ওসির_অহংকারী_মেয়ে (পর্ব_৩) Bangali Lyrics Golpo





ওসির_অহংকারী_মেয়ে  Bangali Lyrics Golpo

ওসির_অহংকারী_মেয়ে
লেখক_আকাশ_মাহমুদ
পর্ব_৩
আকাশের তো মাথা একশতে একশো গরম হয়ে যায়,ওর কলিজার ছোট ভাইকে কে মেরেছে,কার এত বড় সাহস,
নাহ আমাকে আগের রূপে ফিরে যেতে হবে,এই ভেসভোসা ছেড়ে আবার আগের ক্যারেক্টারে ঘুছে যাবো,আর অনেক মানুষকে অনেক কিছু দেখানোর বাকি আছে,আকাশ মাহমুদ কি সেটা এখনো কেউ জানে না,
উপর থেকে দেখতে খ্যাত হলেও ভিতর থেকে পুরো আগুনের গোলা,
আকাশ,রানাকে ফোন করে,রানা তুই কোথায় রে...?
রানা হচ্ছে শহরের নাম করা মাস্তান,
রানা,এই যে ভাই একটা গ্যাঞ্জামে আসছি,ভাই সমস্যা নাই বলেন..?
আকাশ,মুন্নাকে নাকি গতরাতে কারা মেরেছে...?
রানা,ভাই আসলে কি যে বলবো শহরের কিছু ছেলেপেলেরা মিলে একটা দল পাকাইছে Rex নামের,ওদের সাথে ঝামেলা হইছে নাকি ওর,
আকাশ,তোরা থাকতে কি ভাবে ওকে মারলো,আমি না হয় নাই কিন্তু তোরা কোন মরা মানুষের লোম ছিঁড়তেছিস..?
রানা,ভাই প্লিজ আপনি রাগবেন না,আমি দেখছি মুন্নার কি হয়েছে,আর ওদের বারোটা বাজাচ্ছি আমি,আপনি নিশ্চিন্তে থাকুন😊
আকাশ,ওকে ফোন রাখলাম বলে ফোনটা রেখে দেয়,
মেজাজ পুরো মাথায় উঠে আছে,আমার অবর্তমানে আমার ছোটভাই দেরকে মেরে যায় এত বড় সাহস,নাহ নিজের রূপ পরিবর্তন করতে হবে,না হয় কেউ ভালো থাকতে দিবে না,
কিন্তু পরক্ষণেই মনে পড়ে সে কেনো ঘর ছেড়েছে,ঘর ছাড়ার উদ্দেশ্য কি,সে যদি আবার এগুলার মধ্যে নিজেকে জড়ায় তাহলে তার এই ত্যাগ বৃথা যাবে,নাহ দুনিয়াদারী যেই দিকে যাবে যাক আমাকে মানুষের মত মানুষ হতে হবে,
তারপর
সে ফ্রেশ হতে চলে যায়,ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে একটু বিশ্রাম নেওয়ার প্রিপারেশন নেয় তখনি আরু ফোন করে,
আরু,এই আকাশ কি করো..?
খাবার খেয়েছো...?
আকাশ,হা এইতো খেয়ে দেয়ে মাত্র শুতে যাবো...
আরু,এই ডিস্টার্ব করলাম নাতো..?
আকাশ,আরে পাগল কি বলছো এগুলা,ডিস্টার্ব কেন হতে যাবো,আচ্ছা বলো তুমি খেয়েছো...?
আরু,হা খেয়েছি আরো অনেক আগে,আচ্ছা শুনো তোমায় যেই জন্য ফোন করেছি,আজ বিকালে একটু ঘুরতে বের হবো রেডি থেকো,
আকাশ,আমার পা তো ভালো না কি করে ঘুরবো..?🙂
আরু,আরে আমি আছি না,আমি তোমায় ধরে থাকবো,আর দুজনে মিলে অনেক ঘুরবো,
আকাশ,আচ্ছা ঠিক আছে😊
এবার একটু বিশ্রাম নেই তাহলে...
