পিচ্চি_বউ
(part 4)
.
পিচ্চিটার টোঠ আমার টোঠের একদম
কাছে নিয়ে আসল,
পিচ্চিটার নিঃশ্বাস আমার মুখের ওপর
পরছে,
পিচ্চিটা নিজের টোঠ আমার এতই কাছে
নিয়ে এল যে বুঝতেই পারছিনা কোনটা ওর
নিঃশ্বাস আর কোনটা আমার নিঃশ্বাস,,,
আমি পিচ্চিটাকে কিছু বলতে যাব,,
তখনই খপ করে নিজের টোঠ আমার
টোঠে লাগিয়ে দিল,,
আমি মুখে কোনো শব্দ করতে পারছি
না,,
শুধু মুখ দিয়ে উমমম,,,উমম শব্দ বের হয়ে
আসছে ৷
কিছুক্ষণ পর পিচ্চিটা নিজের টোঠ সরিয়ে
আমার কপাল নিজের কপাল লাগিয়ে জুরে
জুরে শ্বাস নিতে লাগল লাগল,,
আমি পিচ্চিটাকে ধাক্কা দিয়ে নিজের থেকে
সরিয়ে নিলাম,,
হাত দিয়ে টোঠ মুছতে মুছতে বললাম,,
-- এই পিচ্চি সয়তান্নি তুই এটা কি করলি?
-- আমি যে পিচ্চি না সেটার প্রমান
দিলাম,,৷
-- সররর,,,
ধাক্কা দিয়ে সরিয়ে বাথরুমে যেতে
লামলাম,,
অনেক্ষণ ধরে বাথরুম বসে বসে মোবাইল
টিপছিলাম,,
পিচ্চিটার সামনে ইচ্ছেই করছে না,
অনেক রাগ হচ্ছে পিচ্চিটার ওপর,
এইটুকু পিচ্চি একটা আমাকে কিস করছে,,
এটা ভাবতেই সারা শরির জ্বলছে,,
আব্বুর ভয়ে পিচ্চিটাকে কিছু বলতেও
পারছি না,,
বাথরুমের বাইরে থেকে পিচ্চিটার ডাক
শুনলাম,,
-- এই যে,,, এতক্ষণ ধরে বাথরুমে কি করছ,
বেরিয়ে আসছ না কেন?
বাথরুমেই ঘুমিয়ে পড়লে নাকি?
আমি কোনো উত্তর না দিয়ে মোবাইল
টিপছি,,
কিছুকণ থেমে পিচ্চিটা আবার ডাকতে
লাগল,,
-- এই যে শুনচ্ছ,, বেরিয়ে আস না
পিল্জ,,,আমার একা একা ভয় লাগছে ৷
আমি মনে মনে বললাম,,
তর ভয় লাগছে তো আমি কি করব,,
কোলে নিয়ে নাচব নাকি? পিচ্চি সয়তান্নি
একটা,,৷
এবার পিচ্চিটা বাথরুমের দরজাটা জুরে
ধাক্কা দিতে লাগল,,
-- দরজা খুলছ না কেন? পিল্জ দরজাটা
খুল,,৷
এবার পিচ্চিটা নিজেকেই প্রশ্ন করল,,
ওর কিছু হল নাতো?
-- এই কি হল দরজা খুলছ না কেন?( কান্না
করে দিল)
কান্না করছে আর জুরে জুরে বাথরুমের
দরজাটাকে টেলছে ৷
এবার আমার বেরিয়ে আসা দরকার না হলে
পিচ্চিটার কান্না শুনে আব্বু আম্মু চলে
আসবেন,,
আমি দরজা খুলে বাইরে বেরিয়ে আসলাম,,
আমাকে দেখেই পিচ্চিটা আমাকে শক্ত
করে জড়িয়ে ধরল,,
আর বলতে লাগল,,
-- তুমি ঠিক আছ তো?
তোমার কিছু হয় নাই তো?
এতক্ষণ দরজা আটকিয়ে কি করছিলে?
জান আমি কতটা ভয় পেয়ে গেছিলাম?
একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে,,
আমি পিচ্চিটাকে নিজের থেকে ছাড়িয়ে
বললাম,,
-- সত্যিই তুই একটা পিচ্চি ৷
বলেই পিচ্চিটাকে পাশ কাটিয়ে বিছানা
থেকে একটা বালিশ নিয়ে সুফাতে চলে
গেলাম,,
পিচ্চিটা আমার পিচে পিচেই আসল,,
আমি সুফাতে বালিশ রেখে ঘুমাতে যাব,,
তখনই পিচ্চিটা আমাকে বলল,,
-- তুমি সুফাতে ঘুমাবে না, আমার সাথে
বিছানাতে ঘুমাবে ৷
-- আমি তর সাথে ঘুমাতে পারব না ৷
-- তুমাকে আমার সাথেই ঘুমাতে হবে,
নাহলে কিন্তু....
-- না ঘুমালে কি করবি হ্যা?
ওর মুখমুখি হয়ে কথাটা বললাম,,
-- আমার সাথে না ঘুমালে শশুর আব্বুকে
ডাক দিব, আর বলবো তুমি আমাকে
মারছ,,
-- কি বললি আমি তকে মারছি?
-- তুমি আমাকে মার নাই সেটা শুধু আমি
আর তুমি জানি, আব্বু তো আর জানেন না
৷
-- তুই আমাকে Blackmaill করছিস ?
আমার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো
আমাকে প্রশ্ন করল,
-- তুমি বল আমার সাথে ঘুমাবে, নকি আমি
আব্বুকে ডাক দিব?
-- তর মত পিচ্চি সয়তান্নির সাথে আমি
ঘুমাতে পারব না ৷
-- ওকে তাহলে আমি আব্বুকে ডাক দেই,,
আব্বুওও....
আমি ওর মুখ চেপে ধরে বললাম,,
--এই এই কি করছিস, আমি ঘুমাব তো তর
সাথেই ঘুমাব, পিল্জ আব্বুকে ডাক দিস
না,,
পিচ্চি সয়তান্নি একটা,,,
-- হিহিহিহি,,,
.
শেষ পর্যন্ত পিচ্চিটাকে নিয়ে বিছানাশেষ পর্যন্ত পিচ্চিটাকে নিয়ে বিছানাতে
ঘুমাতে গেলাম,,
ওর বালিশটা টেলে একপাশে দিলাম,
আমার বলিশটা টেনে অন্যপাশে আনলাম,,
আমাদের মাঝখানে বড় গেপ রাখলাম,,
লাইট নিবিয়ে বালিশে মাথা রাখলাম,,
হুট করে পিচ্চিটা নিজের বালিশ ছেড়ে
আমার বালিশে চলে আসল,,
সুজা আমার বুকে মাথা রেখে দুই হাত দিয়ে
আমাকে জরিয়ে ধরল,,
আমি সাথে সাথে ওকে আমার থেকে
ছাড়িয়ে নিলাম,,
-- এই পিচ্চি কি করছিস, তর বালিশে গিয়ে
ঘুমা ৷
-- নাহ,, আমি তোমার বুকেই ঘুমাব ৷
-- তর বালিশে গিয়ে ঘুমা বলছি ৷(ধমক
দিয়ে বাললাম)
পিচ্চিটা উল্টা আমাকে ধমক দিয়ে বলল,,
-- আমাকে তোমার বুকে ঘুমাতে -- আমাকে তোমার বুকে ঘুমাতে দিবে?
নাকি আমি শশুর আব্বুকে ডাক দিব?
আব্বুওও....
আমি আবার পিচ্চিটার মুখ চেপে ধরে
বললাম,,
-- এই পিচ্চি সয়তান্নি, কথায় কথায়
আব্বুকে ডাক দিস কেন?
অতঃপর বাধ্য হয়ে পিচ্চিটাকে বুকে নিয়ে
ঘুমালাম ৷
সকালে ঘুুম থেকে উঠে মেয়েটার কান্ড
দেখে আমি অবাক হয়ে গেলাম,,,,,
#চলবে
0 Comments