শুধু_তুমি💜 (পর্বঃ_২) Bangali Lyrics Golpo






শুধু_তুমি💜 Bangali Lyrics Golpo



শুধু_তুমি💜
পর্বঃ_২
লেখিকা_হিয়া_চৌধুরী
(Golpo)


পরের দিন সকালে,,,,,,,,,,,,,,
লাবণ্য::::: ওহহ্ এতো ঘুম আমার কিভাবে আসে,,,,, আজকেও লেট,,,,,,, ভাল্লাগে না আর,,,,😔
আম্মু::::: কিরে তোর ঘুম ভেঙ্গেছে তাহলে,,,,, কতো বার ডাকলাম তোর তো পাওা ই নেই,,,,,,
লাবণ্য::::: পানি মেরে উঠাতে পারতে,,,,,,
আম্মু::::: যার উঠার দরকার সে এমনিতেই উঠবে,,,,,, আমার কেন পানি মারতে হবে,,,,😏
লাবণ্য::::: হয়েছে আর বলতে হবে না,,,,,,,
লাবণ্য ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়,,,,,, তারপর হালকা নাস্তা করেই বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে,,,,,,,,
কলেজে পৌঁছে,,,,,,,,,,
মুন::::: আজকে ও দেরি করে আসলি,,,,,,
লাবণ্য::::: সরি রে,,,, ঘুমালে আমার রাত দিন কোথায় চলে যায় নিজেই জানি না,,,,,,
মিশু::::: এটা তোর প্রতিদিনের রুটিন,,,,, বলে লাভ নাই,,,,, বাই দ্যা ওয়ে আগামীকাল তো কলেজে নবীনবরণ অনুষ্ঠান,,,,, তোর নৃত্যে পার্টিসিপেট করার কথা,,,, মনে আছে নিশ্চয়ই,,,,?
লাবণ্য::::: হ্যাঁ অবশ্যই,,,,,
মুন::::: সবাই Practice করছে আমাদের ও practice করা দরকার,,,,
মিশু:::::: হ্যাঁ ঠিক বলেছিস চল,,,,,,,,
লাবণ্য নৃত্য practice করছে,,,,মুন আর মিশু ও তাদের পার্টিসিপেট করার সাবজেক্টে practice করছে,,,,,, প্রতিবারের মতোই লাবণ্য নৃত্যে নাম্বার ওয়ান হয়,,,,,,
অন্যদিকে আজকে রাফসান তার ছোট বোনের birthday calibrate করছে,,,,,,তাই আজকে লাবণ্য কে দেখতে আসতে পারে নি,,,, কাজে ব্যস্ত আছে রাফসান,,,,, তাই বলে লাবণ্য কে ভুলে গেছে তা নয়,,,,, মনে আছে তার সব,,,,,, কিন্তুু কাজ থাকায় আসতে পারছে না,,,,,,রাফসান এখনো পর্যন্ত জানে না লাবণ্যের নৃত্যে পার্টিসিপেট করার কথা,,,,,,জানলে অবশ্যই বাঁধা দিতো,,,,,,
লাবণ্য মুন আর মিশু practice শেষে বাড়ি চলে যায়,,,,,,, দুপুরে লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছে লাবণ্য,,,,, practice করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে সে,,,,,, অন্যদিকে রাফসান ও আজকে কাজ কাজ করতে করতে ক্লান্ত,,,,, তাই সে ও ঘুমিয়ে পড়েছে,,,,,,
বিকেলে,,,,,,,,,,,

(Amar Golpo)

লাবণ্য ঘরের মধ্যে নাচ করছিলো এমন সময় ওর ভাবি আসে,,,,,
ভাবি::::: কি গো লাবণ্য এতো খুশি কেন? হঠাৎ ডান্স করছো? কি ব্যাপার বলো তো?
লাবণ্য::::: (ভাবির কথা শুনে নাচ থামিয়ে উনার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছি)
ভাবি::::: এমন করে তাকিয়ে আছো কেন?😕
লাবণ্য::::: ভাবি তুমি কি মনে করছো আমি প্রেমে পড়েছি?
ভাবি::::: হু,,,,,, তাই তো মনে হচ্ছে,,,,,,
লাবণ্য::::: তোমার এমন টা মনে হওয়ার কারণ কি বলো তো?
ভাবি:::::: কারণ প্রেমে পড়লে মানুষ খুব খুশি হয়ে ডান্স করে,,,,, গুনগুন করে গান গায়,,,,, মুচকি মুচকি হাসে,,,,,,
লাবণ্য::::: তুমি এগুলা করছো তাই না যখন আমার ভাইয়ার প্রেমে পড়েছিলা??
ভাবি::::: আআআরে,,,,,,,,,,
লাবণ্য:::::: এই একদম মিথ্যে বলবা না,,,,,, হুহ আমি বুঝে গেছি,,,,,,😏
ভাবি::::: (লজ্জা গাল লাল হয়ে গেছে)
লাবণ্য::::: আর লজ্জা পেতে হবে না,,,,,, ভাবি আমি প্রেমে টেমে পড়ি নি,,,,, আমার আগামীকাল কলেজে নবীনবরণ অনুষ্ঠানে নৃত্যে পার্টিসিপেট করার কথা তাই practice করছি,,,,,
ভাবি::::: ওও আচ্ছা,,,,,,,
লাবণ্য:::: বুঝেছো তো এবার?
(New Golpo)