আরু,ওকে টাটা বলে লাইন কেটে দেয়,
কিন্তু আকাশের একটা জিনিস মাথায় কাজ করছে না,হটাৎ আরু কেন ওর সাথে এত ঘনিষ্ঠ হতে চাচ্ছে,এর পিছনে কি কোন কারন আছে🤔
ধুর যাই হবে হোক,এত মতলব খুজে লাব নেই,ফোন রেখে দিয়ো একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করলাম,
বিকাল বেলা আরুর ফোন পেয়ে ঘুম ভাংলো,
আরু,এই তুমি কোথায় রেডি হয়েছো...?
আকাশ,নাহ এখন মাত্র ঘুম থেকে উঠলাম তোমার ফোন পেয়ে,
আরু,আচ্ছা আমি গাড়ি নিয়ে আসছি তোমার বাসার সামনে,এই সময়ের মধ্যে তুমি রেডি হয়ে নাও,
আকাশ,আচ্ছা তা ঠিক আছে,কিন্তু আমার বাসা কোথায় সেটা তুমি জানো...?🙄
আরু,হা জানি😑
আমি অনেক আগ থেকেই জানি তুমি কোথায় থাকো😁
আরুর কথা শুনে আকাশের টনক নড়ে উঠলো,এই মেয়ের অন্য কোনো মতলব নাই তো🤔
ধুর কি ভাবছি আমি ওর নামে উল্টো-পাল্টা😐
আচ্ছা ঠিকানা জানলে চলে এসো😊
আমি ফ্রেশ হচ্ছি.....
আকাশ,উঠে ফ্রেশ হয়ে নেয়,পরে একটা শার্ট বের করে গায়ে দেয়,পুরাতন শার্ট,আল্লাহ জানে আরু কি মনে করবে😪
কিন্তু কি করবো,আমার তো আর শার্ট নেই,দুইটাই শার্ট একটা কলেজের আরেকটা বাসার😊
একটু পর আরু বাসার নিচে এসে হর্ণ বাজালো,আচ্ছা পল্লব তুই একটু থাক আমি বাহিরে যাচ্ছি,আমার আসতে হয়তো একটু সময় লাগবে,
পল্লব,আচ্ছা ভাই সমস্যা নাই,
আকাশ,তারপর বাসা থেকে নিচে নামে,পরে আরুর গাড়ি করে দুজনে মিলে ঘুরতে বের হয়,আচ্ছা আরু আমরা কোথায় যাছি...?









আরু,শুরুতে আমরা পার্কে ঘুরবো,পরে দুজনে রেস্টুরেন্টে খাবো পরে মলে যাবো,
আকাশ,আমার কাছে তো টাকা নেই😓
আরু,চোখ গরম করে আকাশের দিকে তাকায়😡
আকাশ,এই কি হয়েছে এভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছো কেন..?
আরু,এই ছেলে কি সমস্যা হা...?
তোমার কাছে টাকা আছে কি নাই সেটা তোমাকে একবারো জিগ্যেস করেছি,আর তোমার টাকা দিয়ে আমার কাজ কি,তোমায় আমি ঘুরতে এনেছি সমস্ত খরচ আমার,কথা কম বলবে একদম😤
আকাশ,এই এত রেগে যাচ্ছো কেন..?😥
আরু,রাগবো না তো কি করবো,তুমি সব সময় নিজেকে এত ছোট করে দেখো কেন হা...?
