বেস্টফ্রেন্ডের সাথে প্রেম →পর্ব ২ এবং শেষ পর্ব

→বেস্টফ্রেন্ডের সাথে প্রেম

→পর্ব ২ এবং শেষ পর্ব
--নিলা এখন অার অামাকে ফোন দেয়না, অাগের মত অামার সাথে কথা বলেনা, অনেকটাই বদলে গেছে,হয়ত সে তার বয়ফ্রেন্ডকে নিয়েই সারাদিন ব্যস্ত থাকে,














--এক দিকে অামার জন্য ভালোই হয়েছে,
এক মাস পর পরিক্ষা ভালো করে পরিক্ষাটা দিতে পারবো,নিলার সাথে থাকলে হয়তো সারাদিন দুষ্টামির মাঝেই সময়টা কেটে যেত,এখন সারদিন পড়াশোনা করে সময়টা ব্যায় করি,
--পরিক্ষা অনেক ভালোই হয়েছে,
রেজাল্টের অাগে বেশ কয়েকদিন কলেজ বন্ধ পেয়েছি,ভাবছি সময়টা কাটাবো কি করে,
নিলাও নাই যে ওর সাথে দুষ্টামি করবো সময় কাটাবো,
--হটাৎ মাথায় একটা বুদ্ধি অাসছে,
সার্ট গায়ে দিয়ে মার্কেটে চলে গেলাম,মার্কেটে গিয়ে দশটা টেডিবিয়ার কিনলাম সাথে একটা পুতি পিস্তল ও কিনলাম,
--অামার বাসার পাসে একটা খালি ঘর অাছে,
সেই ঘরটাতে একে একে করে সব গুলা টেডিবিয়ারকে সাজালাম তারপর পুতি পিস্তল টাকে হাতে নিয়ে নেমে গেলাম পলাশির যুদ্ধে,প্রতিপক্ষ অামার কিছুই করতে পারবে না, কারন নবাব সেনাপতি মীর জাফর অামার দলে,হা হা😂
--অার সন্ধায় ব্রিজে অাড্ডা দিয়েই সময় পার করে দিতাম,
এভাবেই সময় গুলো কাটছিলো,কিন্তু এর মাঝে নিলার কথাও অামার খুব মনে পড়তো,কিন্তু মনে পড়লেও যে অামার কিছুই করার নেই,
কারন সে এখন তার বয় ফ্রেন্ডকে নিয়ে সময় কাটাতে ব্যস্ত,
--একদিন এভাবেই পলাশির যুদ্ধ করছিলাম,
--হটাৎ নিলা এই যুদ্ধের ময়দানে প্রবেশ করলো..!
--এই অাকাশ বাচ্চাদের মত এভাবে কি করিস..?
--জাঁহাপনা অাপনি কোন পক্ষের..?
অাপনার অাগমনের কারন.?
--ফাজলামো বাদ দিয়ে প্লিজ একটু বাহিরে অায় তোর সাথে অনেক জরুরী কথা অাছে..?
--যুদ্ধ অসমাপ্ত রেখে অামি কোথাও যেতে পারবো না,😁
--করাচ্ছি তোর যুদ্ধ কলার ধরে টানতে টানতে রুমের বাহিরে নিয়ে অাসছে😠😠
দোস্ত তাড়াতাড়ি রেডি হ..!
--কেন..?
অার হটাৎ অামার ঘরে কি মনে করে..?
--অনেকদিন তোর সাথে দেখা হয় না, তাই দেখা করতে অাসলাম, চল শার্টটা গায়ে দিয়ে বের হ বাহিরে ঘুরতে যাবো,
--মাম্মা ডাল মে কুচ কালা হে,মতলব টাকি বলতো..?
-- রাগি মুড নিয়ে 😠
কেন অামি কি তোর সাথে দেখা করতে পারি না..?
--না না, তা পারবি না কেন..?
অাজ অনেকদিন পর অামার বাসায় অাসলি তো তাই..!
--নিলা এক প্রকার জোর করেই,অামাকে একটা পার্কে নিয়ে অাসছে..!
--পার্কে কয়েকটা লিচু গাছ ছাড়া অার কিছুই নেই,৫০ টাকা করে টিকেট, অামার একশত টাকাই জ্বলে গেল,😭
--নিলা অামাকে টানতে টানতে একটা বেন্সে বসালো,
--অার অামি লিচু গাল থেকে অনেক গুলো লিচু পেরে খেতে শুরু করলাম,যদিও কিছু টাকা উসুল করা যায়,,,
--এই পেতনি খালি বসাই রাখবি না কিছু বলবি..?
--নিলা শব্দ করে কান্না করে দিছে,😭😭
--এই কিরে পেতনি কান্না করতেছিস কোন সুখে..?
--বলদ সুখে কেও কান্না করে নাকি..?
--তাহলে কোন দুঃখে কাঁদছিস..?
--দোস্ত রাফি অামাকে ছেড়ে তার পরিবারের সাথে বিদেশে চলে গেছে😭😭
--তো কি হইছে কাঁদার কি অাছে..?
--অামি ওকে খুব ভালোবাসতাম অার সে অামাকে ছেড়ে চলো গেছে...!😞
--তো কি হইছে,অামিও তো তোকে ভালোবাসতাম, তুই ও তো অামাকে ছেড়ে চলে গিয়েছিস, অামি কি কাঁদতাম, কাঁদতাম না,
বরং অারো ভালো ছিলাম, তুই জ্বালাতন না করাতে অামি অারো পরীক্ষাটা ভালোভাবে দিতে পেরেছি,,
--পাশে ফিরে দেখি নিলা চোখ লাল করে অামার দিকে তাকায় অাছে😠
সাথে সাথে মাইর শুরু কিল ঘুসি, গলা চেপে ধরছে,
--প্লিজ ছাড় অামার অনেক লাগছে..!
--যাহ ছেড়ে দিলাম,
অামি এতদিনে তোর ভালোবাসা বুঝতে পেরেছি, অাকাশ তুই কি অামাকে একটা শেষ বারের মত সুযোগ দিবি তোকে ভালোবাসার..?
--নাহ সেটা অার সম্ভব না,অার তুই সাথে থাকলে অামার পরবর্তী পরিক্ষা গুলোও খারাপ হবে,
অার তোর মনটা এখন অার ইনটেক নাই,অন্য জনের ব্যবহিত..!
--কুত্তা তোকে অাজকে অামি মেরেই ফেলবো😠
অাবার শুরু কিল,ঘুসি মুক্কা,বল তুই অামাকে ভালোবাসিস..?
--নাহ বলবো না😏
--নিলা অনেক জোরে গলা চিপে ধরছে,
তোকে অাজ অামি মেরেই ফেলবো কান্না করতে করতে😭😭
তুই অামার না হলে অামি তোকে কারোর হতে দিবো না..!
--প্লিজ ছেড়ে দে অামি বলছি...!😟
--বল..!
--অাই লাভ উ ছ্যাকা খোর😂😂😂
--কি বলছিস, দ্বারা তোকে দেখাচ্ছি মজা,বলেই ঠোঁট জোরা গুলো এক করে দিলো,
-- কি অার করা অামিও নিলার ঠোটের স্বাদ নিতে ব্যস্ত হয়ে পরলাম,
এভাবেই সমাপ্তি ঘটলো
অারেকটি ভালোবার,
এ পর্যন্ত সবাই ভালো থাকে,সুস্থ থাকবেন খোদা হাফেজ..!
ভুল ত্রুটি গুলোকে ক্ষমার নজরে দেখবেন.!
Writing for next story..!
প্রতিশোধ..!,

Post a Comment

0 Comments