দুষ্টু_gf Part:5 সামনে তাকিয়ে দেখি সেই রামছাগল টা (Amar Song) Bangali Lyrics Golpo,

 


#দুষ্টু_gf
Writer: Collected
Part:5
সামনে তাকিয়ে দেখি সেই রামছাগল টা,একটা ছেলে সেই রকমভাবে পেটাচ্ছে।কি আর করা আমিও কিছুটা ভয় পেয়ে,ওখান থেকে পালিয়ে আসলাম।ওই ছেলেটার থেকে দুরে থাকায় ভাল।
আমি আর সুইটি যে যার বাসায় চলে গেলাম।
বাসায় যাওয়ার পর ফ্রেশ হয়ে।খেয়ে নিলাম,তারপর সেই একটা ঘুম দিলাম।ঘুম থেকে উঠে দেখলাম।বিকেল ৪ টা বাজে।
যাই আমার পুচকি বন্ধুদের সাথে এ মাঠে খেলি আসি।ওদের কাছে গিয়ে দেখি,ওরা ব্যাট বল খেলছে,,,,,,
যে ব্যাট করছে,তার থেকে ব্যাট টা নিয়ে আমি ব্যাট টা ধরলাম,,,,,,,
আর বললাম যে আমাকে আউট কবরে।তাকে আমি আলাদা ভাবে খাওযাবো,,,,,
দেখলাম সামনে অনিক এগিয়ে আসলে,,,,
আমাকে বলছে,"লুহি আপু তোমালে আদ হালাবোই দেকো"।আমি ওকে বৃদ্ধা আংগুল দেখিয়ে, best of luck, জানালাম।
একটা জিনিস খেয়াল করলাম।পিচ্চি গুলো খুব সিরিয়াস মুডে খেলা টা শুরু করলে।অনিক বল এগিয়ে এসে,, আমার দিকে বল ছুড়লো,,,,,
আমিও জান দিয়ে সেটা মারার চেষ্টা করলাম।
★★★ও মাাা গো পালা★★★
পুঁচকি গুলো দেখছি আমার আগে দৌড় দিছে।(কি হলো বুজলেন না তো।চলেন আপনাদের বুঝিয়ে দিচ্ছি)
আসলে আমি যখন বল টা মারছি তখন একটা বাড়িতে গিয়ে পড়ে,,,,,বাড়ির সামনে রাখা গাড়িটার কাঁচ টা ঝর ঝর করে পড়ে ভেঙে গেছে।দেখলাম একটা লোক বাইরে আসলো।আমার দিকেই এগিয়ে আসল।
আসার পর জানতে চায়লো কে বল ছুড়েছে।আমি আবার যথেষ্ট ভদ্র মেয়ে।তাই বললাম।আংকেল আমি আসলে বুজতে পারি নি।যে এভাবে বল গিয়ে পড়বে।আমি দুঃখিত,,,
(এমন একটা ভাব করলাম যেন,আমি আসলে খুব দুঃখিত,)
আংকেলঃওকে,,,, এখানে আর খেলবে না কেমন।এখানে কতবাড়ি ঘর,সামনে রাস্তাদিয়ে কত মানুষ যাই।কারো গায়ে বল লাগলে তো,সে কষ্ট পাবে।আমি ছাড় দিলাম অন্য কেউ তো আর দিবে না।তাই না।
রুহিঃবুঝতে পারছি।আর হবে না।আমি আসলে ইচ্ছে করে করি নি,,,,,,এবাবের মত মাফ করে দেন।আর হবে না,,,,,,
পাশের বাসার একটা মহিলাঃ ওকে বলে লাভ নাই ভাই।ও এই রকমই।কারো কথা শোনে না।আস্ত ফাজিল একটা মেয়ে।সব সময় মাথাতে দুষ্টু বুদ্ধি ঘুরতেই থাকে।আমারও অনেক কিছু নষ্ট করে দিছে,,,,
এমনি কি আমার বাড়ির পোষা কুকুর টাকে, একদিন ধরে সাদা কুকুরটাকে কাল রং করে দিছে,,,,,
বাবা মা কে বিচার দিলেও তারা তাকে কিছু বলে না,,,,
আংকেলঃ আচ্ছা মামনি এমন দুষ্টুমি আর করবে না কেমন
বলে আংকেলটা চলে গেলো।আর আমি ওই মহিলার সামনে গিয়ে বললাম।আমি এর আগে করছি,তার থেকে আপনাকে আমি এখন বেশি জালাবো,,,,,,,পারলে কিছু করে দেখান,,,,