আকাশ🤐
আরু,নেক্সট টাইম এই সব কথা শুনলে হবে খালি মুখ থেকে😡
আকাশ,মনে মনে বাবাগো কি রাগ🙄
আরু,এই নামো পার্কে এসে পড়েছি,
আকাশ,তারপর দুজনে গাড়ি থেকে নেমে পার্কের ভিতরে ঢুকলাম,সবাই আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে,ফাস্টে বুঝতে না পারলেও পরে ঠিকই বুঝে নিয়েছি মানুষ কেন বারবার আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে,কারন আমাকে দেখতে একদম পুরো খ্যাত লাগছে,আর আরুকে হুর-পরীর মত,
কিন্তু আরুর সেই দিকে কোন ভ্রূক্ষেপ এই নাই,আমার পোশাক-আশাক নিয়ে যেন তার কোন মাথা ব্যথাই নেই,বাকি মানুষে আমাকে নিয়ে নানান মন্তব্য করে চলেছে🙂
আরু,এই চলো ওদিকটায় গিয়ে বসি,
আকাশ,তারপর দুজনে গিয়ে ঐপাশে একটা খালি জায়গা ছিলো সেখানে গিয়ে বসলাম,দুজনে বসে বসে গল্প করছি,বেশ অনেকটা সময় গল্প করলাম,
আরু,এই চলো অনেকটা সময় হয়ে গিয়েছে এবার গিয়ে কিছু খাবো,
আকাশ,আরু আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেলো,
আরু,এই কি খাবে...?
আকাশ,তোমার যা ভাল লাগে অর্ডার করো,
আরু,তার নিজের পছন্দ মত অর্ডার করলো,খাওয়া দাওয়া করে এই চলো...?
আকাশ,এখন আবার কোথায় যাবে..?
আরু,মলে যাবো আমার কিছু কেনাকাটা করতে হবে😊
আকাশ,আচ্ছা চলো..
আরু,গাড়ি স্টার্ট করে শপিংমলের সামনে গিয়ে থামলো,পরে দুজনেই মলে ঢুকলাম,মলের ভিতরে এসি লাগানো,ঠান্ডায় মাইগ্রেনের সমস্যা করছে,হাত পা ও ঠান্ডা হয়ে আসছে আমার,আরু আমার না খুব সমস্যা হচ্ছে এসির বাতাসে,মাইগ্রেনের সমস্যা করতেছে,
আরু,আচ্ছা দাঁড়াও,আরু ব্যাগ থেকে একটা চাঁদর বের করে দিয়ে বললো,নাও এটা নাকে মুখে পেঁচিয়ে নাও..?
আকাশ,আরুর চাঁদরটা নিয়ে নাকে মুখে পেঁচিয়ে নিলাম,এবার একটু বেটার ফিল হচ্ছে,
আরু,আমাকে নিয়ে একটা দোকানে ঢুকলো,আংকেল ভালো কোয়ালিটির কয়েকটা পেন্ট দেখান তো..?
দোকানদার,মামনী কার জন্য দেখাবো,সাইজটা একটু বলো..?
আরু,আকাশকে দেখিয়ে দিয়ে ওর সাইজের লাগবে,
আকাশ,আরুর কথা শুনে অবাক হয়ে যায়,এই আরু তুমি কি করছো আমার জন্য পেন্ট কিনছো কেনো..?
আরু,চোখ রাঙিয়ে আকাশের দিকে তাকায়,এই ছেলে বেশি কথা বলতেছো মনে হয়..? অবস্থা কিন্তু খারাপ করে ছেড়ে দিব আমার মুখের উপরে কথা বললে...?😡😡
আকাশ🥺
আরু,আকাশের জন্য দুইটা দামী পেন্ট আর দুইটা শার্ট কিনে,এই নাও এগুলা তোমার জন্য,কাল থেকে যদি কলেজে ঐসব পড়ে আসো খারাপ হবে,মানুষ তোমাকে কথা কেনো শুনাবে হা...?
