#পিচ্চি_বউ
(part 5)
সকালে ঘুম থেকে উঠে মেয়েটার কান্ড
দেখে আমি অবাক হয়ে গেলাম,,,
.
পিচ্চিটার একটা পা আমার পেটের ওপর,
আর আমার মাথাকে নিজের বুকে শক্ত
করে জড়িয়ে আমাকে কোল বালিশ
বানিয়ে ঘুমিয়ে আছে,,
আমি পিচ্চিটার বাহু থেকে নিজেকে
ছাড়নোর চেষ্টা করছি,
কিন্ত পিচ্চিটা আমাকে ছাড়ছেই না আরও
শক্ত করে আমাকে জড়িয়ে ধরছে,,
তারমানে পিচ্চিটা এখন জেগেই আছে,,
আমি বললাম,,
-- এই পিচ্চি আমাকে ছাড় বলছি ৷
পিচ্চিটা আমাকে ছাড়ছেই না,,
আমি এবার জোর করে পিচ্চিটার থেকে
ছুটে আসলাম,,,
ফ্রেশ হয়ে রুমে এসে দেকি পিচ্চিটা নাই,,
হয়তো ওঠে নিচে চলে গেছে,,
আমি রেডি হয়ে নিচে খাবার টেবিলে চলে
আসলাম,,
সবাই একসাথে নাস্তা করছি,,
আব্বু বললেন,,
-- নিয়ান তুই কোথাও বের হবি নাকি?
-- জ্বি আব্বু,, বন্ধুদের সাথে একটু দেখা
করতে যাব ৷
-- বউমাকে সাথে করে নিয়ে যা, একটা ভাল
কলেজে ভর্তি করে দিস,,৷
-- আব্বু তার ছেয়ে বরং ওকে ওর বাড়িতে
পাটিয়ে দাও, দিয়া ওর বাড়ি থেকেই
পড়াশুনা করুক ৷
পিচ্চিটার হাসিমুখ মলিন হয়ে গেল,
আব্বু বললেন,,
-- দিয়া এখন আমাদের বাড়ির বউ,
আমাদের বাড়ি থেকেই পড়াশুনা করবে,
তকে আমি যেটা বলছি তুই সেটা কর,আমি
মুখ গোমরা করে বললাম,,
-- আচ্ছা আব্বু,,৷
পিচ্চিটার মুখে হাসি ফুঠে উঠল,,
.
আমি বাইক নিয়ে পিচ্চিটার জন্য বাইরে
দাড়িয়ে আছি,
কিন্তু এখনও আসছে না কেন?
সেই কখন রেডি হতে গিয়েছিল,,
কিছুক্ষণ পর পিচ্চিটা বেরিয়ে আসল,
আমি পিচ্চিটাকে দেখে হা,,করে তাকিয়ে
রইলাম,
পিচ্চিটাকে সাদা একটা পরি লাগছে,
পিচ্চিটা একটা সাদা জামা পড়ে বের হয়ে
আসল,
টোঠে লাল লিপস্টিক, চোখে গাড় করে
কাজল.
এক কথায়া অসাধারণ লাগছে পিচ্চিটাকে,
-- এভাবে তাকিয়ে আছ কেন? আমার
লজ্জা লাগছে ৷
পিচ্চিটার কথায় আমি ওর থেকে চোখ
সরিয়ে নিলাম ৷
-- যেভাবে সেজে আসছিস, বুঝা যাচ্ছে
কোনো বিয়ে বাড়িতে যাচ্ছিস,,
-- বাহ,,রে, নিজের বরের সাথে আজ প্রথম
কোথাও একসাথে বের হচ্ছি, একটু সাজব
না?
-- এটাকে একটু সাজা বলে? আচ্ছা
তাড়াতাড়ি পেছনে উঠ ৷
পিচ্চিটা একটা লাফ দিয়ে বলল,,
-- ওয়াওও আমরা বাইকে যাব?
-- হুম !
পিচ্চিটা হুট করে আমার গালে একটা চুমু
দিয়ে দিল,,!
-- এই পিচ্চি সয়তান্নি আমাকে চুমু দিলি
কেন?
পিচ্চিটা আমার কথার উত্তর না দিয়ে
বলল,
-- জান, আমার অনেক দিনের সপ্ন আমার
বর আমাকে বাইকের পিছনে নিয়ে ঘুড়বে,
সেই
সপ্নটা আজ পূরণ হতে যাচ্ছে ৷
-- তুই সপ্ন দেখ আমি যাচ্ছি !
এই বলে বাইকটা স্টার্ট দিলাম,,
-- এই না না,,, আমি উঠছি ৷
পিচ্চিটা পেছনে উঠে বসতেই আমি বাইকটা
ছেড়ে দিলাম,,
.
কিছুক্ষণ পর আমি বাইকটা একটা জায়গায়
থামালাম,,
পিচ্চিটা বলল,,
-- আমরা কি কলেজে এসে পড়েছি?
