দুষ্টু gf
part: 1
ও মা,,,,,গো মরে গেলাম গো। কেউ আমাকে বাচাও।আমার কোমর শেষ,,,,,,,,আমি আর বাচবো না,,,,,,উহ্ মা,,,,
ওপরের কি হলো কি বুঝলেন না তো।আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি।
আমাদের গল্পের নায়িকা রুহি চৌধুরী। দেখতে অসম্ভব সুন্দরী একটা রাজকন্যা। এবার inter 1st year ar ছাএী।পড়া লেখায খুব মেধাবী।কিনতু খুব ফাজিল।সবার পেছনে লাগাই ওর কাজ। বাবা বড় ব্যবসায়ী।মা গৃহিনী।
রুহিঃওই কানা চোখ কি বাড়িতে রেখে বাড়ি থেকে বের হয়ছোস।
অচেনা ছেলেঃআপনিই তো আমাকে পা দি,,,, ( পুরো কথা বলতে না দিয়ে)
রুহিঃচুপ একদম চুপ।বেশি কথা বললে কি করবো জানিস?
অচেনা ছেলেঃকি করবেন (ভয়ে ভয়ে)
রুহিঃতোর প্যান্টের ভিতর ইদুর ঢুকায় দিব তখন বুঝবি।তখন কিন্ত ইদুর তোর,,,,,,
অচেনা ছেলেঃনাাা এ হতে পারে না,,,,,,(ভো দৌড় দিয়ে)
রুহিঃযা বাবা পুরো টা তো শুনে যা। হাহা হা
অচেনা ছেলেঃএকেমন মেয়ে রে বাবা বলা নেই কয়া নেই।এমন মেয়ে আমি আমার লাইফে দেখি নি।তবে ওকেই আমার চায়,,,,,,,,,যে কোন মূল্যে,,,,,,,
চলুন এবার এই অচেনা ছেলেটার পরিচয় জানা যাক।হুম ঠিক ধরছেন।এটাই আমাদের গল্পের নায়ক।
জুভরান মেহবুব মুগ্ধ
ইউকে থেকে লেখা পড়া করে কিছুদিন হলো দেশে ফিরছে।তার একটা ইচেছ সাধারণ ভাবে জীবন যাপন করা।বাবাও একজন ব্যবসায়ী।সেই বাবা সাথে এখন অফিস জয়েন্ট করছে,,,,,,,দেখতে ফিল্ম এর হিরোদের থেকে কম না,,,,,,,,
রুহিদের কলেজে
রুহির ফ্রেন্ডঃসুমি, সুইটি, আরো আছে বাট এরাই সব থেকে কাছের।
রুহিঃদুর প্রতিদিন ক্লাসকরতে ভাল লাগে না।চল আজ কোথাও থেকে ঘুরে আসি,,,,,,,,
সুমিঃ কিন্ত কোথায যাব?
রুহিঃচল সামনে একটা অনেক বড় দিঘী আছে চল ওখানেই যাই।
সুইটিঃফুচকা খাওযাতে হবে কিন্ত,,,,,,,
রুহিঃহুমমম চল খাওযাব।
সুমি,সুইটিঃইয়াহু,,,,,,,,
রুহিঃআমি ড্রাইভিং সিটে বসে বসলাম।যেতে যেতে স্পিড বাড়িয়ে দিলাম,,,,,,
হঠাৎ কারো গাড়ির সাথে ধাক্কা খেলাম,,,,,,,,,
তারপর,,,,,,,
(তারপর আবার কি কালকে পাবেন।অনেক দিন পর লিখলাম।বানান ভুল হয়ে থাকলে মাফ করবেন)
চলবে,,,,,
(Tags: Bangla Lyrics, Bangla Song, bangla lyrics caption, top bengali song lyrics, bangla premer gaan lyrics, kolkata bangla song lyrics, lyrics bangla, bangla old song lyrics, hindi song lyrics in bengali, Lyrics, lyrics, lyrics of new songs, free song lyrics, rap lyrics, lyrics genius, lyrics genius, lyrics for your music, Albums, Artists, amar song, new songs, Best Song Lyrics, best song lyrics, new songs lyrics, random song lyrics, love song lyrics, bangla romantic songs lyrics, bangla romantic songs, bangla folk songs lyrics, bangla song lyrics for caption, bangla band song lyrics, Bangla song, bangla song lyrics in imran,দুষ্টু gf part: 1 ও মা,,,,,গো মরে গেলাম গো। কেউ আমাকে বাচাও।আমার কোমর শেষ, (Amar Golpo) Bangali Lyrics Golpo,)
0 Comments