ভাবি:::: হু হু বুঝেছি,,,,,,,, আচ্ছা তাহলে তুমি practice করো,,,,, আমি কফি পাঠিয়ে দিচ্ছি,,,,,,
লাবণ্য::::: ওক্কে ভাবি😘
লাবণ্যের ফোন বেজে উঠল,,,,,,, Unknown Number লাবণ্য ফোন রিসিভ করে,,,,,
লাবণ্য::::: আসসালামু ওয়ালাইকুম? কে বলছেন?
রাফসান::::: তোমার হবু জামাই,,,,,,, বুঝলে,,,,?
লাবণ্য::::: (বুঝতে বাকি রইল না কে এটা)
রাফসান::::: কি হলো কথা বলছো না যে?? ও আচ্ছা বুঝেছি অভিমান করেছি তাই না,,,,,,
লাবণ্য::::: হোয়াট? কি বলছেন এসব? আমি কোন দুঃখে আপনার সাথে অভিমান করতে যাবো?
রাফসান::::: আমি যে আজকে কলেজে তোমাকে দেখতে আসি নি তাই অভিমান করছো আর কি,,,,,
লাবণ্য::::: hey are you shut up okay? আপনার সাথে আমার কোনো ভালোবাসার বা বন্ধুত্বের সম্পর্ক নাই ঠিক আছে? যে আপনার সাথে রাগ অভিমান করতে যাবো?
রাফসান::::: তাও ঠিক,,,,, তবে হতে কতক্ষন,,,,,
লাবণ্য::::: আপনাকে ভালোবাসবো আমি?
রাফসান:::::: হ্যাঁ অবশ্যই কেন নয়?
লাবণ্য::::: সরি আপনি ভুল ভাবছেন,,,, আপনাকে ভালোবাসার প্রশ্নই আসে না,,,,, Because I hate you,,,,, আপনাকে আমি সহ্যই করতে পারি না আর সেখানে ভালোবাসা হাস্যকর,,,,,
রাফসান:::::: দেখো এতো কিছু আমি জানি না,,,,, তবে তুমি আমাকে ভালোবাসবে এটা জানি,,,,,,, আর না বাসলে ও আমি বাধ্য করবো তোমাকে,,,,,,,
লাবণ্য:::::: আমার থেকে আপনি আরো অনেক ভালো মেয়ে পাবেন,,,,, প্লিজ আমাকে ছেড়ে দেন,,,,, আমাকে স্বাধীন ভাবে বাঁচতে দেন,,,,,, আপনি কেন বুঝতে চান না আপনাকে আমার ভালো লাগে না,,,,, জাস্ট অসহ্য লাগে আপনাকে আমার,,,,,,
রাফসান::::: সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার,,,,, অন্য কাউকে লাগবে না আমার তোমাকেই চাই,,,,,, তোমার যেমন লাগার লাগুক,,,, আমার থেকে তোমার মুক্তি নেই,,,,, Mind it,,,,,,,(কল কেটে দেয়)
লাবণ্য::::: hello,,,,o hello,,,, ধুর মুড টাই নষ্ট করে দিলো,,,,,,, লোক টা কেন বুঝতে চায় না,,,,,, লোকটার কাছে থেকে কখনো কি আমার মুক্তি মিলবে না,,,,,,,!😢
ময়না::::: আফা আপনার কফি,,,,,
লাবণ্য::::: (ধ্যান ভেঙ্গে) ও হ্যাঁ এখানে রেখে যাও,,,,,
ময়না::::: আচ্ছা,,,,,,,,
বেলকনির দোলনায় বসে আছে লাবণ্য,,,,, কফিতে চুমুক দিয়ে প্রকৃতি দেখছে সে,,,,,,,আর রাফসানের বলা কথা গুলো বার বার মনে পড়ছে,,,,,,,
রাফসান লাবণ্যের কথা শুনে রেগে যায়,,,,, ফোন টা এক আছাড় দিয়ে ভেঙ্গে পেলে,,,,,
রাফসান::::: ও কেন বুঝতে চায় না আমাকে? কতোটা ভালোবাসি ওকে সেটা শুধু আমি ই জানি,,,,, নাহ্ ওকে ছাড়া আমার বেঁচে থাকা অসম্ভব,,,,,, (মনে মনে)
তানি::::: কিরে ভাইয়া কি ভাবছিস?
রাফসান::::: বাহ কিছু না,,,,, কেমন লেগেছে তোর সারপ্রাইজ টা?
তানি::::: খুব ভালো লেগেছে,,,,, উফ,,,,, আমি তো ভাবতেই পারি নি তুই আমাকে সারপ্রাইজ দিবি,,,,,😒
রাফসান:::: কেন ভাবতে পারিস নি,,,,,,😕
তানি:::::: কারণ তুই তো একটা লাল বান্দর,,,,,😝
রাফসান::::: তবে রে,,,,,
তানি রাফসান কে সব সময় এটা বলে রাগিয়ে দেয়,,,,, তারপর দৌড় দেয়,,,,,
রাফসান:::: এই তানির বাচ্চা দাঁড়া বলছি,,,,,,
তানি::::: সরি রে ভাইয়া দাঁড়াতে পারছি না,,,, কারণ আমাকে একটা লাল বান্দর তাড়া করেছে,,,,,😛
রাফসান:::: 😡
মুহুর্তের মধ্যে মব ভালো হয়ে যায় রাফসানের,,,,,, দুই ভাই বোন একে অপরকে খুব ভালোবাসে,,,,,,, সব সময় দুষ্টুমি তে মেতে থাকে ২ জন,,,,,,,, ওই দিন রাতে রাফসান আর লাবণ্যের সাথে যোগাযোগ করে নি,,,,,,
পরের দিন,,,,,,,,,,,
লাবণ্য একটা মিষ্টি কালারের শাড়ি + হিজাব পড়ে দাঁড়িয়ে আয়নায় নিজেকে দেখছে,,,,,,, এমন সময় ওর ভাবি আসে,,,,,,