-- নাহ !
-- তাহলে এখানে বাইক থামালে কেন?
-- দরকার আছে !
পিচ্চিটা আর কিছু বলল না, চুপ করে বসে
রইল,,
আমি ভাবতে লাগলাম,
সামনে তো বন্ধুরা আড্ডা দিচ্ছে,
আমার সাথে যদি পিচ্চিটাকে দেখে তাহলে
তো আমি শেষ,,
আমি ভাবতে লাগলাম কি করা যায়,
হ্যা বুদ্ধি পেয়েছি?
আমি পিচ্চিটাকে বললাম,,
-- এই পিচ্চি আমাকে শক্ত করে জড়িয়ে
ধর ৷
পিচ্চিটা খুশি হয়ে আমাকে শক্ত করে
ধরল,,,
আমি বাইকটা স্টার্ট দিলাম,,
আস্থে আস্থে বাইকের স্পিড অনেকটা
বাড়িয়ে দিলাম,,
পিচ্চিটা ভয় পেয়ে আরও শক্ত করে
জড়িয়ে ধরছে,,
আর আমাকে কি যেন বলছে,,
বাতাসের শশশ আওয়াজে পিচ্চিটার কথা
আমি ভাল করে শুনতে পারছি না,,
আমাদের আড্ডার জায়গা ফেলে আসতেই,
আমি বাইকের স্পিড কমিয়ে দিলাম,,
তারপর একটা কলেজের সামনে এসে বাইক
থামালাম,,
পিচ্চিটা বাইক থেকে নেমে কান্না করে
দিল,,
-- এএএএএএ....
-- এই পিচ্চি কি হল কি কান্না করছিস
কেন?
-- তুমি এএত স্পিডে বাইক চালিয়ে আসলে
কেন? এএএএ....আমি কত্ত ভয় পেয়ে
গেছিলাম,,,এএএ....৷
-- সত্যিই তুই একটা পিচ্চি,,, কান্না থামা
বলছি সবাই দেখছে,,এভাবে রাস্তায় কান্না
করছিস মানুষ কি ভাববে?
পিচ্চিটা কেদেই চলছে,,৷
-- এই পিচ্চি কান্না থামা বলছি,,, না হলে
কিন্তু...??(এবার ধমক দিয়ে বললাম)
এবার আরও জোরে জোরে কান্না করতে
লাগল,,,
-- এএএএএ....আমি বাড়িতে গিয়ে শশুর
আব্বাকে সব বলব,,তুমি আমাকে
মারছ,,আর অনেক স্পিডে বাইক
চালিয়েচ,,,!
-- এই মেয়ে আমি তকে কখন মারলাম,,এটা
তো ডাহা মিথ্যা কথা,, ৷
-- এএএএ...
-- আচ্ছা বোন সরি সরি,, এবার কান্না
থামা ! দেখ লোকজন কিভাবে আমাদের
দিকে তাকিয়ে আছে,,!
-- এএএএএ...তুমি আবার আমাকে বোন
বলছ,,!
এবার কয়েকটা লোক আমাদের এগিয়ে এল,,
লোকগুলা আমাদের অনেকক্ষণ ধরে লক্ষ
করছিল,,
লোক 1-- কি ভাই,, মেয়েটাকে এভাবে
কাদাচ্ছেন কেন?
লোক 2-- মেয়ে দেখলেই পিছনে লাগতে
ইচ্ছা করে,,,
বলে লোকটা নিজের হাতের শার্ট ওপরে
তুলতে তুলতে আমার দিকে এগিয়ে আসছে,,!
আমি-- আরে ভাই থামেন থামেন,,ওনি
আমার বউ,,আমার ওপর রাগ করে কান্না
করছে,,৷
আমার মুখে বউ ডাক শনে মেয়েটা কান্না
থামাল,,
লোক 3-- আপু ওনি কি আপনার স্বামী?
-- জ্বি,, ওনি আমার স্বামী ৷
লোকগুলা আমাকে সরি বলে চলে গেল,,,!
পিচ্চিটাকে দেখলাম মাথা নিচু করে হাসছে,,
-- এই পিচ্চি হাসছিস কেন?
-- তুমি আমাকে বউ বলছ তাই খুশি
লাগছে,,৷
-- আমার বয়েই গেছে তকে বউ বলতে,
আমি তো অই লোক গুলোর হাত
থেকে বাচার জন্য তকে বউ বললাম,,
-- যেভাবেই হোক,, বউ বলছেন তো ৷
.
পিচ্চিটাকে কলেজে ভর্তি করিয়ে আবার
বাড়িতে ফিরছি,,
এবার বাইকটা আস্থে আস্থেই
চালাচ্ছি,,
কিছুদূর আগাতেই দেখলাম কয়েকজন
লোক রাস্তার মাঝখানে দাড়িয়ে আছে,,
আরে এরা তো আমার বন্ধুরা,,
এখন আমি কি করি?????
#চলবে
0 Comments