স হওয়ার পর আপনার
আব্বুকে বলব আমি নিজেই আপনাকে
ছেড়ে চলে গেছি, বলব আপনার কোনছেড়ে চলে গেছি, বলব আপনার কোনো
দোষ নেই ৷
আপনি ডিভোর্স পেপার রেডি করেন ৷
পিচ্চিটা চোখের পানি মুছে রুমে চলে
গেল,,!
আমি কিছুই বলতে পারলাম না !
পরেরদিন বাড়িতে ঘুড়তে যাওয়ার কথা
বলে পিচ্চিটাকে নিয়ে উকিলের কাছে
আসলাম,,
উকিলের কাছে আসার পর উকিল বলল,,
বিয়ের 6মাস আগে ডিভোর্স দেওয়া
সম্ভব না,,
তারমানে আমাদেরকে আরও 6মাস
একসাথে থাকতে হবে ৷
তারপর ডিভোর্সের এপলাই করে
কোর্ট থেকে বেরিয়ে আসলাম,,
আজ আমি বাইক সাথে আনি নাই তাই
রিক্সা দিয়ে বাড়ি ফিরছিলাম,,
অনেকক্ষণ ধরে রিক্সাতে বসে আছি,,
কারও মুখে কোনো কথা নাই,, দুজনেই
চুপ করে আছি,,
দুজনের নিরবতা ভেঙে পিচ্চিটাই বলল,,
-- আমার একটা কথা রাখবে?
-- হুম,,বল ৷
-- আমরা যেকটা দিন একসাথে থাকব,
সেকটা দিন কি আমরা স্বামী স্ত্রীদের
মত থাকতে পারি না?
#চলবে
0 Comments