Bangali Lyrics Golpo
প্রেমের দুনিয়া
লেখকঃ সাব্বির হোসেন
প্রেম কি জানো?
সে এক মহৎ জিনিস,
যা সবার জীবনেই আসে।
প্রেম কি জানো?
সে এক চমৎকার গুন,
যা মানুষকে বানায় কবি কিংবা সাহিত্যিক।
প্রেম কি জানো?
সে এক আয়না,
যা মানুষকে তার সঠিক অবস্থা দেখায়।
প্রেম কি জানো?
সে এক কঠিন পরিনতি,
যা মানুষকে নিঃস্ব করে।
প্রেম কি জানো?
সে এক অদম্য শক্তি,
যা মানুষকে বাঁচার পথ দেখায়।
প্রেম কি জানো?
সে এক দৃঢ় সম্পর্ক ,
যা মানুষকে গভীর সাগরেও হাত ধরে রাখতে শিখায়।
প্রেম কি জানো?
সে এক দৃঢ় বিশ্বাস,
যা দুজনকে জীবনের শেষ অব্দি একসাথে রাখে।
প্রেম কি জানো?
সে এক বিশাল সম্পদ,
যা ছাড়া পৃথিবী নিঃস্ব।
প্রেম কি জানো?
সে এক অনুভূতি,
যা আমাকে তোমার কথা মনে করায়।
(((নিজের লেখা প্রথম কবিতা।।।জানিনা কেমন হইছে।।।জানাবেন প্লিজ।।। উৎসাহ পেলে আরো লিখবো।।।)))
0 Comments