(Rupkothar Golpo)

ভাবি::::: মাশাআল্লাহ,,,,, তোমাকে তো এই শাড়ি টা খুব মানিয়েছে,,,,,,,
লাবণ্য:::: দেখতে হবে না কে চয়েস করেছে শাটি টা😎
ভাবি::::: হুহ হয়েছে বলতে হবে না,,,,,,
লাবণ্য নাস্তা করে মুন আর মিশু কে নিয়ে কলেজে যাওয়ার জন্য রওনা দেয়,,,,,,, কলজের সামনে আসতেই রাফসান কে দেখে লাবণ্য ভয় পেয়ে যায়,,,,, রাফসান চোখ মুখ লাল করে রেগে লাবণ্যের দিকে তাকিয়ে আছে,,,,,,,
লাবণ্যের বুঝতে বাকি রইল না আজকে কি হবে,,,,,, লাবণ্য মুন আর মিশু না এগিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে আছে,,,,,রাফসান রেগে ওদের দিকে আসে,,,,,,,
মুন::::: হায় রে সেরেছে,,, বাঘ টা আমাদের এই দিকেই তো আসছে,,,,,
মিশু:::: হু তাই তো দেখছি,,,,, কিন্তুু এতো রেগে আছে কেন?? আজ তো লাবণ্য কে আস্তো গিলে খাবে মনে হচ্ছে,,,,,!

(Lyrics Golpo Bangla)

মুন::::: আরে চুপ কর না,,,,,,
রাফসান সোজা লাবণ্যের সামনে এসে দাঁড়ায়,,,,,,,
রাফসান::::: তুমি নৃত্যে পার্টিসিপেট করবে এটা আমাকে বলো নি কেন? আর শাড়ি পড়ে কেন এসেছো?😠 Why,,,,,(খুব জোড়ে চিৎকার করে,,,,,)
রাফসানের চিৎকারের শব্দে লাবণ্যের ভয়ে জান বেরিয়ে যাওয়ার অবস্থা,,,,,,,,,!
.
.
চলবে,,,,,,,,?(ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন)




Post a Comment

0 Comments