গল্পঃ অত্যাচার

.
ঠাসসস...মেয়েটা আমাকে খুব জোরে একটা চড় দিয়ে বলতেছে....টিস্যু দিয়ে না।তোর শার্ট দিয়ে মুছে দে।এই ছোট লোকের বাচ্চা সুন্দরী মেয়ে দেখলে হাত ঠিক থাকেনা?শুধু শরীল স্পর্ষ করতে ইচ্ছা করে?কোথায় থেকে যে আবাল মার্কা গুলো এতো দামি রেস্টুরেন্টে আসে আল্লাহই জানে।মেয়েটা এক নিশ্বাসে বললো কথা গুলো।
,
আমি বাধ্য হয়ে আমার শরীর থেকে শার্টটা খুলে মেয়েটার পা মুছে দিতেছি।কারণ আমি একজন ওয়েটার। আমার দায়িত্ব কাস্টমারের সাথে ভালো ব্যবহার করে মন জয় করা।কিন্তু আমার সাথে এরকম পরিস্থিতি হবে তা আমি কখনই ভাবতে পারি নি।তাছাড়া একটা মেয়ের পা মুছে দিতে হবে??
,
আসলে হয়েছে কি,,, আমি একটা ভালো রেস্টুরেন্ট এ পার্টাইম জব করি।আমি যে টেবিলের দারিত্বে ছিলাম সে টেবিলে ৪টা মেয়ে আসে।আর নাস্তা আর কফির অডার্র দেয়।ঝামেলাটা বাজলো কফি দিতে গিয়ে।আমি ৩জনকে ঠিক ভাবেই কফির মগ দিলাম।কিন্ত ৪র্থ মেয়েটাকে দেওয়ার জন্য তার পিছন থেকে হাত বাড়িয়ে দিছি ঠিক সেই সময় সেও তার হাত উপরে উঠায় আর আমার হাতে লেগে কফির মগটা পরে যায়।আমি সরি বলে পকেট থেকে টিস্যু বের করে দিতে যাব ঠিক ঐ সময় চড় মারে।
,
আমি এক হাত দিয়ে পা মুছতেছি আর এক হাত দিয়ে আমার গালে হাত দিয়ে বুলাচ্ছি।খুব লেগেছে চরটা।মেয়ে মানুষ যে এতো খারাপ হয় তা আমি আগে ভাবতে পারি নি।এমনিতেই আমি রেগে আছি তার উপর পাশের মেয়েগুলো দেখতেছে আর মজা নিতেছে।
,
রাগটা আরো মাথায় উঠলো।আর চোখ দিয়ে অজান্তেই পানি বের হয়ে গেলো।
আমি উঠে, পরে যাওয়া মগটা নিয়ে ভিতরে গিয়ে এক মগ কফি নিলাম।আর তার সাথে দুটা ঘুমের ট্যাবলেট মিশিয়ে দিলাম।
(আপনারা ভাবতেছেন আমার সাথে ঘুমের ট্যাবলেট ছিল কেন? তাই তো? আসলে বাসা থেকে বের হবার সময় আঙ্কেল মানে আমার বাসাওয়ালা আমাকে আনতে দেয়।আর ওখান থেকে দুটা মিছিয়ে দিলাম)
,
মগটা এনে দিয়ে সব কটা মেয়েকে একবার দেখলাম।কারণ আগে কাউকে দেখি নি তো তাই।দেখে মনে হচ্ছে খুব বড় লোকের মেয়ে মনে হয়।
মেয়েটা কফি খাচ্ছে আর আমি গালে হাত দিয়ে মনে মনে বলতেছি বুঝবি শালি একটু পর কেমন লাগে।
,
খাওয়া শেষে বিল নেওয়ার সময় আমি অবাক হলাম ।কারণ যা বিল আচ্ছে তার চেয়ে ১০০০টাকা বেশি।আমি মেয়েটার দিকে তাকানোর সাথে মেয়েটা বললো...ওটা দিয়ে শার্ট কিনে নিও ছোটলোক।
,
আমি কিছু বলবো তার আগেই চলে গেলো মেয়ে গুলো।
তারপর আমিও বাসায় চলে আসলাম।
,
এখন আমার পরিচয় টা নিন।
আমার নাম জয়।আমি এবার ইন্টার ২য় বর্ষে পড়ি।
