একটি স্কুলের সামনে দাঁড়িয়ে আছে একজন বোরকা পরা মেয়ে। চোখে চশমা আর মনে লজ্জা নিয়ে দাঁড়িয়ে আছে নতুন কোন স্বপ্ন নিয়ে। সামনে গিয়ে মনে হলো সি ইজ এন এডুকেটেড গার্ল।
তার চাকরী না পাওয়ার হতাশা কখনওই ছিলো না, যার কারণে রাস্তার পাশে বেলপুরি বিক্রি করাটা তার চোখে কোন লজ্জার কাজ নয়।
অথচ মাস্টার্স পাস করেও বেকার যুবক সমাজের লোক লজ্জার ভয়ে নিজের জীবন বিলিয়ে দিচ্ছে। এই আপুটি সেই সব বেকার যুবক যুবতী ভাই বোনদের অনুপ্রেরনা হিসেবে কাজ আসবে। অথচ জীবনপ্রবাহে কোন কাজই ছোট নয়। "সবশেষে এটি একটি ছোট্ট অনুপ্রেরনার গল্প"
সেলুট বোন
সংগ্রহীত
0 Comments