আকাশ,কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না,
কারন আরুকে সে যত দেখছে ততই অবাক হচ্ছে,এই মেয়েটার মধ্যে কোন দেমাগ বা হিংসা নাই,একদম সাধারণ একটা মেয়ে,গাড়ি দেখলেই বুঝা যায় বাপের অঢেল সম্পত্তি,তাও অহংকার বলতে কি সেটা তার মধ্যে নাই,
আরু,আচ্ছা চলো অনেক সময় হয়েছে এবার বাসার দিকে যাওয়া দরকার,
আকাশ,হা ঠিক বলেছো অনেকটা সময় হয়েছে এবার যাওয়া দরকার,
দুজনে লিফট দিয়ে নেমে শপিংমল থেকে বের হবে,ঠিক সেই সময় কেউ একজন ইচ্ছা করে এসে আকাশের গায়ের সাথে ধাক্কা খায়,সে ধাক্কা দিয়ে সে নিজেই মাটিতে পড়ে গেছে,
আকাশ,লক্ষ্য করে দেখে হেনা,আকাশ তো অবাক😲
হেনার সাথে অনেক গুলা মেয়ে আছে,হয়তো শপিং করতে এসেছে,
ধুর যাই করুক তাতে আমার কি😊
হেনা তো চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে,হেনার চেঁচামেচি শুনে মানুষজন জড়ো হয়ে গেছে,
পাশেই অনেকগুলো উশৃঙ্খল ছেলে পেলে দাঁড়িয়ে ছিলো,ওরা দৌড় আসে এই এই এখানে কি হয়েছে...?
হেনা,দেখন না ভাইয়া এই খ্যাত ছেলেটা আমাকে ইচ্ছা করে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছে বলে কান্না জুড়ে দেয়😭😭
আকাশের তো মাথায় কাজ করতেছে না,এই মেয়ে এই সব উল্টো-পাল্টা কি বলতেছে😶
ছেলে গুলা,এই পোলা মেয়ে দেখলেই হুমড়ি খেয়ে পড়তে ইচ্ছা হয় বলে আকাশকে মারতে আসে,তখনি আরু ওদের পথ আটকায়,
আরু,এই আপনারা না জেনে কোন কথা বলতে আসবেন না,দোষ আকাশের না দোষ হচ্ছে ঐ মেয়ের,সে নিজের ইচ্ছায় এসে ধাক্কা খেয়েছে,
হেনা,ভাইয়া আপনারা বিশ্বাস করেন এই মেয়ে মিথ্যা বলছে ওরা দুজনে মিলে প্লান করে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে,😭
ছেলেগুলা,আরুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে আকাশের গালের মধ্যে কোষে একটা থাপ্পড় লাগিয়ে দেয়...
হেনা,তো মনে মনে খুশি বেটা খচ্চর কালকের শোধ তুলে নিলাম😂
ছেলেগুলা,এই তুই মুখের থেকে চাঁদরটা সরা,তোর ভিডিও করে নেটে ছেড়ে দিব,
আকাশ,চুপচাপ দাঁড়িয়ে আছে,
ছেলেগুলা,এই তোরে একবার বলছি যে কথা কানে যায় না...?
না আরো কয়েকটা দিব বলে আকাশের কলার টেনে ধরে,,
আকাশ,গলা থেকে চাদরের পেচটা খুলে মুখ থেকে চাদরটা সরায়,
ছেলেটা আকাশকে দেখে ওর চোখ বড় বড় হয়ে যায়,ভয়ে ওর গা কাঁপা শুরু করে দিয়েছে,ছেলেটার সাথে বাকি যারা ছিলো সবাই আকাশকে দেখে ভয়ে দৌড়ে পালিয়ে যায়,ছেলেটা আকাশের কলার ছেড়ে দিয়ে ওর পায়ের উপরে হুমড়ি খেয়ে পড়ে,ভাই আমাকে মাফ করে দেন,ছেলেটা ভয়ে আকাশের পা ধরে হাউমাউ করে কান্না করে দেয়,
সবাই তো অবাক 😲
সবাই আসলো ওকে মারতে আর ওকে দেখে সবাই পালিয়ে গেলো,বিশেষ করে হেনা তো বিশ্বাস এই করতে পারছে না,যারা ওকে মারতে আসলো তারাই আকাশের পায়ে ধরে মাফ চাচ্ছে😱
কি হচ্ছে কি এই সব😲
চলবে...?
ভুল ত্রুটি গুলো ক্ষমার নজরে,





Post a Comment

0 Comments