আমি থাকি শহরে।আমার বাবা মা নেই।শুধু একটা ছোট বোন আছে।ওর নাম মিশু।আমরা যে বাসায় থাকি ? সে আঙ্কেলও একা।উনার বউ মারা গেছে।আর একটা ছেলে আছে কিন্তু বিদেশে চলে গেছে আর আসে নি ।মাসে একবার করে ফোন দেয়।
আমার পরিবার বলতে আমরা ৩জন।আঙ্কেল আমি আর মিশু।
,
বাসায় আশার সাথে সাথে মিশু বলে ভাইয়া তোর গালে কি হয়েছে?কে তোক মেয়েছে?আমি বললাম কে মারবে আমাকে?মশা বসছিল।আমি মশাকে মেরেছি।
তারপর ও বলল ফ্রেশ হয়ে আয়।খিদা লাগছে।ভাত খাবো।
,
আমি ফ্রেস হয়ে এসে ভাত নিয়ে ওকে খাইয়ে দিতেছি আর বলতেছি...আমি না থাকলে কে তোকে খাইয়ে দিবে ন্হ??
,
ওই তুই না থাকবি মানে ?আমাকে ছেড়ে তোথায় যাবি হ্যা?আমি তোর হাত দিয়ে ছায়া ভাত খাব না কখনো।
,
ছোট থেকে ও আমার হাত দিয়ে ভাত খাবে।আমি না খাইয়ে দিলে ও ভাত খাবেই না।ভাত খাওয়া শেষে ওকে ঘুম পারিয়ে দিলাম।
তারপর আমি আমার বই গুলো ঠিক করলাম।করণ ১মাস থেকে কলেজ যাই না।কাল কে যাব।
,
কিছুকখন পড়া করে।আমার সকল বন্ধুকে মেসেজ দিলাম যে কালকে আমি কলেজ যাবো।তারপর আমি fb তে ঢুকলাম এবং একটা গল্প লেখে ঘুমিয়ে পড়লাম।
,
সকালে ঘুম ভাঙ্গ মিশুর ডাকে,,,,
মিশু: ভাইয়া ভাইয়া ওভাইয়া
আমি: ন্হুম বল।চোখ বন্ধ করে বললাম
মিশু: উঠবি না??
আমি : হ্যা। কয়টা বাজে???
মিশু:১০ টা বাজে।
আমি: কিহ??? আমার তো অবস্থা খারাপ।কারন আমার কলেজ ৯ টায় আর মিশু বলতেছে ১০ টা বাজে।আমি আমার ফোন টা হাতে নিয়ে চোখ খুলে দেখি ভোর ৬ টা বাজে।আমি মিশুকে বললাম ওই ১০ টা বাজে????
ঠিক তখনেই ও রুম থেকে বের হয়ে গেল।।।
,
আমি কিছুকখন শুয়ে থেকে উঠে গোসল করে দুজনে খেয়ে এক সাথে কলেজ আসলাম।দুজন একসাথে কারন ওর স্কুল আর আমার কলেজ একসাথে তাই।
কলেজ এসে রুমে ব্যাগ রেখে মাঠের মাঝে গিয়ে বসলাম।
,
এক এক করে সকল ফ্রেন্ডরা আসল।
সবাইমিলে আড্ডা দিয়ে ক্লাস রুম এ গিয়ে প্রথম টেবিলে বসলাম।দেখি আমি একা এই টেবিলে আর কেউ বসেনি।তখন এক বন্ধু বললো ওখানে বসিস না।ওখানে জয়া শুধু একা বসে।কেউকে বসতে দেয় না।
আমি বললাম,,,জয়া আবার কেরে।জয়া টয়া চিনি না। পরে দেখা যাবে আয় এখানে বস।
,
ওরা বললো তুই একাই থাক আমরা বসতে পারব না,।একটু পরে বুঝবি।
আমি ওদের কথায় কান না দিয়ে বসে আসি স্যার আসার অপেক্ষায়।এমনিতে ১ মাস কলেজ আসিনি তার চিন্তার বাচি না আর কোন জয়া টয়া।
,
আমি চোখ নিচের দিকে করে বসে আসি ঠিক এমন সময়...
ঠাসসসসসস,,,,,,করে আমাকে কে জেন চড় মারল।
আমি উপরে দিকে চেয়ে তো অবাক।যে আমাকে চড় মারল সে হলো কালকের আমাকে চড় মারা মেয়েটা।
,
চলবে......

গল্প: অত্যাচার



Post a Comment

0 Comments