আর আপনার গাছে যে আম গুলো খুব সুন্দর দেখাচ্ছে,,,
পেয়ারাও আছে দেখছি,,,,,,,,
এগুলো নিয়ে আপনি একদম চিন্তা করবে না।এগুলো পোকার হাত থেতে বাচানোর দায়িত্ব আমার,,,,,,,
একবারে সাবাড় করে দিবে,,,,,,,no testion do furti,,,,,
বলে চলে আসলাম।আসার সময় দেখলাম বেচারা আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে,,,,,,
আমাকে ফাজিল বলা।দাড়ান আপনারাও যদি সাঁতার কাটার ব্যবসথা না করছি।তাহলে আমার নামও রুহি চৌধুরী নই।হু,,,,,,,,,
বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম।বাপির সাথে হালকা নাস্তা করলাম।আমি আমার রুমে গেলাম,,,,,
হুট করে সুমি কথা মনে হলো।ওহ খোদা আমি তো ভুলেই গিয়েছিলাম।ও দিকে আরিয়ান ভাইয়ার কি খবর,,,,,
সুমি ফোন দিলাম।খোজ নিয়ে জানলাম এখন ব্যাথা আছে।এখনও কমেনি।আরও কিছু কথা বলে ফোন রেখে দিলাম।
(আমের ডাল বলে কথা।ব্যাথা তো হবেই,কি আর করা।
মনে মনে ভাবলাম কথাটা)
ফোন রেখে একটা কবিতার ছন্দ মনে হলো,,,,,,
★★ওগো এই ছিলো তোমার কপালে থেরাপি টা,,,,,
★★থেরাপি খেয়ে ব্যাথাতে ভরিয়া গেছে শরীর টা।
★★মেয়ের দিকে টিজ করিলেও বাচছা,,,,,,,,
★★থেরাপির কথা মনে পড়িবে তাহা,,,,৷
যদিও আরিয়ান ভাইয়া ভাল ছেলে।তবু আগেই যেহেতু ডোজ দিয়ে ফেলসি।যতটুকু খারাপ ছিল এখন ভাল হয়ে যাবে।
বা নিজেকে তো কবি কবি লাগছে। আমার এত বুদিধ নিয়ে কি করে যে রাতে ঘুমাই,,,,,,
রাতে ডিনার করে শুয়ে পড়লাম।কালকে আবার কলেজ যেতে হবে।
সকালে উঠে মনিং ওয়াকে গেলাম।কানে হেডফোন,,,,দিয়ে গান শুনছি।আর ওয়াক করছি,,,,,,,
দেখলাম একটা ছেলে বুক ডাউন দিচ্ছে।আমার আমার মাথায় আবার একটা শয়তানি বুদিধ আসলে,,,,,,,
আমি সামনে এগিয়ে গেলাাম,,,,,,,,,
চলবে,,,,,,,




(Tags: Bangla Lyrics, Bangla Song, bangla lyrics caption, top bengali song lyrics, bangla premer gaan lyrics, kolkata bangla song lyrics, lyrics bangla, bangla old song lyrics, hindi song lyrics in bengali, Lyrics, lyrics, lyrics of new songs,  free song lyrics, rap lyrics, lyrics genius, lyrics genius, lyrics for your music, Albums, Artists, amar song, new songs, Best Song Lyrics, best song lyrics, new songs lyrics, random song lyrics, love song lyrics, bangla romantic songs lyrics,  bangla romantic songs, bangla folk songs lyrics, bangla song lyrics for caption, bangla band song lyrics, Bangla song, bangla song lyrics in imran,দুষ্টু_gf  Part:5 সামনে তাকিয়ে দেখি সেই রামছাগল টা (Amar Song) Bangali Lyrics Golpo,)

Post a Comment

0 Comments